X
রবিবার, ১১ মে ২০২৫
২৮ বৈশাখ ১৪৩২

ম্যাচের আগের দিন বাংলাদেশের স্কোয়াডে জাকেরের বদলি মাহিদুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ অক্টোবর ২০২৪, ১৭:৩৯আপডেট : ২৮ অক্টোবর ২০২৪, ১৮:০৫

কাল মঙ্গলবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হচ্ছে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় টেস্ট। হার দিয়ে শুরু করা সিরিজের শেষ ম্যাচের স্কোয়াডে একটি পরিবর্তন আনা হয়েছিল। তাসকিন আহমেদের বদলে স্কোয়াডে যোগ করা হয় পেসার সৈয়দ খালেদকে আহমেদকে। ম্যাচের আগের দিন আনা হলো আরেকটি পরিবর্তন। সোমবার সন্ধ্যায় জাকের আলী অনিকের ইনজুরিতে ভাগ্য খুললো মাহিদুল ইসলাম অঙ্কনের।

ঘরোয়া ক্রিকেটে গত কয়েক বছর ধরেই নিয়মিত রান করছেন মাহিদুল। ঢাকা লিগের সর্বশেষ আসরে মোহামেডানের জার্সিতে খেলে তিনি ছিলেন সর্বোচ্চ রান সংগ্রাহক। ১৬ ইনিংসে তার রান ৬৪৭। প্রথম শ্রেণির ক্রিকেটেও তিনি ধারাবাহিক। ৪৩টি ম্যাচ খেলে তার রান ১ হাজার ৯৩৪। চলতি লিগের প্রথম রাউন্ডে সিলেটের বিপক্ষে মাহিদুল সেঞ্চুরির দেখা পান। ২৩৩ বলে ১১৮ রানের ইনিংস খেলেছিলেন তিনি। সব মিলিয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে তিনটি সেঞ্চুরির সঙ্গে আছে ৮টি হাফ সেঞ্চুরি। 

মাহিদুল সুযোগ পেলেও জাকেরের বাদ পড়াটা দুর্ভাগ্যজনক। রবিবার নেটে ব্যাটিং করার সময় মাথায় আঘাত পান ঢাকায় অভিষেকে হাফ সেঞ্চুরি করা এই ব্যাটার। আর তাতেই চট্টগ্রাম টেস্ট থেকে ছিটকে গেছেন তিনি। জাতীয় দলের ফিজিও বায়েজেদুল ইসলাম খান জাকেরের ইনজুরি নিয়ে বলেছেন, ‘গতকাল (রবিবার) অনুশীলনে ব্যাট করতে গিয়ে জাকেরের চোট লেগেছিল। তার আগেও এখানে আঘাত লেগেছিল। কিছুটা ঝুঁকিপূর্ণ থাকায় জাকেরকে বিশ্রাম দেওয়া হয়েছে। সেরে উঠতে কয়েকদিন সময় লাগবে, এই কারণে দ্বিতীয় টেস্টের দলে তাকে রাখা হয়নি।’ 

স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটকিপার), মাহিদুল ইসলাম অঙ্কন, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, হাসান মাহমুদ, নাহিদ রানা, হাসান মুরাদ ও সৈয়দ খালেদ আহমেদ।

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
অধিনায়কত্ব ইস্যুতে শান্ত, ‘হয়তো ক্রিকেট বোর্ড থেকে একটা খবর পাবেন’
একদিনে দুইবার অলআউট, বাংলাদেশের হতশ্রী ব্যাটিংয়ের শেষ কোথায়?
চট্টগ্রাম টেস্টইনিংসে হার, বাংলাদেশকে হোয়াইটওয়াশ করেছে দ.আফ্রিকা
সর্বশেষ খবর
তীব্র তাপপ্রবাহ: পথচারীদের জন্য মসজিদ-ওজুখানা খোলা রাখার নির্দেশ
তীব্র তাপপ্রবাহ: পথচারীদের জন্য মসজিদ-ওজুখানা খোলা রাখার নির্দেশ
বিশেষ অভিযানে সারা দেশে গ্রেফতার ১৮২১
বিশেষ অভিযানে সারা দেশে গ্রেফতার ১৮২১
পাকিস্তানে শতাধিক জঙ্গি হত্যার দাবি ভারতের, রাফালে নিয়ে নীরব
অপারেশন সিঁদুরপাকিস্তানে শতাধিক জঙ্গি হত্যার দাবি ভারতের, রাফালে নিয়ে নীরব
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের ১৮ কর্মকর্তাকে অব্যাহতি, প্রকল্পে ঢুকতে নিষেধাজ্ঞা
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের ১৮ কর্মকর্তাকে অব্যাহতি, প্রকল্পে ঢুকতে নিষেধাজ্ঞা
সর্বাধিক পঠিত
আওয়ামী লীগ কচু পাতার পানি না: কাদের সিদ্দিকী
আওয়ামী লীগ কচু পাতার পানি না: কাদের সিদ্দিকী
ব্যাংকে টাকা আসছে নাকি বের হয়ে যাচ্ছে
ব্যাংকে টাকা আসছে নাকি বের হয়ে যাচ্ছে
যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: উপদেষ্টা মাহফুজ
যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: উপদেষ্টা মাহফুজ
বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ
বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ
মহাসড়কের পাশে দুই যুবকের লাশ, একজনের গলাকাটা অপরজনের চোখ উপড়ানো
মহাসড়কের পাশে দুই যুবকের লাশ, একজনের গলাকাটা অপরজনের চোখ উপড়ানো