X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

লিটন রান করলে আমরা এগিয়ে থাকবো: পেরেরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ ডিসেম্বর ২০২৪, ১৫:৩২আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৪, ১৬:৩৩

লম্বা সময় ধরে রানহীন লিটন দাস। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সীমিত ওভারের ক্রিকেটে কোনও ম্যাচেই বড় ইনিংস খেলতে পারেননি। এমন অফফর্ম নিয়ে বিপিএলের উদ্বোধনী ম্যাচে মাঠে নামছেন। চলতি আসরে মাঠে নামবেন ঢাকা ক্যাপিটালসের হয়ে। সোমবার রংপুর রাইডার্সের বিপক্ষে মাঠে নামার আগে দলের অধিনায়ক থিসারা পেরেরা সংবাদ সম্মেলনে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। সেখানে উঠে এসেছে লিটনের সাম্প্রতিক পারফরম্যান্স প্রসঙ্গ।

এক প্রশ্নের জবাবে ঢাকার অধিনায়ক থিসারা পেরেরা বলেছেন, ‘আমরা সবাই জানি, লিটন আমাদের দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ। সে যদি রান করে তাহলে আমরা এগিয়ে থাকবো। আমরা সবাইকেই সমর্থন দেয়ার চেষ্টা করবো, বিশেষ কর লিটনকে। সে অতীতেও দারুণ করেছে। আমরা কেউই ব্যর্থ হতে চাই না। তবে আমি একটা কথা বলতে পারি লিটন আমাদের ফ্র্যাঞ্চাইজির অন্যতম সেরা ক্রিকেটার। ব্যাটিং-বোলিং ইউনিট হিসেবে এই মুহূর্তে সবকিছুই ঠিক আছে। লিটনকে অ্যাঙ্করের ভূমিকা দেওয়া হয়েছে।’

স্থানীয় ও বিদেশি ক্রিকেটারদের নিয়ে ভালো দল গড়েছে ঢাকা। মোস্তাফিজুর রহমান, লিটন দাস, তানজিদ তামিম, মুকিদুল, সাব্বিরদের সঙ্গে থিসারা পেরেরা, জনসন চার্লস, সাইম আইয়ুব ও শাহনেওয়াজ দাহানিদের মতো বিদেশি ক্রিকেটার দলটিতে আছেন। শেষ মুহূর্তে জাতীয় লিগে দারুণ পারফরম্যান্স করা আলাউদ্দিন বাবুকেও দলে ভিড়িয়েছে তারা। অধিনায়কত্ব করার মতো অনেকে থাকলেও  লঙ্কান অলরাউন্ডার থিসারার ওপরই আস্থা রেখেছে ঢাকা ক্যাপিটালস। যদিও থিসারা বিষয়টিকে সাধারণ ভাবেই নিচ্ছেন, ‘ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে কী হয় সেটা আমরা সবাই জানি। অধিনায়কত্ব এখানে শুধুই তকমা। প্লেয়ার হিসেবে আমরা সবাই অধিনায়কত্ব শিখি। তাই ভাবছি না কে আমাদের অধিনায়ক, কে সিনিয়র প্লেয়ার, কে জুনিয়র। আমরা আমাদের ক্রিকেট ক্যারিয়ার এগিয়ে নেই। এটা শুধুই একটা তকমা।’

বিপিএলের প্রশংসা করে থিসারা বলেছেন, ‘আমি বিপিএলকে হ্যাটস অফ করতে চাই। এখানে অনেক বছর খেলেছি, আমার অনেক অভিজ্ঞতা হয়েছে। বিপিএলে একটানা ১১তম আসরে চলে গেছে এটা দেখেই ভালো লাগছে। কিছু দেশ আছে যাদের লিগ এক-দুই বছর হয় এরপর আবার বন্ধ হয়, আবার চালু হয়। প্লেয়ার হিসেবে ওসব টুর্নামেন্টে খেলা আনন্দদায়ক নয়। বিপিএল আয়োজকদের আমি ধন্যবাদ জানাই, তারা গত কয়েক বছর একটানা আসরটি আয়োজন করেছে। তাই বলছি সবগুলো লিগের মধ্যে আমি তুলনা করতে পারবো না। তবে বিপিএলে দারুণ খেলা হয়।’

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
বাংলাদেশের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক লিটন
আরব আমিরাত ও পাকিস্তান সফরের দল ঘোষণা, অধিনায়ক লিটন
ইনজুরিতে পিএসএল শেষ লিটনের
সর্বশেষ খবর
নতুন গানে টিনা রাসেলের ব্যাকুলতা
নতুন গানে টিনা রাসেলের ব্যাকুলতা
কারাগারে আইভী
কারাগারে আইভী
শেখ হাসিনার সঙ্গে মিটিংয়ের অভিযোগে আ.লীগ নেতা গ্রেফতার
শেখ হাসিনার সঙ্গে মিটিংয়ের অভিযোগে আ.লীগ নেতা গ্রেফতার
ভারত-পাকিস্তান সংঘাতে আইপিএলের ভবিষ্যৎ কী?
ভারত-পাকিস্তান সংঘাতে আইপিএলের ভবিষ্যৎ কী?
সর্বাধিক পঠিত
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ