X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

সানি-তাসকিনকে নিয়ে যা বললো আইসিসি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ মার্চ ২০১৬, ১৮:১৭আপডেট : ১৯ মার্চ ২০১৬, ১৮:২১

সানি-তাসকিনকে নিয়ে যা বললো আইসিসি আরাফাত সানির বোলিং অ্যাকশন যে অবৈধ তা সকালেই জানা গিয়েছিল। এই দুঃসংবাদের সঙ্গে বিভিন্ন গণমাধ্যম খবর দিয়েছিল বৈধ প্রমাণিত হয়েছে তাসকিনের অ্যাকশন। কিন্তু বিকেল বেলায় আইসিসির অফিসিয়াল বিবৃতিতে জানানো হলো সানি-তাসকিন দুজনই নিষিদ্ধ। 

ক্রিকেটের নিয়ম অনুযায়ী বল ডেভিভারি দেওয়ার সময় কনুই ১৫ ডিগ্রির বেশি বাঁকানো যায় না। কিন্তু তাসকিন ও সানি দুজনেরই কনুই-ই নাকি সেই সীমা অতিক্রম করেছে। আইসিসি'র বিবৃতিতে বলা হয়ে বলেছে, আরাফাত সানির বেশিরভাগ ডেলিভারির সময়ই তার কনুই বেঁকে গেছে ১৫ ডিগ্রির বেশি। যা আইসিসি'র নিয়ম বহির্ভূত। আর তাসকিনের বেশকিছু ডেলিভারি বৈধ হলেও কিছু ক্ষেত্রে তাঁর কনুইও ১৫ ডিগ্রির বেশি বেঁকে গেছে।

এতে আরও বলা হয়েছে, বোলিং অ্যাকশন শুধরে না নেওয়া পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটের বাইরেই থাকতে হবে তাসকিন ও সানিকে। টি-টোয়েন্টি বিশ্বকাপের পরবর্তী ম্যাচগুলোতে আর খেলতে পারবেন না এই দুই বোলার। তবে বিসিবির তত্বাবধানে অনুষ্ঠিত ঘরোয়া ম্যাচগুলোতে খেলতে পারবেন তারা। পরবর্তীতে আইসিসির অনুমোদিত পরীক্ষাগারে পুনরায় পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে পারলেই তারা আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারবেন।

গত ৯ মার্চ ধর্মশালায় নেদারল্যান্ডসের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচের পরই সানি ও তাসকিনের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ পোষণ করেছিলেন আম্পায়াররা। ১২ মার্চ চেন্নাইয়ে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়েছিলেন সানি। তাসকিন পরীক্ষাগারে গিয়েছিলেন ১৫ মার্চ। তাসকিন ও সানির পরিবর্তে এখন বাংলাদেশের বিশ্বকাপ দলে ডাকা হয়েছে সাকলাইন সজিব ও শুভাগত হোমকে।

/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
জোরে সালাম শুনেই ঘাড় ফিরিয়ে উত্তর দেন খালেদা জিয়া
জোরে সালাম শুনেই ঘাড় ফিরিয়ে উত্তর দেন খালেদা জিয়া
বজ্রাঘাতে প্রাণ গেলো ১০ জনের
বজ্রাঘাতে প্রাণ গেলো ১০ জনের
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
বাবাকে খাবার পৌঁছে দিতে গিয়ে নিখোঁজ শিশুর লাশ মিললো নদীতে
বাবাকে খাবার পৌঁছে দিতে গিয়ে নিখোঁজ শিশুর লাশ মিললো নদীতে
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম