দলের দুই বড় তারকা রোহিত শর্মা ও বিরাট কোহলির অফফর্ম নিয়ে দুশ্চিন্তা নিশ্চয় উধাও হয়ে গেলো ভারতের। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে সবশেষ প্রস্তুতিতে ইংল্যান্ডের বিপক্ষে দুজনেই ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছেন। দ্বিতীয় ওয়ানডেতে সেঞ্চুরি করেছিলেন রোহিত, শেষ ম্যাচে কোহলিও করলেন ফিফটি। বুধবার শুবমান গিলের সেঞ্চুরির পর এই ডানহাতি ব্যাটারের সঙ্গে শ্রেয়াস আইয়ার পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলেন। তাতে ৩৫৬ রানের বিশাল সংগ্রহ করে ভারত। সেই রান তাড়া করতে গিয়ে ২১৪ রানে অলআউট ইংল্যান্ড। ১৪২ রানের বড় জয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি সারলো মেন ইন ব্লুরা।
আগে ব্যাটিংয়ে নেমে ৬ রানে ভাঙে রোহিত ও গিলের উদ্বোধনী জুটি। মাত্র ১ রান করেন রোহিত।
তারপর ঝলক দেখান কোহলি ও গিল। এই জুটিতে দুজনই হাফ সেঞ্চুরি করেন। ১০৭ বলে তাদের সংগ্রহ ১১৬ রান। কোহলি ৫৫ বলে ৭ চার ও ১ ছয়ে ৫২ রানে থামেন।
এরপর শ্রেয়াসকে নিয়ে গিলের ১০৪ রানের জুটিতে বড় সংগ্রহের ভিত গড়ে ফেলে ভারত। গিল ১০২ বলে ১৪ চার ও ৩ ছয়ে ১১২ রানে আউট হন।
পরে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকলেও শ্রেয়াসের ৬৪ বলে ৭৮ রান ও লোকেশ রাহুলের ৪০ রানের ইনিংসের সুবাদে ভারত তিনশ পার করেছে স্বচ্ছন্দে।
ভারতকে শেষ বলে গুটিয়ে দিতে সর্বোচ্চ চার উইকেট নেন আদিল রশিদ। দুটি পান মার্ক উড।
বড় লক্ষ্যে নেমে চল্লিশের ঘরে কোনও ইংলিশ ব্যাটার রান করতে পারেননি। সর্বোচ্চ ৩৮ রান আসে টম ব্যান্টন ও ও গাস অ্যাটকিনসনের ব্যাটে।
ওপেনার বেন ডাকেট করেন ৩৪ রান। অথচ তার সঙ্গে ফিল সল্টের জুটি ৬.২ ওভারে ৬০ রান তুলে ফেলে।
আর্শদীপ সিং টপ অর্ডারে, মিডল অর্ডারে হার্ষিত রানা ও লেজে হার্দিক পান্ডিয়া আঘাত করে ইংল্যান্ডকে থামিয়ে দেন। তিন জনের সঙ্গে সমান দুটি উইকেট পান অক্ষর প্যাটেল।
৩৪.২ ওভারে ইংল্যান্ড অলআউট হয়।