X
শুক্রবার, ২১ মার্চ ২০২৫
৭ চৈত্র ১৪৩১

অবসরের ঘোষণা মাহমুদউল্লাহর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ মার্চ ২০২৫, ২০:৩৫আপডেট : ১২ মার্চ ২০২৫, ২১:০৪

টেস্ট ও টি-টোয়েন্টি থেকে বিদায় নিয়েছেন আগেই। খেলে গেছেন ওয়ানডে। সম্প্রতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাকে খেলতে দেখা গেছে। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়ে চিরদিনের জন্য জাতীয় দলের ব্যাট-প্যাড তুলে রাখার ঘোষণা দিলেন মাহমুদউল্লাহ। বুধবার রাতে ফেসবুক পোস্টে এই ঘোষণা দেন বাংলাদেশের অলরাউন্ডার।

মাহমুদউল্লাহ ফেসবুকে লিখেছেন, ‘সকল প্রশংসা একমাত্র মহান আল্লাহর জন্য। আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমি আমার সকল সতীর্থ, কোচ এবং বিশেষ করে আমার ভক্তদের ধন্যবাদ জানাতে চাই, যারা আমাকে সবসময় সমর্থন করেছেন।’

মাহমুদউল্লাহ আরও লিখেছেন, ‘আমার বাবা-মা, আমার শ্বশুর-শাশুড়ি, বিশেষ করে আমার শ্বশুর এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে আমার ভাই এমদাদ উল্লাহকে অনেক ধন্যবাদ, যিনি ছোটবেলা থেকেই আমার কোচ এবং পরামর্শদাতা হিসেবে আমার পাশে থেকেছেন। এবং পরিশেষে আমার স্ত্রী এবং সন্তানদের ধন্যবাদ, যারা কঠিন সময়ে আমার পাশে ছিলেন। আমি জানি লাল-সবুজ জার্সিতে রাইদ আমাকে মিস করবে।’

একদম শেষে আক্ষেপ প্রকাশ পেয়েছে তার লেখাতে, ‘সবকিছু নিখুঁতভাবে শেষ হয় না, তারপরও এগিয়ে যেতে হয়। শান্তি.... আলহামদুল্লিাহ।’

পরিশেষে বাংলাদেশ দলকে শুভকামনা জানিয়েছেন এই অলরাউন্ডার, ‘আমার টিম এবং বাংলাদেশ ক্রিকেটের জন্য শুভকামনা।’

২০০৭ সালে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল মাহমুদউল্লাহ। লম্বা ক্যারিয়ারে বেশ কয়েকবার বাদ পড়লেও দলের অবিচ্ছেদ্য অংশ ছিলেন তিনি। সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ খেলেছিলেন। ওই ম্যাচে ৪ রান এসেছিল তার ব্যাট থেকে। ওই ব্যর্থতার পর তাকে নিয়ে তীব্র সমালোচনা হচ্ছিলো। সেই সমালোচনা সামলে নিতে পারেননি তিনি।

দুই দিন আগে কেন্দ্রীয় চুক্তি ঘোষণার আগে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছিলেন এই অলরাউন্ডার। তখনই বোঝা যাচ্ছিলো, যে কোনও সময় অবসরের ঘোষণা দিতে পারেন তিনি। অবশেষে বুধবার রাতে আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন। 

লম্বা ক্যারিয়ারের ২৩৯টি ম্যাচ খেলেছেন মাহমুদউল্লাহ। ৩৬.৪৬ গড়ে ৪ সেঞ্চুরি ও ৩২ হাফ সেঞ্চুরিতে তার রান ৫ হাজার ৬৮৯।  বল হাতে নিয়েছেন ৮২ উইকেট। 

২০২৪ সালের অক্টোবরে কুড়ি ওভারের ক্রিকেট থেকে অবসর নেন মাহমুদউল্লাহ। এই ফরম্যাটে ১৪১ ম্যাচে ২৩.৫০ গড়ে ২ হাজার ৪৪৪ রান করেন তিনি। স্ট্রাইক রেট ১১৭.৩৮। বল হাতে নিয়েছেন ৪১ উইকেট। 

টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন আরও আগে। ২০২১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে সেঞ্চুরি করে হুট করেই অবসরের ঘোষণা দেন এই অলরাউন্ডার। এই ফরম্যাটে ৫০ ম্যাচে ৫ সেঞ্চুরি ও ১৬ হাফ সেঞ্চুরিতে মাহমুদউল্লাহর রান ২ হাজার ৯১৪। টেস্টে তার শিকার ৪৩ উইকেট।

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বেবিচকের এভসেক বিভাগের আন্দোলনের নেপথ্যে কারা
বেবিচকের এভসেক বিভাগের আন্দোলনের নেপথ্যে কারা
২৫ লাখ টাকা মুক্তিপণ দিয়ে বাবা পেলেন ছেলের লাশ
অনলাইনে ‘প্রেম’ পরে অপহরণ২৫ লাখ টাকা মুক্তিপণ দিয়ে বাবা পেলেন ছেলের লাশ
গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৯১
গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৯১
পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা
পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা
সর্বাধিক পঠিত
ঈদের ছুটি আরও দুই দিন বাড়ানোর দাবিতে মহাসড়ক অবরোধ
ঈদের ছুটি আরও দুই দিন বাড়ানোর দাবিতে মহাসড়ক অবরোধ
যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন ১৯৪ কর্মকর্তা
যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন ১৯৪ কর্মকর্তা
আ.লীগকে নিষিদ্ধের পরিকল্পনা নেই, নির্বাচনের তারিখ পেছাবে না: প্রধান উপদেষ্টা
আ.লীগকে নিষিদ্ধের পরিকল্পনা নেই, নির্বাচনের তারিখ পেছাবে না: প্রধান উপদেষ্টা
উপদেষ্টা পরিষদের বৈঠকে যেসব সিদ্ধান্ত
উপদেষ্টা পরিষদের বৈঠকে যেসব সিদ্ধান্ত
ফেসবুক পোস্টে প্রধান উপদেষ্টাকে যা বললেন হাসনাত
আওয়ামী লীগ নিষিদ্ধ প্রসঙ্গফেসবুক পোস্টে প্রধান উপদেষ্টাকে যা বললেন হাসনাত