বৃষ্টির কারণে বাংলাদেশ ও শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের তৃতীয় ওয়ানডের দৈর্ঘ্য কমে দাঁড়ায় ২৮ ওভারে। নির্ধারিত ওভারে বাংলাদেশ আগে ব্যাটিং করে ১৪৪ রান করে। তবে নতুন করে বৃষ্টি নামায় লঙ্কানদের ২২ ওভারে লক্ষ্য নির্ধারিত হয় ১৬০ রান। কঠিন এই লক্ষ্যটা ছুঁতে পারেনি লঙ্কান যুবারা। ২২ ওভারে ৭ উইকেট হারিয়ে ১২০ রানে থামে তারা। ডিএল মেথডে ৩৯ রানে স্বাগতিকদের হারিয়ে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেলো বাংলাদেশ।
কোল্টস ক্রিকেট ক্লাব গ্রাউন্ডে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে ২ উইকেট হারায় বাংলাদেশ। চতুর্থ ওভারে পড়ে প্রথম উইকেট। ব্যক্তিগত ৬ রানে ফেরেন ওপেনার কালাম সিদ্দিকী। দ্বিতীয় উইকেটে জাওয়াদ আবরার ও অধিনায়ক আজিজুল হাকিম তামিম ৬৫ রানের জুটি গড়েন। আগের ম্যাচে সেঞ্চুরি পাওয়া জাওয়াদ এ ম্যাচে খেলেছেন ৩৮ রানের ইনিংস।
তৃতীয় উইকেটে ৫৯ রানের আরেকটি জুটি গড়েন আজিজুল ও রিজান হাসান। আজিজুল তুলে নিয়েছেন টানা দ্বিতীয় হাফ সেঞ্চুরি। ৮৪ বলে ৬৭ রানে অপরাজিত থাকেন যুব দলের অধিনায়ক। ২৪ রানে অপরাজিত থাকেন রিজান।
১৪৫ রানের লক্ষ্য পেলেও বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে ব্যাটিংয়ে নামতে পারেনি লঙ্কান যুবারা। এরপর ৬ ওভার কমিয়ে ২২ ওভারে শ্রীলঙ্কার নতুন লক্ষ্য নির্ধারিত হয় ১৬০ রান। শুরু থেকেই দ্রুত উইকেট হারাতে থাকে স্বাগতিকরা। ৬৮ রানেই ৬ উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় তারা। প্রথম পাঁচ ব্যাটার দুই অঙ্কের ঘরেই পৌঁছাতে ব্যর্থ হয়েছেন। কবিজা গামাগে সর্বোচ্চ ৩২ রানে অপরাজিত থাকেন।
বাংলাদেশের আল ফাহাদ ও আজিজুল নিয়েছেন ২টি করে উইকেট।