শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে প্রথম ওয়ানডে হার দিয়ে শুরু করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। তবে টানা তিন ম্যাচ জিতে সিরিজে এগিয়ে যায় সফরকারীরা। পঞ্চম ম্যাচে লঙ্কান যুবারা জিতে শেষ ম্যাচটাকে গুরুত্বপূর্ণ বানিয়ে ফেলে। কেননা বৃহস্পতিবারের শেষ ম্যাচটি জিততে পারলে সিরিজ হার এড়াতে পারতো স্বাগতিকরা। তবে সেটি হয়নি, বৃষ্টির কারণে ম্যাচটিই বাতিল হয়ে যায়। বাংলাদেশ দল ৩-২ ব্যবধানে ছয় ম্যাচের সিরিজ নিশ্চিত করেই ঘরে ফিরছে।
আগে ব্যাটিং করতে নেমে বাংলাদেশ ৩৯.১ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৮৮ রান সংগ্রহ করে। এরপরই বৃষ্টি নামে। বৃষ্টি না কমায় শেষ পর্যন্ত ম্যাচটি পরিত্যক্ত হয়। এই ঘোষণার আগে এই ম্যাচেও দারুণ ফর্ম দেখিয়েছেন বাংলাদেশ দলের টপ অর্ডার ব্যাটাররা। সেই ধারাবাহিকতায় সিরিজের ষষ্ঠ ও শেষ ম্যাচে ৯৪ রানের ইনিংস উপহার দিয়েছেন অধিনায়ক আজিজুল হাকিম তামিম। কিন্তু দুর্ভাগ্য ৬ রানের আক্ষেপ নিয়েই সাজঘরে ফিরতে হয়েছে যুব দলের অধিনায়ককে। যদিও সিরিজে দুই সেঞ্চুরি হাঁকানো জাওয়াদ আবরার আজ রানের খাতা না খুলেই আউট হয়েছেন।
এদিন রানের দেখা পান আরেক ওপেনার কালাম সিদ্দিকী আলিন। তিনি করেন ৩১ রান। আলিন ফিরলে ১০৮ রানের জুটি গড়েন আজিজুল ও রিজান হোসেন। ১১১ বলে ৭ চার ও ২ ছক্কায় ৯৪ রানে আউট হন অধিনায়ক। রিজান অপরাজিত থাকেন ৪৮ রানে।
শ্রীলঙ্কা সিরিজে প্রথম ম্যাচটিতে ৯৮ রানে হারে বাংলাদেশ। এর পরের ম্যাচে আবরারের সেঞ্চুরি ও আজিজুলের হাফ সেঞ্চুরিতে ৯ উইকেটের বড় ব্যবধানে জেতে বাংলাদেশ। পরের দুই ম্যাচেও যথাক্রমে ৩৯ ও ১৪৬ রানের বড় জয় পায় সফরকারীরা। তবে দুই দলের পঞ্চম ম্যাচে এসে শ্রীলঙ্কা ২৭ রানে হারায় বাংলাদেশের যুবাদের।