X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

দেশে ফিরেছেন রিশাদ ও নাহিদ

স্পোর্টস ডেস্ক
১০ মে ২০২৫, ২২:০৭আপডেট : ১০ মে ২০২৫, ২২:০৮

পাকিস্তানে ক্রমবর্ধমান রাজনৈতিক উত্তেজনা ও অনিশ্চয়তার দিন কাটিয়ে অবশেষে নিরাপদে দেশে ফিরেছেন বাংলাদেশের দুই ক্রিকেটার রিশাদ হোসেন ও নাহিদ রানা। পিএসএল খেলতে তারা পাকিস্তানে গিয়েছিলেন। ভারতের সঙ্গে পাকিস্তানের সীমান্তে সামরিক উত্তেজনায় দেশটির ফ্র্যাঞ্চাইজি লিগ স্থগিত করা হয়। একই সঙ্গে বিদেশি ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে তৈরি হয় উদ্বেগ।

শেষ পর্যন্ত পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রচেষ্টায় সব বিদেশি ক্রিকেটারদের বিশেষ বিমানে করে দুবাই নেওয়া হয়। সেখান থেকে বাংলাদেশের বিমান ধরেন রিশাদ ও নাহিদ। শনিবার বিকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন তারা।

দুবাই বিমানবন্দরে নেমে গণমাধ্যমকে রিশাদ বলেন, ‘আলহামদুলিল্লাহ আমরা সংকট কাটিয়ে দুবাইয়ে পৌঁছে গেছি। এখন ভালো লাগছে। ফ্লাইটটা উপভোগ করেছি এবং একটু ভয়ও ছিল। ফ্লাইট থেকে নামার পর যখন শুনেছি টেকঅফ করার ২০ মিনিট পরে মিসাইল পড়েছে এয়ারপোর্টে। শোনার পরে একটু খারাপ লাগছে এবং ভয়ও লাগছিল। দুবাই আসার পরে আমাদের স্বস্তি লাগছে।’

রিশাদ জানান, এই কয়েকদিন তার পরিবার নির্ঘুম রাত কাটিয়েছে, ‘যখন আমি খেলার জন্য বাইরে যাই, আমার পরিবার সবসময় চিন্তা করে, সেটা পরিস্থিতি ভালো হোক বা মন্দ। যখন তারা পাকিস্তানের খবর জানলো, এখানে সেখানে বোমা ফাটছে, ক্ষেপণাস্ত্র ছোঁড়া হচ্ছে, স্বাভাবিকভাবে তারা টেনশনে ছিল। আমি তাদের সান্ত্বনা দিয়েছি, বলেছি যে আমাকে নিয়ে চিন্তা করো না। তারপর তারা একটু স্বাভাবিক হয়েছিল।’

রিশাদ লাহোর কালান্দার্সের হয়ে ম্যাচ খেলেছেন। পেশাওয়ার জালমির হয়ে খেলতে পাকিস্তানে গেলেও মাঠে নামা হয়নি নাহিদের।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গাজাবাসীর নিরাপত্তাই ট্রাম্পের প্রধান চাওয়া
গাজাবাসীর নিরাপত্তাই ট্রাম্পের প্রধান চাওয়া
পাবনায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত
পাবনায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত
পুতিনের সঙ্গে ফোনালাপে কোনও অগ্রগতি হয়নি: ট্রাম্প
পুতিনের সঙ্গে ফোনালাপে কোনও অগ্রগতি হয়নি: ট্রাম্প
আ.লীগ নেতার বাড়িতে চাঁদাবাজির অভিযোগে পুলিশ সদস্য আটক
আ.লীগ নেতার বাড়িতে চাঁদাবাজির অভিযোগে পুলিশ সদস্য আটক
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল