X
রবিবার, ১১ মে ২০২৫
২৭ বৈশাখ ১৪৩২

দেশে ফিরেছেন রিশাদ ও নাহিদ

স্পোর্টস ডেস্ক
১০ মে ২০২৫, ২২:০৭আপডেট : ১০ মে ২০২৫, ২২:০৮

পাকিস্তানে ক্রমবর্ধমান রাজনৈতিক উত্তেজনা ও অনিশ্চয়তার দিন কাটিয়ে অবশেষে নিরাপদে দেশে ফিরেছেন বাংলাদেশের দুই ক্রিকেটার রিশাদ হোসেন ও নাহিদ রানা। পিএসএল খেলতে তারা পাকিস্তানে গিয়েছিলেন। ভারতের সঙ্গে পাকিস্তানের সীমান্তে সামরিক উত্তেজনায় দেশটির ফ্র্যাঞ্চাইজি লিগ স্থগিত করা হয়। একই সঙ্গে বিদেশি ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে তৈরি হয় উদ্বেগ।

শেষ পর্যন্ত পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রচেষ্টায় সব বিদেশি ক্রিকেটারদের বিশেষ বিমানে করে দুবাই নেওয়া হয়। সেখান থেকে বাংলাদেশের বিমান ধরেন রিশাদ ও নাহিদ। শনিবার বিকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন তারা।

দুবাই বিমানবন্দরে নেমে গণমাধ্যমকে রিশাদ বলেন, ‘আলহামদুলিল্লাহ আমরা সংকট কাটিয়ে দুবাইয়ে পৌঁছে গেছি। এখন ভালো লাগছে। ফ্লাইটটা উপভোগ করেছি এবং একটু ভয়ও ছিল। ফ্লাইট থেকে নামার পর যখন শুনেছি টেকঅফ করার ২০ মিনিট পরে মিসাইল পড়েছে এয়ারপোর্টে। শোনার পরে একটু খারাপ লাগছে এবং ভয়ও লাগছিল। দুবাই আসার পরে আমাদের স্বস্তি লাগছে।’

রিশাদ জানান, এই কয়েকদিন তার পরিবার নির্ঘুম রাত কাটিয়েছে, ‘যখন আমি খেলার জন্য বাইরে যাই, আমার পরিবার সবসময় চিন্তা করে, সেটা পরিস্থিতি ভালো হোক বা মন্দ। যখন তারা পাকিস্তানের খবর জানলো, এখানে সেখানে বোমা ফাটছে, ক্ষেপণাস্ত্র ছোঁড়া হচ্ছে, স্বাভাবিকভাবে তারা টেনশনে ছিল। আমি তাদের সান্ত্বনা দিয়েছি, বলেছি যে আমাকে নিয়ে চিন্তা করো না। তারপর তারা একটু স্বাভাবিক হয়েছিল।’

রিশাদ লাহোর কালান্দার্সের হয়ে ম্যাচ খেলেছেন। পেশাওয়ার জালমির হয়ে খেলতে পাকিস্তানে গেলেও মাঠে নামা হয়নি নাহিদের।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আজ শুভ বুদ্ধপূর্ণিমা: আধ্যাত্মিক জাগরণের এক মহিমান্বিত দিন
আজ শুভ বুদ্ধপূর্ণিমা: আধ্যাত্মিক জাগরণের এক মহিমান্বিত দিন
জুলাই ঘোষণাপত্র না দেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা
জুলাই ঘোষণাপত্র না দেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা
শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদের স্ত্রী তামান্না গ্রেফতার
শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদের স্ত্রী তামান্না গ্রেফতার
জাবির সব দরজা খোলা: আনচেলত্তি
জাবির সব দরজা খোলা: আনচেলত্তি
সর্বাধিক পঠিত
জরুরি বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা
জরুরি বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা
লঞ্চঘাটে তরুণীদের প্রকাশ্যে মারধর, যুবক বললেন ‘ভাই হিসেবে মেরেছি’
লঞ্চঘাটে তরুণীদের প্রকাশ্যে মারধর, যুবক বললেন ‘ভাই হিসেবে মেরেছি’
আ.লীগ নিষিদ্ধের আন্দোলনে বিরতি ঘোষণা, শাহবাগেই ঘুমিয়ে পড়েছেন হাসনাত
আ.লীগ নিষিদ্ধের আন্দোলনে বিরতি ঘোষণা, শাহবাগেই ঘুমিয়ে পড়েছেন হাসনাত
ভারতের বিরুদ্ধে পাকিস্তানের সামরিক অভিযান শুরু
ভারতের বিরুদ্ধে পাকিস্তানের সামরিক অভিযান শুরু
চট্টগ্রামে বিএনপির সমাবেশে তামিম ইকবাল, বললেন ‘আমি পলিটিক্যাল কেউ না, স্পোর্টসম্যান’
চট্টগ্রামে বিএনপির সমাবেশে তামিম ইকবাল, বললেন ‘আমি পলিটিক্যাল কেউ না, স্পোর্টসম্যান’