প্রথম ওয়ানডে হারের পর আয়ারল্যান্ডের বিপক্ষে শেষ দুটি ম্যাচে রান উৎসব করলো ওয়েস্ট ইন্ডিজ। বৃষ্টিতে দ্বিতীয় ম্যাচ নিষ্পত্তি না হলেও রবিবার ডাবলিনে ডাকওয়ার্থ লুইস মেথডে আয়ারল্যান্ডকে ১৯৭ রানে হারিয়ে সিরিজ ট্রফি ভাগাভাগি করলো ওয়েস্ট ইন্ডিজ। তিন ম্যাচের সিরিজ ১-১ এ সমতায় শেষ হলো।
কিসি কার্টির ক্যারিয়ার সেরা ১৭০ রান এবং শাই হোপ ও জাস্টিন গ্রিভসের হাফ সেঞ্চুরিতে আয়ারল্যান্ডের বিপক্ষে ৭ উইকেটে ৩৫৮ রান করে ওয়েস্ট ইন্ডিজ।
আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে অভিষেকে সেঞ্চুরি করেছিলেন কার্টি। টানা দ্বিতীয় সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় সর্বোচ্চ ওয়ানডে রান সংগ্রহে অবদান রাখলেন তিনি। ৭৫ রান করেন হোপ। ২৩ বলে ৫০ রান আসে গ্রিভসের ব্যাটে।
তারপর বল হাতে জেইডেন সিলসের আগুন বোলিংয়ে ছন্নছাড়া আইরিশরা। এই পেসার প্রথম আট ওভারে স্বাগতিকদের ৪০ রানের মধ্যে তিন উইকেট তুলে নেন।
বৃষ্টি বিলম্বে আইরিশদের ইনিংস ৪৬ ওভারে কমানো হয়, লক্ষ্য ৩৬৩ রানের। কেবল কেড কারমিখায়েলের ৪৮ রান ছিল বলার মতো। পরের সর্বোচ্চ ২৯ রান করেন লোরকান টাকার। ২৯.৫ ওভারে তারা অলআউট হয়।
সিলস সর্বোচ্চ তিনটি উইকেট নেন ৫.৫ ওভারে।