X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

এক নজরে বাংলাদেশ-নিউজিল্যান্ড টি-টোয়েন্টি ম্যাচ

বাংলা ট্রিবিউন রিপোর্ট, কলকাতা থেকে
২৬ মার্চ ২০১৬, ১৩:৩৬আপডেট : ২৬ মার্চ ২০১৬, ১৩:৩৬

এক নজরে বাংলাদেশ-নিউজিল্যান্ড টি-টোয়েন্টি ম্যাচ টি-টোয়েন্টি বিশ্বকাপের ষষ্ঠ আসরে নিজেদের শেষ ম্যাচটি খেলতে কিউইদের বিপক্ষে বাংলাদেশ সময় দুপুর সাড়ে তিনটায় মাঠে নামবে বাংলাদেশ। বুধবার ভারতের বিপক্ষে ১ রানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ।
অন্যদিকে দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ভারত ও পাকিস্তানকে হারানোর পাশাপাশি অস্ট্রেলিয়াকেও হারিয়েছে নিউজিল্যান্ড। পরিসংখ্যান ঘেটে দেখা যায় বাংলাদেশ ও নিউজিল্যান্ড এ পর্যন্ত তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে। যার সবগুলোই হেরেছে লাল-সবুজরা।

৩ ফ্রেবুয়ারি, ২০১০:  প্রথমবারের মত টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ ও নিউজিল্যান্ড। প্রথম লড়াইয়ে ১০ উইকেটে হার মানে বাংলাদেশ। আগে ব্যাটিং করে মাত্র ৭৮ রানে গুটিয়ে যায় সাকিব আল হাসানের বাংলাদেশ। জবাবে নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালামের ঝড়ে ৮.২ ওভারেই হেরে যায় টাইগাররা। ম্যাককালাম মাত্র ২৭ বলে ৭ চার ও ২ ছয়ে করেন ৫৬ রান।

২১ সেপ্টেম্বর, ২০১২ দ্বিতীয় দফায় শ্রীলঙ্কায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামে নিউজিল্যান্ড। আগে ব্যাটিং করে নিউজিল্যান্ড তুলে নেয় ৩ উইকেটে ১৯১ রান। ডানহাতি উইকেটরক্ষক ব্যাটসম্যান ম্যাককালাম একাই করেন ১২৩ রান। ৫৮ বলে ১১ চার ও ৭ ছক্কায় ইনিংসটি সাজান ম্যাককালাম। ম্যাককালামের ৭২ মিনিটের ইনিংসে লণ্ডভণ্ড হয়ে যায় বাংলাদেশ শিবির। জবাবে ব্যাটিং করতে নেমে ১৩২ রান করে বাংলাদেশ।

৬ নভেম্বর, ২০১৩:  ঘরের মাঠে প্রথমবারের মতো নিউজিল্যান্ডের মুখোমুখি হয় বাংলাদেশ। ওই সিরিজে নিউজিল্যান্ডকে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করেছিল ৩-০ ব্যবধানে। এরপর একমাত্র টি-টোয়েন্টি ম্যাচ খেলতে মাঠে নেমেছিল দুই দল। ম্যাচটি ১৫ রানে হেরে যায় স্বাগতিক বাংলাদেশ।

/আরআই/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
৪ বছর বয়সে শুরু, জিতেছেন ১৬টি গ্র্যামি
শুভ জন্মদিন৪ বছর বয়সে শুরু, জিতেছেন ১৬টি গ্র্যামি
বজ্রাঘাতে ঘরে আগুন, পুড়ে মারা গেলেন ঘুমন্ত মা-ছেলে
বজ্রাঘাতে ঘরে আগুন, পুড়ে মারা গেলেন ঘুমন্ত মা-ছেলে
আসামি ধরতে গিয়ে ৩ পুলিশ আহত
আসামি ধরতে গিয়ে ৩ পুলিশ আহত
কৃষকের মুখে হাসি কপালে চিন্তার ভাঁজ
কৃষকের মুখে হাসি কপালে চিন্তার ভাঁজ
সর্বাধিক পঠিত
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ