X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

কোহলির ব্যাটে ভারতের সংগ্রহ ১৯২ রান

স্পোর্টস ডেস্ক
৩১ মার্চ ২০১৬, ২১:০৮আপডেট : ৩১ মার্চ ২০১৬, ২১:১২

কোহলির ব্যাটে ভারতের সংগ্রহ ১৯২ রান ফাইনালে ওঠার লড়াইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নির্ধারিত ২০ ওভারে ২ উইকেটে ১৯২ রান সংগ্রহ করেছে ভারত। এদিনও ভারতের ত্রাতা হিসেবে আবির্ভূত হন বিরাট কোহলি। তিনি ১১ চার ও ১টি ছক্কায় ৪৭ বলে ৮৯ রানের দৃষ্টিনন্দন ইনিংস খেলেন। ম্যাচ জিততে ওয়েস্ট ইন্ডিজের প্রয়োজন ১৯৩ রান।

বৃহস্পতিবার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টসে হেরে ব্যাটিংয়ে নামেন টিম ইন্ডিয়ার দুই ওপেনার আজিঙ্কা রাহানে ও রোহিত শর্মা। ইনিংসের অষ্টম ওভারে বিদায় নেন ব্যাটে ঝড় তোলা রোহিত শর্মা। স্যামুয়েল বদ্রির বলে এলবির ফাঁদে পড়েন ৩১ বলে ৪৩ রান করা রোহিত। তার ইনিংসে ছিল তিনটি চার আর তিনটি ছক্কার মার।

প্রথম ৩৫ বলে দলীয় অর্ধশতক আসে ভারতের। পাওয়ার প্লে’র ছয় ওভারে টিম ইন্ডিয়া কোনও উইকেট না হারিয়ে তোলে ৫৫ রান। আর এক উইকেট হারিয়ে ৭৬ বলে আসে তাদের দলীয় শতক। ইনিংসের ১৬তম ওভারে রাহানে বিদায় নেন। ৩৫ বলে দুটি চারের সাহায্যে ৪০ রান করেন তিনি। আন্দ্রে রাসেলের বলে বাউন্ডারি সীমানায় ব্রাভোর হাতে ধরা পড়েন রাহানে।

এরপর হাল ধরেন বিরাট কোহলি ও অজিঙ্কা রাহানে। ৩৫ বলে ৪০ রান করে আন্দ্রে রাসেলে বলে ক্যাচ তুলে সাজঘরে ফেরেন রাহানে। ভারতের দলীয় রান তখন ১৫.৩ ওভারে ১২৮। রাহানে আউট হওয়ার পর ক্রিজে আসেন অধিনায়ক এমএস ধোনি। তিনি সঙ্গ দিতে থাকেন কোহলিকে।

মাত্র ৩৩ বলে নিজের অর্ধশতক পূরণ করেন ইনফর্ম কোহলি। চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের এটি তার তৃতীয় অর্ধশতক। ১৭ ওভারে দেড়শ রান পূর্ণ করে টিম ইন্ডিয়া। শেষ পর্যন্ত বিরাট কোহলির ৪৭ বলে ৮৯ রানে অপরাজিত থাকেন। এই ইনিংস খেলতে ১১ চার ও ১টি ছক্কা মেরেছেন তিনি। ধোনি ৯ বলে অপরাজিত ১৪ রান করেন।

নির্ধারিত ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ১৯২ রান সংগ্রহ করে ভারত। ক্যারিবিয়ান বোলাররা ভারতের দুটি উইকেটই তুলতে পেরেছেন। একটি করে উইকেট নিয়েছেন আন্দ্রে রাসেল ও স্যামুয়েল বদ্রি।

/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শিবনারায়ণের চোখে আলো দেখছেন মশিউর ও কালাম
শিবনারায়ণের চোখে আলো দেখছেন মশিউর ও কালাম
ঢাকার কোথাও হালকা বৃষ্টি, কোথাও ঠান্ডা ঝোড়ো হাওয়া
ঢাকার কোথাও হালকা বৃষ্টি, কোথাও ঠান্ডা ঝোড়ো হাওয়া
সূর্যকুমারের ছক্কায় সেঞ্চুরি ও মুম্বাইয়ের জয়
সূর্যকুমারের ছক্কায় সেঞ্চুরি ও মুম্বাইয়ের জয়
ক্ষতচিহ্নিত হাড়মাংস অথবা নিছকই আত্মজনের কথা
ক্ষতচিহ্নিত হাড়মাংস অথবা নিছকই আত্মজনের কথা
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস