X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

অভিশপ্ত হারের ব্যাখ্যা নেই সাকিবের কাছেও!

রায়হান মাহমুদ
০২ এপ্রিল ২০১৬, ১৫:১৭আপডেট : ০২ এপ্রিল ২০১৬, ১৫:৩১

অভিশপ্ত হারের ব্যাখ্যা নেই সাকিবের কাছেও! দীর্ঘদিন জনসম্মুখে খুব একটা আসেন না বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে তাও দীর্ঘদিন পর এই প্রথম গণমাধ্যমের সঙ্গে উন্মুক্তভাবে কথা বললেন ওয়ানডে ডেপুটি।
শনিবার রানার অটোমোবাইলস লিমিটেডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নতুন একটি বাইক টারবো ১২৫ সিসি উদ্বোধন করেন তিনি। এসময় টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের পারফরম্যান্স নিয়ে কথা বলেন। ভারতের বিপক্ষে সুপার টেনে অভিশপ্ত এক রানের হার নিয়ে মুখ খোলেন সাকিব। বলেন, ‘কেনও এই ম্যাচটা হেরেছি তা আমার জানা নেই। এই প্রশ্নের কোনও উত্তর খুঁজে পাই না। ম্যাচ হারার পর বাংলাদেশ ড্রেসিং রুমে একই অবস্থা বিরাজ করছিল। সবাই খুঁজছিল এই প্রশ্নের উত্তর; কেনও আমরা হারলাম? তবে আমার মনে হয় নতুন করে ১০০বার যদি এই অবস্থায় পড়ি। তাহলে আমরাই ম্যাচ জিতবো।’

শনিবার রানার অটোমোবাইলস লিমিটেডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নতুন একটি বাইক টারবো ১২৫ সিসি উদ্বোধন করেন সাকিব। তিনি আরও যোগ করেন, ‘এ নিয়ে আজ নিজেকে সান্ত্বনা দেওয়া ছাড়া আর পথ নেই। ভবিষ্যতে যাতে এ ধরনের অবস্থা না হয় সেটি হতে পারে আমাদের সবচেয়ে বড় শিক্ষা।’
বিশ্বকাপে নিজেদের মিশন কেমন গেছে এমন প্রশ্নে সাকিব বলেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম চ্যালেঞ্জটা ছিল দ্বিতীয় পর্বে আসা। সেটিতে আমরা ভালোভাবেই সফল হয়েছি। তারপর মূল পর্বে ভালো ক্রিকেট খেলেছি। কিন্তু ম্যাচ জিততে পারিনি একটিও। তাই নিজের কাছেই অতৃপ্তি রয়েছে।’
টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের অতৃপ্তি নিয়ে সাকিব আরও বলেন, ‘২০০৭ সালের পর টি-টোয়েন্টি বিশ্বকাপে এখনও বড় কোনও দলকে হারাতে পারিনি। আমাদের প্রাপ্তি রয়েছে অনেক। কিন্তু ম্যাচ না জেতাটাই সবচেয়ে বড় অতৃপ্তি। টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ অন্যতম আলোড়ন সৃষ্টিকারী দল, এতে কোনও সন্দেহ নেই।’

সাধারণত জনসম্মুখে সেভাবে আসা হয় না সাকিব আল হাসানের। তাই এমন একটি অনুষ্ঠান উপস্থিত থেকে সেই কথাটি নিজের মুখেই স্বীকার করলেন সাকিব। তিনি বলেন, ‘সাধারণত জনসম্মুখে খুব একটা আসা হয় না। অনেক দিন পর খেলার বাইরে মানুষের মাঝে আসলাম। খুব ভালো লাগছে।’

এসময় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ নিয়েও কথা বলেন কেকেআর তারকা। সাকিব বলেন, ‘সামনে আইপিএল-এ প্রসঙ্গে খুব একটা ভাবছি না। আমি পেশাদার ক্রিকেটার। যেখানেই খেলি নিজের সর্বোচ্চ নৈপুণ্য প্রদর্শনের জন্যই খেলি।’

এসময় শেষ দিকে উপস্থিত ভক্তদের সঙ্গে সেলফি উৎসবে মাতেন সাকিব।

/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সুন্দরবনের আগুন নেভাতে যোগ দিয়েছে নৌ ও বিমান বাহিনী
সুন্দরবনের আগুন নেভাতে যোগ দিয়েছে নৌ ও বিমান বাহিনী
মৌসুমের চতুর্থ হ্যাটট্রিকে রেকর্ডের কাছে রোনালদো  
মৌসুমের চতুর্থ হ্যাটট্রিকে রেকর্ডের কাছে রোনালদো  
জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলায় ভারতীয় বিমান বাহিনীর এক সেনা নিহত
জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলায় ভারতীয় বিমান বাহিনীর এক সেনা নিহত
তীব্র গরমে মরে যাচ্ছে মুরগি, কমেছে ডিম ও মাংসের উৎপাদন
তীব্র গরমে মরে যাচ্ছে মুরগি, কমেছে ডিম ও মাংসের উৎপাদন
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি