X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

শোকের শহরে স্বপ্নের ফাইনাল

স্পোর্টস ডেস্ক
০২ এপ্রিল ২০১৬, ১৬:১৮আপডেট : ০২ এপ্রিল ২০১৬, ১৬:২৩

শোকের শহরে স্বপ্নের ফাইনাল আগামীকাল রবিবার কলকাতার ইডেন গার্ডেনসে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল । ভারত নেই তাতে কী? গেইল-স্যামিরাও কম জনপ্রিয় নয় ভারতে। তারওপর ফাইনাল বলে কথা। সে হিসেবে ক্রিকেটীয় আবেশে ডুবে থাকার কথা কলকাতাবাসীর।

কিন্তু তা আর হচ্ছে কই! কলকাতার মন এখন ভেঙে খানখান। দ্বিতীয় সেমিফাইনালের দিন দুপুরে বিবেকানন্দ উড়ালসেতু ধসে মারা গেছেন ৩০ জন। ফলে ‘সিটি অফ জয়’ কলকাতা এই মুহূর্তে দুঃখের শহরে পর্যবসিত হয়েছে। উড়ালসেতু নিয়ে চলছে রাজনীতিক বচসা। শহরে আনাগোনা রাজনৈতিক ব্যক্তিত্বদের। ফলে ক্রিকেট পেছনে পড়ে গিয়েছে বিশ্বকাপের ফাইনাল।

শিরোপার স্বপ্ন নিয়ে ইতিমধ্যে কলকাতায় হাজির ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড দল। তবুও প্রাণ নেই কলকাতায়। ধোনির দল টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার পর কলকাতার অধিকাংশ হোটেল বুকড হয়ে গিয়েছিল। কিন্তু ভারত বিশ্বকাপ থেকে ছিটকে যেতেই অনেকে বুকিং বাতিল করে দিয়েছেন। কিন্তু তারপরও হয়তো ফাইনালে মজে থাকতেন কলকাতাবাসী। কিন্তু উড়ালসেতু দুর্ঘটনায় ব্যাপক হতাহতের পর সেদিকে আগ্রহ নেই কারও।

শুক্রবার রাতে টি-২০ ফাইনাল উপলক্ষে আইসিসি স্পোর্টস জার্নালিস্ট ক্লাবে এক সান্ধ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানেও খেলার থেকে ফ্লাইওভার ধসের প্রসঙ্গই ছিল বেশি।

এই দুর্ঘটনায় নিহতদের স্মরণে বিশ্বকাপের ফাইনাল ম্যাচগুলিতে খেলোয়াড়দের ‘কালো ব্যাজ’ পরে মাঠে নামবেন উভয় দলের খেলোয়াড়রা। রবিবার দু’টি ম্যাচে মোট চারটি দল বিশ্বকাপ ফাইনাল খেলবে। প্রথমে ওয়েস্ট ইন্ডিজ এবং অস্ট্রেলিয়ার মধ্যে নারীদের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে। আর রাতে ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যে হবে পুরুষদের ফাইনাল।

/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
খাড়িয়া ভাষা সংরক্ষণে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান প্রধান বিচারপতির
খাড়িয়া ভাষা সংরক্ষণে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান প্রধান বিচারপতির
কেমন চলছে ১৪ দলীয় জোট?
কেমন চলছে ১৪ দলীয় জোট?
গাজীপুরে ট্রেন দুর্ঘটনায় তদন্ত কমিটি গঠন
গাজীপুরে ট্রেন দুর্ঘটনায় তদন্ত কমিটি গঠন
‘সরকারকে যারা চাপ দেবে তারা নিজেরাই যথেষ্ট চাপে রয়েছে’
‘সরকারকে যারা চাপ দেবে তারা নিজেরাই যথেষ্ট চাপে রয়েছে’
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম