X
রবিবার, ০৫ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

দুই ওভারে ওয়েস্ট ইন্ডিজের প্রয়োজন ২৭ রান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ এপ্রিল ২০১৬, ২১:০৫আপডেট : ০৩ এপ্রিল ২০১৬, ২২:৫৭


দুই ওভারে ওয়েস্ট ইন্ডিজের প্রয়োজন ২৭ রান টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডের দেওয়া ১৫৬ রানের টার্গেটে খেলতে নেমে ১৮ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১২৯ রান সংগ্রহ করেছে ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচ জিততে ১২ বলে ২৭ রান প্রয়োজন ক্যারিবিয়ানদের। হাতে আছে ৪ উইকেট।
এদিন শুরুতেই সাজঘরে ফিরে যান দুই ক্যারিবিয়ান ওপেনার জনসন চার্লস (১) ও ক্রিস গেইল (৪)। ১.১ ওভারে দলীয় মাত্র ১ রানে জো রুটের বলে ক্যাচ তুলে সাজঘরে ফেরেন তিনি। ওই ওভারের তৃতীয় বলে সাজঘরে ফেরেন গেইলও। এরপর  গত ম্যাচের নায়ক লেন্ডল সিমন্সকে (০) সাজঘরে ফেরান ডেভিড উইলি। এরপরই হাল ধরেন মারলন স্যামুয়েলস ও ডোয়াইন ব্রাভো।
এদিন টসে হেরে প্রথমে ব্যাট করতে নামে ইংলিশরা। বদ্রি-ব্রাথওয়েট-ব্রাভোদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫৫ রান করে ইংল্যান্ড। ব্যাট করতে নেমে শুরুতেই একের পর এক উইকেট হারাতে থাকে ইংল্যান্ড। প্রথম ওভারের দ্বিতীয় বলে স্যামুয়েল বদ্রির বলে বোল্ড হন জেসন রয় (০)। আর দ্বিতীয় ওভারে আন্দ্রে রাসেলের বলে বদ্রির হাতে ক্যাচ তুলে সাজঘরে ফেরেন অ্যালেক্স হেলস (১)।

এরপর ৪.৪ ওভারে আবারও আঘাত হানেন বদ্রি। দলীয় ২৩ রানে গেইলের হাতে ক্যাচ তুলে ইংলিশ অধিনায়ক মরগান। ৪.৪ ওভারে মাত্র ২৩ রানে তি উইকেট হারিয়ে বিপদে পড়ে ইংল্যান্ড।

এরপরই হাল ধরেন জো রুট ও জস বাটলার। বড় জুটি গড়ার পাশাপাশি দ্রুতগতিতে রান তুলেন তারা। ১১.২ ওভারে দলীয় ৮৪ রানে ব্রাথওয়েটের বলে ব্রাভোর হাতে ক্যাচ তুলে ফিরে যান বাটলার। তবে আউট হওয়ার আগে ২২ বলে ৩৬ রান করেন তিনি। এছাড়া রুটের সঙ্গে ৬.৪ ওভারে ৬১ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন তিনি।

১৪তম ওভারে জোড়া আঘাত হানেন ব্রাভো। ওভারে চতুর্থ বলে ব্যক্তিগত ১৩ রানে (৮ বলে) ফিরে যান বেন স্টোকস। ব্রাভোর বলে সিমন্সের হাতে ক্যাচ তুলেন তিনি। একবল পরে ফের আঘাত হানেন ব্রাভো। এবার তার শিকার মঈন আলী (০)। ফলে ১৪ ওভারে ১১০ রানে ছয় উইকেট হারায় ইংলিশরা।

পরের ওভারে ভয়ঙ্কর হয়ে ওঠা জো রুটকে ফেরান ব্রাথওয়েট। ১১১ ইংল্যান্ডের সপ্তম উইকেটের পতন ঘটে। আউট হওয়ার আগে ৩৬ বলে ইনিংস সর্বোচ্চ ৫৪ রান করেন রুট। এই ইনিংস খেলতে ৭টি চারের মার মেরেছেন তিনি। এরপরও রানের গতি কিছুটা সচল রাখেন ডেভিড উইলি। ১৪ বলে ২১ করে ব্রাথওয়েটের বলে ক্যাচ তুলে আউট হন তিনি। শেষ পর্যন্ত আর কেউ দাঁড়াতে না পারায় নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫৫ রান করে ইংল্যান্ড। বিশ্বকাপ জিততে গেইলদের প্রয়োজন ১৫৬ রান।

ক্যারিবিয়ানদের হয়ে তিনটি করে উইকেট নিয়েছেন ড্যারেন ব্রাভো ও ব্রাথওয়েট। দুটি উইকেট নিয়েছেন স্যামুয়েল বদ্রি।

/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
ঢাকায় পুনর্মিলন সেরে ক্যাঙ্গারুর দেশে...
ঢাকায় পুনর্মিলন সেরে ক্যাঙ্গারুর দেশে...
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ