X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

ছন্দে ফেরার মিশনে প্যারাগুয়ের সামনে মেসিবিহীন আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক
১১ অক্টোবর ২০১৬, ২০:২৩আপডেট : ১১ অক্টোবর ২০১৬, ২০:২৮

ছন্দে ফেরার মিশনে প্যারাগুয়ের সামনে মেসিবিহীন আর্জেন্টিনা লিওনেল মেসি নেই, তাই আর্জেন্টিনারও নেই জয়ের দেখা। দলের সেরা অস্ত্র কুঁচকির চোটে এখন মাঠের বাইরে। তাকে ছাড়া লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের এবারের রাউন্ডের প্রথম ম্যাচ ড্র করেছে আর্জেন্টিনা। পেরুর মাঠ থেকে ২-২ গোলে ড্র করে ফেরার পর আগামীকাল (বুধবার) ভোরে মাঠে নামছে তারা প্যারাগুয়ের বিপক্ষে। বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায় শুরু হওয়া ম্যাচটি সরাসরি দেখা যাবে সনি ইএসপিএন চ্যানেলে। ঘরের মাঠের এই ম্যাচ দিয়ে ছন্দে ফিরতে মরিয়া দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

মেসির অভাব কিছুতেই পূরণ করতে পারছে না আর্জেন্টিনা। তা আসলে পারার কথাও নয়। বিশ্বসেরা খেলোয়াড়ের অভাব যে পূরণের নয়, সেটা কোচ এদগার্দো বাউসা বলেছেন আগেই। এর পরও জানিয়েছিলেন, তার দলে এমন আরও অনেক খেলোয়াড় আছেন, যাদের পারফরম্যান্সে জয় পাওয়া সমস্যা হবে না তাদের। কিন্তু হয়নি তা। পেরুর ‍বিপক্ষে দুই দুইবার এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ড্র নিয়ে ফিরতে হয়েছে আর্জেন্টিনাকে। প্যারাগুয়ের বিপক্ষে ঘরের মাঠের ম্যাচটিতে তাই পাখির চোখ করে রেখেছে তারা।

এই ম্যাচের আগে ড্র করার ধাক্কা তো ছিলই, সেই সঙ্গে আঘাতটা আরও বড় করে লেগেছিল সের্হিয়ো আগুয়েরোর চোটে। পেরুর বিপক্ষে দ্বিতীয়ার্ধে কাফ চোটে মাঠ ছাড়তে হয়েছিল ম্যানচেস্টার সিটি স্ট্রাইকারকে। যদিও নিজেকে ‘ফিট’ ঘোষণা করে আশার কথাই শুনিয়েছেন তিনি। জানিয়েছেন কোচ চাইলে তিনি প্রস্তুত আছেন প্যারাগুয়ের বিপক্ষে নামতে। সোমবার আর্জেন্টাইন পত্রিকা ‘ওলে’কে দেওয়া সাক্ষাৎকারে আগুয়েরো বলেছেন, ‘আপনি সব সময়ই খেলতে চাইবেন জাতীয় দলের হয়ে এবং চেষ্টা করবেন দলকে সাহায্য করার। এই মুহূর্তে শারীরিকভাবে আমি ভালো অনুভব করছি।’ একই সঙ্গে প্যারাগুয়ের বিপক্ষে খেলার ঘোষণাও দিলেন এই বলে, ‘পেরুর বিপক্ষে ম্যাচে দ্বিতীয়ার্ধের মিনিট পাঁচেক পর কাফে খুব সমস্যা হচ্ছিল, যে কারণে পরে আমাকে তুলে নেওয়া হয়। যদিও এখন অনেকটা ভালো আছি। অবশ্য সিদ্ধান্তটা নেবেন বাউসা। আমি মঙ্গলবারের (বাংলাদেশ সময় বুধবার) ম্যাচের জন্য প্রস্তুত আছি।’

ম্যানসিটিতে দারুণ সময় কাটানো আগুয়েরোকে খুব দরকারও আর্জেন্টিনার। ঘরের মাঠেও যদি পুরো পয়েন্ট না পায়, তাহলে কঠিন সমস্যার মধ্যে পড়ে যেতে হবে তাদের। এই মুহূর্তে তারা রয়েছে তালিকার পঞ্চম স্থানে। তাদের সমান ১৬ পয়েন্ট ইকুয়েডর ও কলম্বিয়ার থাকলেও তারা এগিয়ে গোল ব্যবধানে। বিপরীতে প্যারাগুয়ে ১২ পয়েন্ট নিয়ে রয়েছে ষষ্ঠ স্থানে।

/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার দায়িত্ব সরকারের: মঈন খান
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার দায়িত্ব সরকারের: মঈন খান
মোমবাতি জ্বালিয়ে শিক্ষক নিয়োগ পরীক্ষা, ‘বিদ্যুৎবিভ্রাট’ বলছে কর্তৃপক্ষ
মোমবাতি জ্বালিয়ে শিক্ষক নিয়োগ পরীক্ষা, ‘বিদ্যুৎবিভ্রাট’ বলছে কর্তৃপক্ষ
মিসরে চলমান যুদ্ধবিরতির আলোচনা, গাজায় বোমা ফেলছে ইসরায়েল
মিসরে চলমান যুদ্ধবিরতির আলোচনা, গাজায় বোমা ফেলছে ইসরায়েল
কিশোরগঞ্জে ২৮ লাখ পিস ডিম উদ্ধার
কিশোরগঞ্জে ২৮ লাখ পিস ডিম উদ্ধার
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি