X
শুক্রবার, ০৩ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

‘সেরা ঔষধের’ খোঁজে বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক
০৬ ডিসেম্বর ২০১৬, ১৬:৩৪আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৬, ১৮:২৮

অনুশীলনে বার্সেলোনা ন্যু ক্যাম্পে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ড্রয়ের হতাশা কাটিয়ে উঠতে মঙ্গলবার (আজ দিবাগত রাতে) বরুশিয়া মনশেনগ্ল্যাডবাখের বিপক্ষে জিততে চায় বার্সা।
রিয়াল মাদ্রিদের বিপক্ষে শনিবারের ক্লাসিকোয় শেষ মুহূর্তের গোলে ড্রর পর সমালোচনা শুনতে হচ্ছে বার্সেলোনাকে। লা লিগায় পয়েন্ট ব্যবধান ছয়ে থাকায় কেউ কেউ তাদের শিরোপার স্বপ্নে ইতি টেনেছেন। কিন্তু এখনই হাল ছেড়ে দিচ্ছে না দলের কেউ। কাতালান জায়ান্টদের কোচ লুইস এনরিকে তার খেলোয়াড়দের পাশেই আছেন। মেসি-সুয়ারেসরা সঠিক পথে আছেন বিশ্বাস তার। তবে সমালোচকদের মুখ বন্ধ করতে ‘সেরা ঔষধের’ দেখা পেয়েছেন বার্সা কোচ। কিন্তু সেটা পেতে মঙ্গলবার রাতে চ্যাম্পিয়নস লিগে বরুশিয়া মনশেনগ্ল্যাডবাখের বিপক্ষে জিততে হবে বলেছেন এনরিকে। অর্থাৎ একটি জয় বদলে দিতে পারে এখনকার বেহাল চিত্র।

ন্যু ক্যাম্পে গ্ল্যাডবাখের বিপক্ষে ন্যু ক্যাম্পের ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এনরিকে বলেছেন, ‘তাদের মনোভাব নিয়ে প্রশ্ন তোলা ঠিক নয়। প্রত্যেক খেলায় খেলতে প্রস্তুত এই দল। মাঝেমধ্যে হয়তো ফল অনেক ভালো বা খারাপ হয়, কিন্তু অন্যভাবে এগুলোকে দেখা বিপজ্জনক। আমি মনে করি না খেলোয়াড়দের মধ্যে জয়ের মনোভাবের অভাব আছে।’ অবশ্য সমালোচনায় কান দিতে চান না বার্সা কোচ। ইউরোপীয় লড়াইয়ে মাঠে নেমে সব সমালোচনার জবাব দেওয়ার অপেক্ষায় এনরিকে। যদিও চ্যাম্পিয়নস লিগে গ্রুপ চ্যাম্পিয়নের জায়গাটি নিশ্চিত হয়েছে। তারপরও ভক্ত-সমর্থকদের মনে খুশির জোয়ার বয়ে দিতে ‘গুরুত্বহীন’ এই ম্যাচকেও গুরুত্ব দিচ্ছে বার্সা।

সব সমস্যার সমাধানে এই ম্যাচ জেতা দরকার মনে করছেন এনরিকে, ‘আপনার অসুখ সারানোর জন্য সেরা ঔষধের দরকার হয়। তেমনই জয় সব সমস্যার সমাধান করে, এটা প্রত্যেকে জানে। খেলোয়াড়দের মনোবলের জন্য জয় পাওয়া গুরুত্বপূর্ণ, কিন্তু আমার জন্য নয়।’ এনরিকে আরও জানান, ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স লিগ বলে ভালো খেলে জেতার চেষ্টা থাকবে তার দলের মধ্যে। -ইএসপিএনএফসি

বার্সেলোনা-বরুশিয়া মনশেনগ্ল্যাডবাখের ম্যাচটি বাংলাদেশ সময় মঙ্গলবার দিবাগত রাত পৌনে দুইটায় সরাসরি দেখা যাবে টেন স্পোটর্স চ্যানেলে।

/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ম্যানচেস্টার ইউনাইটেডে সকার স্কুলের বাছাইয়ে ৩ বাংলাদেশি কিশোর
ম্যানচেস্টার ইউনাইটেডে সকার স্কুলের বাছাইয়ে ৩ বাংলাদেশি কিশোর
দীর্ঘ অপেক্ষার পর ঢাকায় স্বস্তির বৃষ্টি, কমলো তাপমাত্রা
দীর্ঘ অপেক্ষার পর ঢাকায় স্বস্তির বৃষ্টি, কমলো তাপমাত্রা
রোমাঞ্চকর ম্যাচে ১ রানের নাটকীয় জয় হায়দরাবাদের 
রোমাঞ্চকর ম্যাচে ১ রানের নাটকীয় জয় হায়দরাবাদের 
মামুনুল হকের জন্য কাশিমপুর কারাগারের সামনে ভক্তদের ভিড়
মামুনুল হকের জন্য কাশিমপুর কারাগারের সামনে ভক্তদের ভিড়
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা