X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

‘ক্ষুব্ধ’ জিদানের মুখে ডর্টমুন্ডের প্রশংসা

স্পোর্টস ডেস্ক
০৮ ডিসেম্বর ২০১৬, ১৯:১৫আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৬, ১৯:২১

‘ক্ষুব্ধ’ জিদানের মুখে ডর্টমুন্ডের প্রশংসা ২ গোলের লিড নিয়েও ঘরের মাঠে ড্র করে মাঠ ছাড়ায় ক্ষুব্ধ ফরাসি কিংবদন্তি। যদিও গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের রাউন্ডে যাওয়া প্রতিপক্ষ ডর্টমুন্ডের প্রশংসা করতে ভুল হলো না তার।

সান্তিয়াগো বার্নাব্যুতে বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচটিকে ‘ফাইনাল’ ঘোষণা করেছিলেন জিনেদিন জিদান। যদিও সেই ‘ফাইনালে’ ২-২ গোলে ড্র করে চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বে রিয়াল নাম লিখিয়েছে রানার্সআপ হয়ে। ২ গোলের লিড নিয়েও ঘরের মাঠে ড্র করে মাঠ ছাড়ায় ক্ষুব্ধ ফরাসি কিংবদন্তি। তাই বলে পয়েন্ট ভাগাভাগি করায় শিষ্যদের কোনও দোষ দেখছেন না জিদান। সঙ্গে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের রাউন্ডে যাওয়া প্রতিপক্ষ ডর্টমুন্ডের প্রশংসা করতেও ভুল হলো না তার।

করিম বেনজিমার জোড়া লক্ষ্যভেদে জয়ের পথ তৈরি করে রেখেছিল রিয়াল। এই জয়টা তাদের নকআউট পর্বে তুলে দিতো গ্রুপ চ্যাম্পিয়ন করে। কিন্তু হয়নি, শেষ বাঁশি বাজার মিনিট দুয়েক আগে মার্কো রয়েসের গোলে। জার্মান মিডফিল্ডারের গোলে ডর্টমুন্ডের সমতায় ফেরার আগে লক্ষ্যভেদ করেছিলেন পিয়েরে-এমেরিক অবামেয়াং। ২-২ গোলের ড্রতে মাদ্রিদের ক্লাবটিকে গ্রুপের দ্বিতীয় দল হয়ে যেতে হয় শেষ ষোলোতে। এই বিষয় তো আছেই, সঙ্গে দ্বিতীয়ার্ধে গোলের সুযোগ নষ্ট হওয়াতেও ক্ষুব্ধ জিদান, ‘দ্বিতীয়ার্ধের খেলাটা যখন দেখবেন, তখন কিছুটা হলেও ক্ষুব্ধ হবেন। এই ম্যাচটা ছিল আমাদের নিজের হাতে, যদিও এটাই ফুটবল।’ গোলের সুযোগ নষ্ট হওয়ার হতাশাও ঝরল তার কণ্ঠে, ‘তৃতীয় গোলের সুযোগ তৈরি করেছিলাম আমরা, তবে সেটা এখন অতীত। এর চেয়ে ভালো কিছু করা সম্ভব নয়। সুযোগ কাজে লাগাতে পারেনি বলেই ড্র করতে হয়েছে, তাই দ্বিতীয় হয়েছি গ্রুপের।’

গোলের সুযোগ নষ্ট কিংবা দুই গোলে এগিয়ে থেকে ড্র করলেও শিষ্যদের নিয়ে গর্বিত জিদান। ক্রিস্তিয়ানো রোনালদো-বেনজিমারা নিজেদের সেরাটা দিয়েছেন বলেই মনে করেন তিনি, ‘আমরা নিজেদের সবটুকু দিয়ে চেষ্টা করেছি, কিন্তু পারেনি। খেলোয়াড়দের নিয়ে আমি গর্বিত; তাদের কাজ কিংবা মাঠে যা করেছে, তা নিয়ে।’ একই সঙ্গে প্রতিপক্ষ ডর্টমুন্ডেরও প্রশংসা ঝরল তার কণ্ঠে, ‘আমার মনে হয় আমাদের গ্রুপের দ্বিতীয় হওয়াটাই ঠিক, আর ওদের (ডর্টমুন্ডের) প্রথম। ওরা তৃতীয় গোলের জন্য বেশ কয়েকটি সুযোগ তৈরি করেছিল। তাই আমার মনে হয় ডর্টমুন্ড প্রথম হওয়ার দাবিদার।’ গোল ডটকম

/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মুগদায় রিকশাচালকের মরদেহ উদ্ধার
মুগদায় রিকশাচালকের মরদেহ উদ্ধার
ম্যারাডোনার সংস্পর্শ পাওয়া বাংলাদেশ দলের জুয়েল কেন ‘উধাও’
ম্যারাডোনার সংস্পর্শ পাওয়া বাংলাদেশ দলের জুয়েল কেন ‘উধাও’
আ.লীগের হীরকজয়ন্তী অনুষ্ঠানে দাওয়াত পাবে বিএনপি: ওবায়দুল কাদের
আ.লীগের হীরকজয়ন্তী অনুষ্ঠানে দাওয়াত পাবে বিএনপি: ওবায়দুল কাদের
খুলনায় বজ্রসহ বৃষ্টি
খুলনায় বজ্রসহ বৃষ্টি
সর্বাধিক পঠিত
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো