X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

বাফুফের ৪ বছরের পূর্ণাঙ্গ ক্যালেন্ডার ও উন্নয়ন পরিকল্পনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ ডিসেম্বর ২০১৬, ১৮:৩১আপডেট : ১০ ডিসেম্বর ২০১৬, ১৯:৪৩

বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন আগামী ৪ বছরের জন্য পূর্ণাঙ্গ ক্যালেন্ডার ও উন্নয়ন পরিকল্পনা প্রকাশ করল বাংলাদেশ ফুটবল ফেডারেশন(বাফুফে)। আজ শনিবার বাফুফে ভবনে নতুন ক্যালেন্ডারের মূল বিষয়গুলো সংবাদমাধ্যমের সামনে তুলে ধরেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। নতুন ক্যালেন্ডারের প্রধান ৭টি বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে।

ক্যালেন্ডারে ২০১৭ সালের ৭ টি মূল লক্ষ্য স্থির করা হয়েছে। সেগুলো হলো- অনূর্ধ্ব ১৪/১৬ দলের আবাসিক ক্যাম্প। বিপিএল ও  বিসিএলের পেশাদার ক্লাবের জন্য অনূর্ধ্ব-১৮ যুব প্রতিযোগিতা। তৃণমূল প্রশিক্ষক শিক্ষা এবং তৃণমূল উন্নয়ন কার্যক্রম। বিভাগীয় ও জেলাভিত্তিক প্রতিযোগিতা।  জেলা ও বিভাগীয় স্কুলে ফুটবল ও ফুটবল কোচদের উন্নত প্রশিক্ষণ। মহিলা ফুটবলের আবাসকি কার্যক্রম ও আন্তর্জাতিক প্রতিযোগিতা। সারা দেশে আগামী জানুয়ারি থেকে ৫ ডিভিশনে ৭ দিন করে খেলোয়াড়দের বাছাই। সালাউদ্দিন এ কার্যক্রমে নিজে উপস্থিত থাকারও প্রতিশ্রুতি দিয়েছেন।

এ প্রসঙ্গে সালাউদ্দীন বলেন, ‘আমি এ উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে বদ্ধপরিকর, আমি ক্রীড়া মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রীর কাছে এ ব্যাপারে সহযোগিতা চাইব।’ নতুন বর্ষপঞ্জী অনুসারে প্রিমিয়ার লিগ এবং চ্যাম্পিয়নশিপ লিগের দলবদল এপ্রিল মাসে একসঙ্গে হবে। মে মাসে ফেডারেশন কাপ, এই টুর্নামেন্টে ১৬টি দল অংশ নেবে। বিপিএলে খেলা দলগুলোর সঙ্গে সার্ভিসেস দল এবং বিকেএসপিসহ যারা চ্যাম্পিয়নশিপ লিগ খেলে তাদের মধ্যে থেকে ট্রায়ালে মাধ্যমে তিন-চারটি দল নির্বাচন করে মোট ১৬ দল নিয়ে ফেডারেশন কাপ শুরু হবে।

জুন মাসে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর এবং অক্টোবর), দ্বিতীয় লেগের দলবদল হবে আগস্ট মাসে। নভেম্বরে স্বাধীনতা কাপ দিয়ে মৌসুম শেষ হবে। এই কাপে শুধু বিপিএলে খেলা দলগুলোই অংশ নেবে।

বছরের শুরুতেই স্কুল চ্যাম্পিয়ন আয়োজিত হবে। ফেব্রুয়ারি মাসে পাইওনিয়ার লিগ, প্রথম বিভাগ, দ্বিতীয় বিভাগ ও তৃতীয় বিভাগের খেলাগুলো বছরের বিভিন্ন সময় সূচি অনুযায়ী আয়োজিত হবে।

সোহরাওয়ার্দী কাপের নতুন নামকরণ করা হয়েছে জাতীয় জেলা চ্যাম্পিয়নশিপ অনূর্ধ্ব-১৮। নারী টুর্নামেন্ট, জাতীয় ও আন্তর্জাতিক যেসব টুর্নামেন্ট রয়েছে, সেগুলো সূচি অনুযায়ী বছরের বিভিন্ন সময় আয়োজন করা হবে। মার্চে সোহরাওয়ার্দী কাপ এবং এপ্রিল, মে, জুন, জুলাই এবং আগস্টে জেলা ফুটবল লিগ হবে। 

আন্তঃজেলা প্রতিযোগিতা শেরে বাংলা কাপ হবে জাতীয় জেলা চ্যাম্পিয়ন নামে। সেটা সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে। 

এ বছর এবং আগামী বছরের ক্যালেন্ডারের মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে। ফেব্রুয়ারি মাসে শেখ কামাল ক্লাব কাপ, আর বঙ্গবন্ধু গোল্ডকাপ যেহেতু মার্চ মাসে রাখা হয়েছে; কিন্তু ওই সময়ে বিভিন্ন দেশের এশিয়ান কাপে খেলা বলে বঙ্গবন্ধু গোল্ডকাপের সূচি পরিবর্তন হতে পারে।

/আরএম/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গাজীপুরে ট্রেন দুর্ঘটনায় তদন্ত কমিটি গঠন
গাজীপুরে ট্রেন দুর্ঘটনায় তদন্ত কমিটি গঠন
‘সরকারকে যারা চাপ দেবে তারা নিজেরাই যথেষ্ট চাপে রয়েছে’
‘সরকারকে যারা চাপ দেবে তারা নিজেরাই যথেষ্ট চাপে রয়েছে’
তাইওয়ান প্রণালীতে আবারও চীনা সামরিক বিমান শনাক্ত
তাইওয়ান প্রণালীতে আবারও চীনা সামরিক বিমান শনাক্ত
দলবল নিয়ে উঠান বৈঠকে ফাঁকা গুলি ছোড়ার অভিযোগ বদির বিরুদ্ধে
দলবল নিয়ে উঠান বৈঠকে ফাঁকা গুলি ছোড়ার অভিযোগ বদির বিরুদ্ধে
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম