X
বুধবার, ০৮ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

ব্রাজিলের কোচই মেসিকে চাইছেন ব্রাজিল দলে!

স্পোর্টস ডেস্ক
২১ ফেব্রুয়ারি ২০১৭, ১৫:৩৬আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৭, ১৫:৩৬

ব্রাজিলের কোচই মেসিকে চাইছেন ব্রাজিল দলে! মেসিতে এতটাই মুগ্ধ তিতে যে, তার আফসোস কেন বার্সেলোনা তারকা জন্মালো না ব্রাজিলে। সেলেসাও কোচের স্পষ্ট চাওয়া, যদি মেসি আর্জেন্টিনা বাদ দিয়ে ব্রাজিলে জন্মাতো! বলার অপেক্ষা রাখে না, তাতে পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী খেলতেন ব্রাজিলের জার্সি গায়ে।

লিওনেল মেসির জাদুকরী পারফরম্যান্সে মুগ্ধ গোটা ফুটবল বিশ্ব। বাদ যান না প্রতিপক্ষের খেলোয়াড়রা, এমনকি কোচরাও প্রশংসার বানে ভাসান আর্জেন্টাইন ফুটবল বিস্ময়কে। তাই বলে সেই তালিকায় ব্রাজিলের কোচও থাকবেন! আর্জেন্টিনা-ব্রাজিলের ফুটবল দ্বৈরথের পর্যায়টা কার না জানা। অথচ শত্রুতার সব প্রাচীর ভেঙে বার্সেলোনা খুদে জাদুকরের জাদুকরী ফুটবলের প্রশংসা ঝরল ব্রাজিলিয়ান কোচ তিতের মুখ থেকেও। আর সবার চেয়ে সেলেসাও কোচের মেসিপ্রীতিটা সম্ভবত একটু বেশিই। তা না হলে ব্রাজিলিয়ান হলেও কী আর আর্জেন্টাইন মেসিকে চাইতেন তিনি ব্রাজিল দলে!

মেসিতে এতটাই মুগ্ধ তিতে যে, তার আফসোস কেন বার্সেলোনা তারকা জন্মালো না ব্রাজিলে। সেলেসাও কোচের স্পষ্ট চাওয়া, যদি মেসি আর্জেন্টিনা বাদ দিয়ে ব্রাজিলে জন্মাতো! বলার অপেক্ষা রাখে না, তাতে পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী খেলতেন ব্রাজিলের জার্সি গায়ে।

ক্লাব ফুটবলে সাফল্যের পাহাড় গড়েছেন মেসি। বার্সেলোনার হয়ে জিতেছেন সম্ভাব্য সব কিছু। ব্যক্তিগত অর্জনের খাতায় যোগ করেছেন পাঁচটি ব্যালন ডি’অর। যদিও সব প্রাপ্তি এক জায়গায় এসে থমকে দাঁড়ায়, যখন তার জাতীয় দলের অর্জন সামনে আসে। আর্জেন্টিনার হয়ে যে কিছুই জেতা হয়নি তার। এর পরও ব্রাজিল দলে খুদে জাদুকরকে চাইলেন সেলেসাও কোচ তিতে। চিরশত্রু দলের সেরা খেলোয়াড়কেও ভাসালেন তিনি প্রশংসার বানে। মেসি ব্রাজিলিয়ান নন বলে স্প্যানিশ সংবাদ মাধ্যম ‘এএস’কে দেওয়া সাক্ষাৎকারের শুরুতেই করলেন আফসোস, ‘অবশ্যই আমি চাইতাম মেসি ব্রাজিলে জন্ম নিক। যতই আর্জেন্টিনা-ব্রাজিলের মধ্যে শত্রুতা থাকুক না কেন, এই একটা খেলোয়াড়ের প্রতি মুগ্ধ না হয়ে উপায় নেই। আমরা সবাই এই আর্জেন্টাইনের প্রতি মুগ্ধ।’

মেসির প্রতি তার মুগ্ধতার শেষ এখানেই নয়। বাঁ পায়ের জাদুতে মাঠে ছন্দের ঢেউ তোলা বার্সেলোনা ফরোয়ার্ডকে নিয়ে বলতে লাগলেন, ‘মেসি অনন্য। ওর সৃষ্টিশীল দক্ষতা অসাধারণ, যা স্বাভাবিক কারুকার্যের বাইরে। ও এমন সব কাজ করে, যেগুলো অন্য কারও পক্ষে সম্ভব নয়।’ এএস

/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
২০২৪ সালে ইতিহাসের সবচেয়ে উষ্ণতম এপ্রিল দেখলো বিশ্ব
২০২৪ সালে ইতিহাসের সবচেয়ে উষ্ণতম এপ্রিল দেখলো বিশ্ব
বকেয়া বিল ৫ কোটি টাকা, কেটে দেওয়া হলো পৌর ভবনের বিদ্যুৎসংযোগ
বকেয়া বিল ৫ কোটি টাকা, কেটে দেওয়া হলো পৌর ভবনের বিদ্যুৎসংযোগ
নগদ মেগা ক্যাম্পেইনের উপহার পেলেন ২১ বিজয়ী
নগদ মেগা ক্যাম্পেইনের উপহার পেলেন ২১ বিজয়ী
৬ মাস বন্ধ থাকবে কমলাপুর-টিটি পাড়া সড়ক, বিকল্প ব্যবহারের অনুরোধ
এমআরটি লাইন-৬ নির্মাণ৬ মাস বন্ধ থাকবে কমলাপুর-টিটি পাড়া সড়ক, বিকল্প ব্যবহারের অনুরোধ
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
গ্রাম আদালত বিল পাস, জরিমানা বাড়লো চার গুণ
গ্রাম আদালত বিল পাস, জরিমানা বাড়লো চার গুণ
কেমন আছেন মিল্টনের আশ্রমে আশ্রিতরা
কেমন আছেন মিল্টনের আশ্রমে আশ্রিতরা