X
বুধবার, ০১ মে ২০২৪
১৮ বৈশাখ ১৪৩১

৮ গোলের থ্রিলারে ম্যানসিটির দুর্দান্ত জয়

স্পোর্টস ডেস্ক
২২ ফেব্রুয়ারি ২০১৭, ১৬:৩৩আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৭, ১৬:৩৯

জোড়া গোল করেছেন সের্হিয়ো আগুয়েরো চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে ইংলিশ ক্লাবটি পিছিয়ে পড়লেও পেয়েছে রোমাঞ্চকর এক জয়। ইতিহাদে মোনাকোর বিপক্ষে ৮ গোলের থ্রিলারের ম্যাচটি ম্যানসিটি জিতে নিয়েছে ৫-৩ ব্যবধানে।

যে ভয়টা পাচ্ছিলেন পেপ গার্দিওলা, সেটাই ঘটল। ঘরের মাঠেই তার দল ম্যানচেস্টার সিটিকে চেপে ধরল মোনাকো। ব্রিটিশ সংবাদ মাধ্যমগুলোও হয়তো প্রস্তুতি নিচ্ছিলেন গার্দিওলাকে আরও কঠিন প্রশ্নের মুখোমুখি করানোর। যদিও হয়নি তা। চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে ইংলিশ ক্লাবটি পিছিয়ে পড়লেও পেয়েছে রোমাঞ্চকর এক জয়। ইতিহাদে ৮ গোলের থ্রিলারের ম্যাচটি ম্যানসিটি জিতে নিয়েছে ৫-৩ ব্যবধানে।

গার্দিওলা ও ম্যানসিটিকে বাঁচিয়ে দিয়েছেন সের্হিয়ো আগুয়েরো। সাবেক বার্সেলোনা কোচের অধীনে গত কিছু দিন খুব বেশি একাদশে থাকার সুযোগ পাচ্ছেন না আগুয়েরো। দলের সেরা খেলোয়াড়ের বসে থাকার বিষয়টি নিয়ে আলোচনাও চলছে ব্রিটিশ মিডিয়ায়। এমনকি আর্জেন্টাইন ফরোয়ার্ডকে নতুন ঠিকানা খোঁজার কথাও বলা হচ্ছে বিভিন্ন পত্রিকায়। হঠাৎই চরিত্র বদল হওয়া এই আগুয়েরোতেই রক্ষা এবার গার্দিওলার। মোনাকোর বিপক্ষে প্রথম একাদশে ছিলেন এই ফরোয়ার্ড। যদিও তার আসল চেহারা দেখার অপেক্ষায় থাকতে হয়েছে ৫৮ মিনিট পর্যন্ত। তার আগেই অবশ্য মোনাকোর দাপটে স্তব্ধতা নেমে এসেছিল ইতিহাদে।

কেন? ২৬ মিনিটে রহিম স্টারলিংয়ের লক্ষ্যভেদে এগিয়ে যায় ম্যানসিটি। শুরুটা হয়েছিল তাই স্বাগতিকদের হিসাব মতই। যদিও দৃশ্যপট বদল নিতে সময় লাগেনি। চলতি মৌসুমে মোনাকোর জার্সিতে দুর্দান্ত পারফরম করা রাদামেল ফালকাও ইতিহাদের ম্যাচেও জ্বলে উঠলেন আরেকবার। তাতে ৩২ মিনিটে সমতায় ফেরে ফরাসি লিগ ওয়ানের দল। শুধু কী সমতায় ফেরা, মিনিট আটেক পর তো লিডও নেয় মোনাকো এমবাপে লোতিনের লক্ষ্যভেদে!

পিছিয়ে পড়া ম্যানসিটিকে পথে ফেরান আগুয়েরো। তিনি ৫৮ মিনিটে গোল করে সমতায় ফেরালেও মোনাকো আবার এগিয়ে যায় ফালকাওয়ের দ্বিতীয় লক্ষ্যভেদে। ৩-২ গোলে পিছিয়ে পড়া স্বাগতিকদের আবারও সমতায় ফেরান আগুয়েরো। এর পর আর পিছে ফিরে তাকাতে হয়নি ম্যানচেস্টারের ক্লাবটিকে। ৭৭ মিনিটে জন স্টোনসের পর ৮২ মিনিটে লিরয় সেন জাল খুঁজে পেলে ৫-৩ গোলের রোমাঞ্চকর জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যানসিটি। গোল ডটকম

/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘বিলাসিতা একটু কমিয়ে শ্রমিকদের কল্যাণে নজর দিন’
শিল্প মালিকদের প্রতি প্রধানমন্ত্রী‘বিলাসিতা একটু কমিয়ে শ্রমিকদের কল্যাণে নজর দিন’
২৪ বছর পর ধর্ষণ মামলার আসামি গ্রেফতার
২৪ বছর পর ধর্ষণ মামলার আসামি গ্রেফতার
তীব্র গরম উপেক্ষা করে রাজপথে বিএনপির নেতাকর্মীরা
তীব্র গরম উপেক্ষা করে রাজপথে বিএনপির নেতাকর্মীরা
হাতি তাড়াতে গিয়ে আক্রমণে কিশোরের মৃত্যু, থানায় মামলা
হাতি তাড়াতে গিয়ে আক্রমণে কিশোরের মৃত্যু, থানায় মামলা
সর্বাধিক পঠিত
চকরিয়ার সেই সমাজসেবা কর্মকর্তা ও অফিস সহকারী বরখাস্ত
চকরিয়ার সেই সমাজসেবা কর্মকর্তা ও অফিস সহকারী বরখাস্ত
চুয়াডাঙ্গা জেলায় ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা
চুয়াডাঙ্গা জেলায় ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা
সাতক্ষীরার ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড 
সাতক্ষীরার ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড 
কালবৈশাখী ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টিতে ভেঙেছে ঘরবাড়ি, ধানের ক্ষতি
কালবৈশাখী ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টিতে ভেঙেছে ঘরবাড়ি, ধানের ক্ষতি
রুনা লায়লার নতুন গান, সঙ্গে দুই তরুণ
রুনা লায়লার নতুন গান, সঙ্গে দুই তরুণ