X
রবিবার, ০৫ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

শিরোপাজয়ী রানিয়েরিকে বরখাস্ত করেছে লিস্টার

স্পোর্টস ডেস্ক
২৪ ফেব্রুয়ারি ২০১৭, ১১:১২আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৭, ১১:১৮

ফিফা বর্ষসেরার পুরস্কার হাতে কোচ রানিয়েরি প্রিমিয়ার লিগ শিরোপা জয়ের ৯ মাস পর বরখাস্ত হলেন লিস্টার সিটির সবচেয়ে সফল কোচ।

বিশ্বকে চমকে দিয়েছিলেন ক্লাউদিও রানিয়েরি। চেলসির সাবেক কোচের পরশপাথরের ছোঁয়ায় ২০১৬ সালে বদলে যায় লিস্টার সিটির ভাগ্য। দায়িত্ব পেয়েই বাঘা বাঘা সব ক্লাবকে টপকে ‘অখ্যাত’ লিস্টারকে তিনি বানান ইংলিশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন। ক্লাবের ১৩৩ বছরের ইতিহাসে প্রথমবার ইংল্যান্ডের শীর্ষ লিগের শ্রেষ্ঠত্ব অর্জন। রানিয়েরির হাত ধরে প্রথমবার চ্যাম্পিয়নস লিগ খেলার স্বাদও এবার পেয়েছে লিস্টার। কিন্তু এসব অর্জন আড়ালে রেখে তাকে বরখাস্ত করল লিস্টার সিটি।

গত মৌসুমে দুর্দান্ত এক অধ্যায় তৈরি করে এবারের ফিফা বর্ষসেরা কোচও হয়েছেন রানিয়েরি। কিন্তু তার এসব সফলতায় এবার বাধ সাধল চলতি লিগ মৌসুমে দলের বাজে পারফরম্যান্স। রানিয়েরি ও লিস্টার এবার ভোগান্তির মধ্যে দিয়ে যাচ্ছে। প্রিমিয়ার লিগের অবনমন অঞ্চল থেকে মাত্র এক পয়েন্ট ও এক ধাপ দূরে বর্তমান চ্যাম্পিয়নরা।

২০১৭ সালে একটিও লিগ গোল করতে পারেনি লিস্টার। যদিও চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের সুযোগ আছে তাদের সামনে। বুধবার শেষ ষোলোর প্রথম লেগে সেভিয়ার বিপক্ষে ২-১ গোলে হেরে এসেছে তারা। গুরুত্বপূর্ণ অ্যাওয়ে গোল করায় এখনও আশা শেষ হয়নি। কিন্তু প্রিমিয়ার লিগের বেহাল দশার কারণে রানিয়েরিকে আর রাখল না লিস্টার। সোমবার লিবারপুলের বিপক্ষে লিগ লড়াইয়ের আগে বরখাস্ত করল তাকে।

গত বৃহস্পতিবার লিস্টার এক বিবৃতিতে জানায়, ‘দলের প্রধান কোচ ক্লাউদিও রানিয়েরির সঙ্গে আজ রাতে (বৃহস্পতিবার) সম্পর্ক ছিন্ন করছে লিস্টার সিটি ফুটবল ক্লাব। ২০১৫ সালের জুলাইয়ে নিয়োগ পাওয়া ক্লাউদিও ক্লাবের ১৩৩ বছরের ইতিহাসে ফক্সদের সর্বোচ্চ সফলতা এনে দিয়েছিলেন। প্রথমবার আমরা হয়েছিল ইংল্যান্ডের চ্যাম্পিয়ন। নিঃসন্দেহে লিস্টারের সবচেয়ে সফল কোচের মর্যাদা তিনি পাবেন। কিন্তু ঘরোয়া ম্যাচে আমাদের অবস্থা হুমকির মুখে। আর বোর্ড ইচ্ছার বিরুদ্ধে হলেও ক্লাবের স্বার্থে নেতৃত্ব পরিবর্তন অপরিহার্য মনে করছে।’ সূত্র- ইএসপিএনএফসি, গোলডটকম

/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ