X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

হারে শুরু আবাহনীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ মার্চ ২০১৭, ২০:১৩আপডেট : ১৪ মার্চ ২০১৭, ২০:১৬

আবাহনী ও মাজিয়ার বল দখলের লড়াই এএফসি কাপে গ্রুপ ‘ই’র প্রথম খেলায় মাজিয়া এসআরসি’র বিপক্ষে ২-০ গোলে হেরে গেছে বাংলাদেশের চ্যাম্পিযন ঢাকা আবাহনী। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত এ খেলায় দুই অর্ধে দুটি গোল করে মালদ্বীপের ক্লাবটি। তারা অর্জন করে পুরো তিন পয়েন্ট।  

বড় পাস ও বাতাসে বল ভাসিয়ে খেলার চেষ্টা করেছিল আবাহনী। কিন্তু দীর্ঘদেহী গোলরক্ষক ও ডিফেন্ডারের কারণে সফল হয়নি তাদের কৌশল। পুরো ম্যাচে বল নিয়ন্ত্রণে আধিপত্য দেখায আবাহনী। কিন্তু এতে কোনও লাভ হয়নি। ঠাণ্ডা মাথায় আবাহনীর আগ্রাসন সামলে জয় নিয়েই মাঠ ছেড়েছে মালদ্বীপের চ্যাম্পিয়নরা।

খেলার পাঁচ মিনিটেই এগিযে যায় মাজিয়া। বাঁপ্রান্তে একটি লম্বা বল আয়ত্তে নেন আসাদুল্লাহ। ছোট একটি থ্রু পাসে বল তিনি ঠেলে দেন মিডফিল্ডার ইমাজ আহমেদকে। তার স্কয়ার পাসে এগিয়ে আসা গোলরক্ষক শহিদুল আলম সোহেলকে দূরের জালে পরাস্ত করেন ফরোয়ার্ড ওমর। আবাহনীর গোলমুখে প্রথম ঢুঁ মারা থেকেই গোল পেয়ে যায় মাজিয়া। 

আবাহনী দমে যায়নি। পরের ৩০ মিনিট বলের দখল ছিল আবাহনীরই। পুরোপুরি রক্ষণাত্মক হয়ে পড়ে মাজিয়া। ডান প্রান্তে ও মাঝমাঠে দাপট দেখায় আবাহনী। রাইট ব্যাক হিসেবে অধিনায়ক মামুন মিয়ার ওভারল্যাপিং ও মাঝমাঠ সোহেলল রানার আক্রমণগুলো ছিল লক্ষনীয়। ২৯ মিনিটে মামুন মিয়ার একটি নীচু ক্রস মুহূর্তের হেরফেরে হেড করতে পারেননি রুবেল মিয়া। প্রথমার্ধের শেষদিকে ইংলিশ ফরোয়ার্ড জোনাথান ডেভিডস বল পেয়েছিলেন বক্সের ওপরে। দুর্বল শটে তিনি বল তুলে দেন গোললক্ষক মাথিয়াস পাভেলের হাতে। 

দ্বিতীয়ার্ধেও শুরুতেই মামুন মিয়াকে বসিয়ে ফরোয়ার্ড নাবিব নেওয়াজ জীবনকে মাঠে নামায় আবাহনী। উদ্দেশ্য আক্রমণ জোরদার করা, তবে কাজের কাজ হয়নি। গোল অধরাই রয়ে যায় আবাহনীর কাছে। ৬৫ মিনিটে জোনাথান ডেভিডসের ক্রসে হেড করতে ব্যর্থ হন এমেকা ডারলিংটন। ৬৯ মিনিটে মাজিয়ার বদলি খেলোয়াড় নিয়াজ হোসেন পাল্টা আক্রমণ থেকে বল সোজা সোহেলের হাতে তুলে দেন। 

শেষ দিকে মরণ কামড় দেয় মাজিয়া, ৭৮ মিনিটে মোহাম্মদ ওমরের দুরন্ত শট পাঞ্চ করে ফেরান সোহেল। কিন্ত ৮৬ মিনিটে মাজিয়া অধিনায়ক আসাদুল্লাহ আবদুল্লাহ একক প্রচেষ্টায় দ্বিতীয় গোল করলে নিশ্চিত হয়ে যায় আবহনীর হার।

/আরএম/এফএইচএম/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্রের অবস্থান কি দ্বিমুখিতা এবং আত্মপ্রতারণা নয়?
যুক্তরাষ্ট্রের অবস্থান কি দ্বিমুখিতা এবং আত্মপ্রতারণা নয়?
চার দিনের সফরে নেদারল্যান্ডস যাচ্ছেন কৃষিমন্ত্রী
চার দিনের সফরে নেদারল্যান্ডস যাচ্ছেন কৃষিমন্ত্রী
‘জলবায়ুর চ্যালেঞ্জ মোকাবিলায় সবুজায়ন ও জলাধার রক্ষার বিকল্প নেই’
‘জলবায়ুর চ্যালেঞ্জ মোকাবিলায় সবুজায়ন ও জলাধার রক্ষার বিকল্প নেই’
চামড়া খাতে ন্যূনতম মজুরি ২২ হাজার ৭৭৬ টাকা প্রস্তাব
চামড়া খাতে ন্যূনতম মজুরি ২২ হাজার ৭৭৬ টাকা প্রস্তাব
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
গাজীপুরে ট্রেন দুর্ঘটনা: স্টেশন মাস্টারসহ ৩ জন বরখাস্ত
গাজীপুরে ট্রেন দুর্ঘটনা: স্টেশন মাস্টারসহ ৩ জন বরখাস্ত
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
তীব্র গরমে বেড়েছে রিকন্ডিশন্ড এসির চাহিদা
তীব্র গরমে বেড়েছে রিকন্ডিশন্ড এসির চাহিদা