X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

বার্সেলোনায় মেসির ৫০০ গোল

স্পোর্টস ডেস্ক
২৪ এপ্রিল ২০১৭, ০৮:৫৬আপডেট : ২৪ এপ্রিল ২০১৭, ০৮:৫৬

বার্সেলোনায় মেসির ৫০০ গোল মঞ্চটা প্রস্তুত করেই রেখেছিলেন লিওনেল মেসি। সেখানে উদযাপনটা করলেন রাজকীয়ভাবে। রিয়াল মাদ্রিদকে তাদের মাঠে হারাতে জোড়া গোল করলেন বার্সেলোনা ফরোয়ার্ড। আর এ জয় উৎসবকে আরও রঙিন করল অসাধারণ এক অর্জন। বার্সেলোনায় ৫০০ গোলের মালিক হয়ে গেলেন মেসি।

গত সপ্তাহে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে জোড়া গোল করেছিলেন বার্সা ফরোয়ার্ড। কাতালানদের সঙ্গে ৪৯৮ গোল নিয়ে সান্তিয়াগো বার্নাব্যুতে নেমেছিলেন তিনি। কিন্তু মাঝের সময়টা মোটেও ভালো যায়নি তার ও তার দলের। জুভেন্টাসের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালের দুই লেগে নিষ্প্রভ ছিলেন মেসি। পুরো ১৮০ মিনিটে লড়ে গোলের দেখা পাননি মেসি, এমনকি বার্সেলোনাও।

চিরপ্রতিদ্বন্দ্বীদের এ হতাশায় হয়তো মানসিকভাবে চাঙ্গা ছিল রিয়াল। অন্যদিকে গত ৫টি ম্যাচ মেসিকে আটকানোর স্মৃতিও তাদের এগিয়ে রাখছিল। কিন্তু সব হিসাব নিকাশ পাল্টে দিলেন বার্সা ফরোয়ার্ড।

৩৩ মিনিটে দারুণভাবে একক চেষ্টায় বার্সায় নিজের ৪৯৯তম গোল করেন মেসি। আর ওই গোলেই লা লিগার এল ক্লাসিকোয় সর্বোচ্চ গোলের মালিক হন তিনি। রিয়ালের সাবেক গ্রেট আলফ্রেদো দি স্তেফানোকে (১৪) ছাড়িয়ে যান মেসি। লিগে রিয়ালের বিপক্ষে এখন তার গোল ১৫টি।

খেলা শেষ হওয়ার ৫ মিনিট আগে রিয়াল সমতা ফেরায়। পয়েন্ট হারানোর শঙ্কায় থাকা বার্সাকে আবার বাঁচান মেসি। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে জর্দি আলবার ক্রসে ৫০০তম গোল পূর্ণ করেন ২৯ বছর বয়সী।

২০০১ সালে মাত্র ১৪ বছর বয়সে নিউওয়েল’স ওল্ড বয়েস থেকে কাতালান ক্লাবে যোগ দেন মেসি। পুরো পেশাদার ক্যারিয়ার কাটিয়েছেন বার্সেলোনাতে। লা মেসিয়ায় যোগ দেওয়ার তিন বছর পর সিনিয়র দলে ডাক পান তরুণ মেসি। ২০০৪ সালের অক্টোবরে এস্পানিওলের বিপক্ষে লা লিগায় অভিষেক তার। ক্লাবের জার্সিতে মেসি তার ৫০০ গোলের প্রথমটি করেছিলেন ওই বছরেরব মে মাসে। আলবাসেতের বিপক্ষে গোলের পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। একের পর এক রেকর্ড এসে তার পদচুম্বন করেছে। সূত্র- গোলডটকম

/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে বদলে যাচ্ছে জীবনযাপন, মার্কেটে ভিড় বাড়ছে সন্ধ্যায়
গরমে বদলে যাচ্ছে জীবনযাপন, মার্কেটে ভিড় বাড়ছে সন্ধ্যায়
রাফাহতে অভিযানের পরিকল্পনা যুক্তরাষ্ট্রকে জানিয়েছে ইসরায়েল
রাফাহতে অভিযানের পরিকল্পনা যুক্তরাষ্ট্রকে জানিয়েছে ইসরায়েল
সুন্দরবনে আগুন
সুন্দরবনে আগুন
এখনও অচল লাইন, সব ট্রেনের শিডিউল বিপর্যয়
এখনও অচল লাইন, সব ট্রেনের শিডিউল বিপর্যয়
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ