X
রবিবার, ০৫ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

উৎসবে রঙিন মাদ্রিদ

স্পোর্টস ডেস্ক
২২ মে ২০১৭, ২১:২২আপডেট : ২২ মে ২০১৭, ২২:২১

মাদ্রিদের রাস্তায় চলছে রিয়ালের শিরোপা উৎসব শেষ হয়েছে চার বছরের অপেক্ষা। রিয়াল মাদ্রিদের ঘরে আবার ফিরেছে লা লিগার শিরোপা। ২০১৬-১৭ মৌসুমের শেষ দিনে এসে নিশ্চিত করেছে তারা লিগের ৩৩তম শিরোপা। দীর্ঘ অপেক্ষা ও রোমাঞ্চকর শেষ দিনে মালাগার মাঠ থেকে ২-০ গোলে জেতার পর থেকে তাই উৎসবে রঙিন স্প্যানিশ রাজধানী। মাঠ ও ড্রেসিংরুমে শিরোপা উদযাপন শেষে মাদ্রিদে ফেরার পর শুরু হয় রিয়ালের আসল উৎসব।

শহরের প্রাণকেন্দ্রে ঐতিহাসিক সিবেলেস ফোয়ারার সামনে রাতেই হাজার হাজার ভক্তের সঙ্গে শিরোপা উৎসবে মেতে ওঠেন রোনালদো-রামোসরা। চার বছর পর পাওয়া লিগ শিরোপার উৎসব কী আর এত তাড়াতাড়ি থামে! ভক্তদের সঙ্গে সোমবার সকাল থেকে আবার মাদ্রিদের রাস্তায় গানের তালে মেতে ওঠেন রিয়াল খেলোয়াড়রা।

মালাগা থেকে রবিবার রাতে মাদ্রিদে ফেরার পর সিবেলেসের সামনে রিয়ালের সঙ্গে শিরোপা উদযাপনে জড়ো হয় অন্তত ৫০ হাজার মাদ্রিদ ভক্ত। রাত তখন আড়াইটা, মাইক্রোফোন হাতে নিলেন দলের সেরা খেলোয়াড় ক্রিস্তিয়ানো রোনালদো। ছাদখোলা বাসে ভক্তদের সুরের সঙ্গে তাল মিলিয়ে নিজেই বানিয়ে ফেললেন একটা গান, যার কথাগুলো এমন, ‘রিয়াল মাদ্রিদ, আমি তোমায় ভালোবাসি।’

প্রাপ্তির এই রাতে হিসাব-নিকাশ মেটাতেও ভুল করেনি রিয়াল খেলোয়াড়রা। গত বছর লিগ শিরোপা জেতার পর রিয়ালকে খোঁচা মেরেছিলেন জেরার্দ পিকে। মাদ্রিদের অভিজাতরা খোঁচা নয়, ‘ইটের বদলে ছুঁড়েছে পাটকেল’! যা আসলে ছাপার অযোগ্য। ‘শুভদিনে’ খোঁচা মেরেছে প্রতিবেশি অ্যাতলেতিকো মাদ্রিদকেও, মনে করিয়ে দিয়েছে, ‘বলো না কেমন লাগছে’।

শিরোপা উৎসবে এতটাই মাতাল হয়ে গিয়েছিল রিয়াল ভক্তরা যে কয়েকজনকে হাসপাতালে পর্যন্ত নিতে হয়েছে চিকিৎসার জন্য! মাদ্রিদভিত্তিক ক্রীড়া দৈনিক ‘এএস’-এর খবর, অতিরিক্ত উল্লাস ও বাধভাঙা উদযাপনের কারণে হাসপাতালে নেওয়া হয়েছিল ২৮ জনকে।

তাই বলে কী উৎসবে থামছে! সোমবার সকাল থেকে আবারও ভিড় জমতে থাকে মাদ্রিদের রাস্তায়। তাদের ভিড় ঠেলে রোনালদোরা শিরোপা উৎসব ভাগাভাগি করে শহরের মেয়র ক্রিস্তিনা সিফুয়েন্তেসের সঙ্গে। লা লিগার শিরোপার আদলে বানানো ট্রফি হাতে মাদ্রিদের মেয়রের সঙ্গে ‘সিটি হল’-এ আনন্দে উৎসবে মেতে ওঠেন রিয়াল খেলোয়াড়রা। বাইরে তখন হাজারও মাদ্রিদ সমর্থক চিৎকার আর গানের সুরে উপভোগ করছে নিজেদের শ্রেষ্ঠত্বের মুহূর্ত।

এই উৎসব থামতে দিতে চায় না রিয়াল। চ্যাম্পিয়নস লিগ ফাইনাল যে সামনেই! মার্কা

/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ