X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

দুঃখ পেলেও গর্বিত হার্নান্দেজ

স্পোর্টস ডেস্ক
৩০ জুন ২০১৭, ১৫:৪২আপডেট : ৩০ জুন ২০১৭, ১৫:৪৫

হাভিয়ের হার্নান্দেজ জার্মানির বিপক্ষে কনফেডারেশনস কাপ সেমিফাইনালে ৪-১ গোলে উড়ে যাওয়ার পর দুঃখ পেয়েছেন মেক্সিকোর স্ট্রাইকার হাভিয়ের হার্নান্দেজ। কিন্তু প্রতিযোগিতায় দলের অর্জনে গর্বিত তিনি।

এ গ্রুপের রানার্সআপ হয়ে সেমিফাইনালে বিশ্বচ্যাম্পিয়নদের মুখোমুখি হয়েছিল মেক্সিকো। শুরুতেই দুই গোল খেয়ে তারা ম্যাচ থেকে ছিটকে পড়ে। আগামী রবিবার তারা মস্কোয় তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে পর্তুগালকে মোকাবিলা করবে।

সোচিতে ম্যাচ শেষে বায়ার লেভারকুসেন স্ট্রাইকার বলেছেন, ‘আমার দুঃখ হচ্ছে, মোহমুক্ত মনে হচ্ছে। কিন্তু আমার মাথা উঁচু থাকছে এবং দল, কোচিং স্টাফ ও ভক্তদের নিয়ে গর্বিত আমি।’

কোচ হুয়ান কার্লোস ওসোরিও ম্যাচ শেষে বলেছিলেন, জার্মানির চেয়ে বেশি লক্ষ্যে শট নিয়ে ও বল দখলে এগিয়ে থেকেও এমন হার অগ্রহণযোগ্য। তার কথায় একমত হতে পারছেন না হার্নান্দেজ, ‘ফুটবল যদি ন্যায়পরায়ণতা সম্পর্কিত কিছু হয়, তাহলে সেটা ভিন্ন কথা। জার্মানির কৃতিত্বকে ছোট করা যাবে না কিংবা কোনও অজুহাত দেওয়ার উপায় নেই।’

দেশের ফুটবলের অবস্থান সম্পর্কে ভালো ধারণা হয়েছে মনে করেন ম্যানইউর সাবেক তারকা, ‘আমরা সবাই কষ্ট পেয়েছি। কেউ সেমিতে এভাবে হারতে চায় না। আমরা সত্যিই ফাইনালে যেতে চেয়েছিলাম। কিন্তু এটা ফুটবল। বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে আমরা খেলেছি এবং বুঝতে পেরেছি যে আমরা কোথায় আছি। এটা মেক্সিকান ফুটবলের জন্য উপকারী হয়েছে।’

ওসোরিওর অধীনে মেক্সিকোর জাতীয় দল এভাবে এগিয়ে যাবে বিশ্বাস হার্নান্দেজের। চার বছর আগে গ্রুপ থেকে বাদ পড়ার এবার সেমিফাইনাল খেলার অভিজ্ঞতা ভালো অগ্রগতির লক্ষণ বলছেন তিনি, ‘আমরা ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের বিপক্ষে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলতে যাচ্ছি, যেটা আমরা চার বছর আগে পারিনি। বলা যায় কোথাও উন্নতি হচ্ছে। আমরা ধাপে ধাপে এগোচ্ছি, এটা রাত-দিনের ব্যাপার নয়।’ ইএসপিএনএফসি, গোল

/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
খাড়িয়া ভাষা সংরক্ষণে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান প্রধান বিচারপতির
খাড়িয়া ভাষা সংরক্ষণে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান প্রধান বিচারপতির
কেমন চলছে ১৪ দলীয় জোট?
কেমন চলছে ১৪ দলীয় জোট?
গাজীপুরে ট্রেন দুর্ঘটনায় তদন্ত কমিটি গঠন
গাজীপুরে ট্রেন দুর্ঘটনায় তদন্ত কমিটি গঠন
‘সরকারকে যারা চাপ দেবে তারা নিজেরাই যথেষ্ট চাপে রয়েছে’
‘সরকারকে যারা চাপ দেবে তারা নিজেরাই যথেষ্ট চাপে রয়েছে’
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম