X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

রোনালদোর বিপক্ষে খেলতে চান না কাসিমিরো

স্পোর্টস ডেস্ক
০৪ জুলাই ২০১৭, ২০:৩৯আপডেট : ০৪ জুলাই ২০১৭, ২০:৫৩

রোনালদোর সঙ্গে কাসিমিরো সাও পাওলো থেকে ধারে আসেন রিয়াল মাদ্রিদে। যদিও মূল দলে সুযোগ হয়নি কাসিমিরোর। ২০১৩ সালে ধারে খেলতে এসেই অবশ্য নিজের প্রতিভার জানান দেন ব্রাজিলিয়ান এই ডিফেন্সিভ মিডফিল্ডার। মূল দলে জায়গা করে নিয়ে এখন জিনেদিন জিদানের রিয়ালে নিয়মিত মুখ তিনি। ক্রিস্তিয়ানো রোনালদোর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে জিতেছেন তিনটি চ্যাম্পিয়নস লিগ। খুব ভালো করেই তার জানা পর্তুগিজ উইঙ্গারের ব্যাপারে। তাই প্রতিপক্ষ হিসেবে দাঁড়াতে চান না তিনি রোনালদোর সামনে।

সাও পাওলো দিয়ে ফুটবল ক্যারিয়ার শুরু করা কাসিমিরো তার দুর্দান্ত পারফরম্যান্সের জন্য জিতেছেন ব্রাজিলের ‘বিশেষ’ এক পদক। ওই পুরস্কার অনুষ্ঠানেই তিনি কথা বলেছেন রোনালদোকে নিয়ে। কর ফাঁকির অভিযোগে মামলা হওয়ার পর পর্তুগিজ অধিনায়ক আর রিয়াল মাদ্রিদে থাকতে চাইছেন না- স্প্যানিশ মিডিয়ায় খবরটা শোনা যাচ্ছে অনেক দিন ধরে। যদিও ক্লাব সতীর্থ কাসিমিরো কোনোভাবেই চান না রোনালদো ছেড়ে যাক সান্তিয়াগো বার্নাব্যু। কেন চান না, সেটাও ব্যাখ্যা করেছেন ২৫ বছর বয়সী এই মিডফিল্ডার, ‘ক্রিস্তিয়ানো রোনালদো বিশ্বের সেরা খেলোয়াড় এবং আমি চাই না তার মুখোমুখি দাঁড়াতে। আর এই কারণেই আমি চাই সে থাকুক (রিয়াল মাদ্রিদে)।’

গত চার বছরে তিনটি চ্যাম্পিয়নস ট্রফি জিতেছেন কাসিমিরো রিয়ালের জার্সিতে। কোচ জিনেদিন জিদানের অধীনে প্রথম দল হিসেবে মাদ্রিদের অভিজাতরা ধরে রেখেছে চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা। ফরাসি কিংবদন্তির কোচিংয়ে নিজেকে দিনে দিনে আরও বিকশিত করার সুযোগ পাচ্ছেন বলে জানিয়েছেন কাসিমিরো, ‘জিদান অসাধারণ কোচ। তিনি আমাকে যা করতে বলেন, আমি তা আনন্দের সঙ্গে গ্রহণ করি। যেটা খেলোয়াড় হিসেবে আমাকে এগিয়ে যেতে সাহায্য করছে।’

চ্যাম্পিয়নস ট্রফি আগেই দুইবার জিতলেও লা লিগার শিরোপা অধরা ছিল কাসিমিরোর। এবার সেই অপূর্ণতাও দূর করেছেন তিনি। টানা দ্বিতীয় ইউরোপিয়ান শিরোপা জেতার আগে হাতে তুলেছেন স্প্যানিশ লিগের ট্রফি। মার্কা

/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুড়িগ্রামে ধান কাটতে গিয়ে ‘গরমে অসুস্থ’ হয়ে আরেক শ্রমিকের মৃত্যু
কুড়িগ্রামে ধান কাটতে গিয়ে ‘গরমে অসুস্থ’ হয়ে আরেক শ্রমিকের মৃত্যু
বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ নিয়ে মুখ খুললেন বাইডেন
বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ নিয়ে মুখ খুললেন বাইডেন
গাছ কাটা ও লাগানোর বিষয়ে আইন-বিধি চেয়ে আইনি নোটিশ
গাছ কাটা ও লাগানোর বিষয়ে আইন-বিধি চেয়ে আইনি নোটিশ
জোরে সালাম শুনেই ঘাড় ফিরিয়ে উত্তর দেন খালেদা জিয়া
জোরে সালাম শুনেই ঘাড় ফিরিয়ে উত্তর দেন খালেদা জিয়া
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম