X
রবিবার, ০৫ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

এগিয়ে গিয়েও বাংলাদেশের হার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ জুলাই ২০১৭, ২২:১৯আপডেট : ২১ জুলাই ২০১৭, ২২:২২

বাংলাদেশ-তাজিকিস্তান ম্যাচের একটি দৃশ্য আগের ম্যাচে জর্ডানের বিপক্ষে বিধ্বস্ত হয়েছিল ৭-০ গোলে। এএফসি অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বের দ্বিতীয় ম্যাচে অবশ্য দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছিল বাংলাদেশ। তাজিকিস্তানের বিপক্ষে লিডও নিয়েছিল অ্যান্ড্রু অর্ডের দল। কিন্তু ছন্দটা ধরে রাখতে পারেনি দ্বিতীয়ার্ধে। সোহেল মিয়ার গোলে এগিয়ে গিয়েও তাই তাজিকিস্তানের গোছানো ফুটবলের সামনে ৩-১ গোলের হার নিয়ে মাঠ ছাড়তে হয় বাংলাদেশের যুবারা।

শক্তিশালী জর্ডানের বিপক্ষে হারের পর কোচ অর্ড ‘রক্ষণশীল’ ফুটবলকেই দায়ী করেছিলেন। ফিলিস্তিনের দোরা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে তাজিকিস্তানের বিপক্ষে শুরু থেকেই তাই বাংলাদেশ ছিল আক্রমণাত্মক। তার ফলও পায় ৩৩তম মিনিটে, যখন সোহেল মিয়ার গোলে লিড নিয়েছিল লাল-সবুজের দল। গোলরক্ষক আনিসুর রহমান গোলবারের নিচে দেয়াল হয়ে দাঁড়ালে প্রথমার্ধে ওই ১-০ গোলের লিড নিয়েই বিরতিতে যায় সোহেল রানাররা।

পিছিয়ে পড়া তাজিকিস্তান দ্বিতীয়ার্ধের শুরু থেকে আক্রমণ চালায় বাংলাদেশের রক্ষণে। তার ফলও পায় ম্যাচ ঘড়ির ৫৫ মিনিটে, যখন জাল খুঁজে পান আমিরজোন সাফারোভ। ১-১ গোলে সমতায় ফেরার পর পাল্টে যায় ম্যাচের দৃশ্যপট। পিছিয়ে থাকা তাজিকিস্তান উল্টো ৬৭ মিনিটে লিড নেয় অধিনায়ক নোজিম বাবাদনাজোভের লক্ষ্যভেদে। পেনাল্টি থেকে লক্ষ্যভেদ করেন তিনি।

ম্যাচে ফেরার জন্য চেষ্টা চালিয়ে গেছে বাংলাদেশ। কিন্তু পারেনি, উল্টো শেষ বাঁশি বাজার মিনিট তিনেক আগে আরও এক গোল হজম করলে জয়ের স্বপ্ন শেষ হয়ে যায় তাদের। ৮৭ মিনিটে গোলটি করেন জুরাবায়েব জোইর। তাতে টানা দ্বিতীয় হারের মুখ দেখে বাংলাদেশের যুবারা।

‘ই’ গ্রুপে নিজেদের দ্বিতীয় হারে পয়েন্ট টেবিলের তলানিতে বাংলাদেশ। স্বাগতিক ফিলিস্তিনের বিপক্ষে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে রবিবার।

/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ