X
শনিবার, ০৪ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

আরও তিন বছর রিয়াল মাদ্রিদে জিদান

স্পোর্টস ডেস্ক
১২ আগস্ট ২০১৭, ১৮:৩৭আপডেট : ১৩ আগস্ট ২০১৭, ০১:৪৫

চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা হাতে জিদান রিয়াল মাদ্রিদকে ‘ডাবল’ জেতানোর পুরস্কার পেলেন জিনেদিন জিদান। ফরাসি কিংবদন্তির সঙ্গে তিন বছরের চুক্তি নবায়ন করেছে স্পেনের সফলতম ক্লাব। ২০২০ সাল পর্যন্ত সান্তিয়াগো বার্নাব্যুতে থাকবেন গত মৌসুমে স্প্যানিশ লা লিগা ও চ্যাম্পিয়নস লিগের শিরোপা জয়ী কোচ।

রিয়ালের সঙ্গে চুক্তি নবায়ন করতে পেরে উচ্ছ্বসিত জিদান। শনিবার এক সংবাদ সম্মেলেনে তিনি বলেছেন, ‘রিয়াল মাদ্রিদের সঙ্গে আমার গল্পটা চুক্তি কিংবা সইয়ের চেয়ে অনেক গভীর। এই ক্লাবের সঙ্গে থাকতে পেরে আমি খুশি। যদিও আমার কাছে চুক্তি কোনও ব্যাপার নয়। আপনি ১০-২০ বছরের জন্যও চুক্তিবদ্ধ হতে পারেন।’

স্পেনে ৩৩ আর ইউরোপে ১২ বারের চ্যাম্পিয়নরা আস্থা রাখায় জিদান কৃতজ্ঞ, ‘রিয়াল মাদ্রিদ আমার ওপর আস্থা রাখায় আমি খুব খুশি। এখানে আমার স্টাফদের সঙ্গে কাজ করতে ভালো লাগছে। আমার উদ্দেশ্য সবসময় একই-প্রত্যেকটা ম্যাচ ও শিরোপা জয়ের চেষ্টা করা। আমি জানি, আমি কোথায় আছি এবং কী করতে হবে।’

গত বছরের জানুয়ারিতে রিয়ালের দুঃসময়ে প্রধান কোচের দায়িত্ব নিয়েছিলেন জিদান। তার অধীনে প্রথম মৌসুমেই চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতে নিয়েছিল রিয়াল মাদ্রিদ। লা লিগা অবশ্য একটুর জন্য জিততে পারেনি, চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার চেয়ে মাত্র এক পয়েন্ট পেছনে থেকে রানার্সআপ হয়েছিল।

তবে পরেরবার অর্থাৎ গত মৌসুমে লা লিগার পাশাপাশি চ্যাম্পিয়নস লিগের শিরোপাও উঠেছিল রিয়ালের ঘরে। প্রথম দল হিসেবে চ্যাম্পিয়নস লিগের শিরোপা ধরে রাখার সেটাই প্রথম কীর্তি। ১৯৫৮ সালের পর গত মৌসুমে জিদানের অধীনেই প্রথমবারের মতো লা লিগা ও ইউরোপীয় ক্লাব কাপ বা চ্যাম্পিয়নস লিগের ‘ডাবল’ জিতেছিল রিয়াল। সান্তিয়াগো বার্নাব্যুকে দুটি উয়েফা সুপার কাপ এবং একটি ফিফা ক্লাব বিশ্বকাপের শিরোপাও উপহার দিয়েছেন ফ্রান্সের ১৯৯৮ বিশ্বকাপ জয়ের নায়ক। সূত্র: গোল ডটকম 

এফএইচএম/এএআর/

 

 

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
১২ বছর পর মুম্বাইয়ের মাঠে কলকাতার জয়
১২ বছর পর মুম্বাইয়ের মাঠে কলকাতার জয়
বেড়িবাঁধে উন্নত নিরাপত্তা ও গতিশীলতা: মেয়র আতিকের কাছে ইউল্যাবের আবেদন
বেড়িবাঁধে উন্নত নিরাপত্তা ও গতিশীলতা: মেয়র আতিকের কাছে ইউল্যাবের আবেদন
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা