X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

লিস্টারকে হারিয়েছে চেলসি, জিতেছে আর্সেনালও

স্পোর্টস ডেস্ক
০৯ সেপ্টেম্বর ২০১৭, ২৩:২৫আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৭, ২৩:২৫

সতীর্থদের সঙ্গে গোল উদযাপন করছেন ড্যানি ওয়েলবেক লিভারপুলের বিপক্ষে ৪-০ গোলে বিধ্বস্ত হওয়ার দুঃসহ স্মৃতি ঝেরে স্বরূপে ফিরল আর্সেনাল। জয়ে ফিরেছে গানাররা ঘরের মাঠে বোর্নমাউথকে ৩-০ গোলে হারিয়ে। প্রিমিয়ার লিগে জয়ের পথেই আছে চেলসি। বর্তমান চ্যাম্পিয়নরা এবার লিস্টার সিটির মাঠ থেকে ফিরেছে ২-১ গোলের জয় নিয়ে। জয় পেয়েছে টটেনহ্যামও, এভারটনের মাঠ গিয়ে জিতেছে ৩-০ ব্যবধানে।

এমিরেটস স্টেডিয়ামে আর্সেনাল এগিয়ে যায় শুরুতেই। ষষ্ঠ মিনিটে স্বাগতিকদের লিড এনে দেন ড্যানি ওয়েলবেক। বোর্নমাউথের ওপর চাপ প্রয়োগ করে দ্বিতীয় গোলও আদায় করে নেয় ২৭ মিনিটে, যখন জাল খুঁজে পান আলেক্সান্দ্রে লাকাজেত্তি। আর বিরতির পর ৫০ মিনিটে ওয়েলবেক নিজের দ্বিতীয় গোল পেলে বোর্নমাউথকে হারিয়ে জয়ের পথে ফেরে আর্সেনাল। এই জয়ে ৪ ম্যাচ শেষে আর্সেন ওয়েঙ্গারের দল ৬ পয়েন্ট নিয়ে থাকল তালিকার নবম স্থানে।

এদিকে কিং পাওয়ার স্টেডিয়ামে স্বাগতিক লিস্টার সিটির বিপক্ষে গোল পেতে ঘাম ঝরাতে হয়েছে চেলসিকে। চরম উত্তেজনাকর ম্যাচের ৪১ মিনিটে চ্যাম্পিয়নদের এগিয়ে নেন রিয়াল মাদ্রিদ থেকে স্ট্যামফোর্ড ব্রিজে নাম লেখানো আলভারো মোরাতা। বিরতি থেকে ঘুরে এসেই আবার ব্যবধান দ্বিগুণ করে ব্লুরা এনগোলো কাঁতে জাল খুঁজে পেলে। ঘুরে দাঁড়াতে মরিয়া লিস্টার ৬২ মিনিটে জেমি ভার্ডির পেনাল্টি গোলে স্বপ্ন দেখতে শুরু করলেও শেষ পর্যন্ত আর পারেনি। ২-১ গোলের হার নিয়ে মাঠ ছাড়তে হয় এক মৌসুম আগের চ্যাম্পিয়নদের।

গোলের পর আলভারো মোরাতার উদযাপন লিস্টারকে হারিয়ে চেলসি পেল টানা তৃতীয় জয়। যাতে ৪ ম্যাচ শেষে ৯ পয়েন্ট নিয়ে তারা রয়েছে তালিকার তৃতীয় স্থানে। আর সমান ম্যাচে লিস্টারের পয়েন্ট ৩। গোল ডটকম

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মোহামেডানকে ফাইনালে তোলা গোল করে আনন্দে ভাসছেন ইমন
মোহামেডানকে ফাইনালে তোলা গোল করে আনন্দে ভাসছেন ইমন
শান্ত-শরিফুলকে নিয়ে ক্লেমনের নতুন ক্যাম্পেইন
শান্ত-শরিফুলকে নিয়ে ক্লেমনের নতুন ক্যাম্পেইন
পোশাক শিল্পের হাত ধরেই দেশ উন্নত হবে: পাটমন্ত্রী
পোশাক শিল্পের হাত ধরেই দেশ উন্নত হবে: পাটমন্ত্রী
ইসরায়েল কি যুদ্ধবিরতির চুক্তিতে রাজি হবে?
ইসরায়েল কি যুদ্ধবিরতির চুক্তিতে রাজি হবে?
সর্বাধিক পঠিত
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
ছাত্রলীগ সহসভাপতি সাদ্দামের বছরে আয় ২২ লাখ, ব্যাংকে ৩২ লাখ, উপহারের স্বর্ণ ৩০ ভরি
হরিরামপুর উপজেলা নির্বাচনছাত্রলীগ সহসভাপতি সাদ্দামের বছরে আয় ২২ লাখ, ব্যাংকে ৩২ লাখ, উপহারের স্বর্ণ ৩০ ভরি
বৃষ্টি ও বন্যার কী পূর্বাভাস পাওয়া গেলো?
বৃষ্টি ও বন্যার কী পূর্বাভাস পাওয়া গেলো?
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা