X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

ফিরছেন চ্যাম্পিয়নস লিগ ‘হিরো’ রোনালদো

স্পোর্টস ডেস্ক
১৩ সেপ্টেম্বর ২০১৭, ২৩:০৭আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৭, ০১:৩০

ফিরছেন চ্যাম্পিয়নস লিগ ‘হিরো’ রোনালদো চ্যাম্পিয়নস লিগ ইতিহাসে যা কেউ করতে পারেনি কোনও দিন, সেটাই গত মৌসুমে করে দেখিয়েছে রিয়াল মাদ্রিদ। ইউরোপিয়ান প্রতিযোগিতাটির নাম চ্যাম্পিয়নস লিগ হওয়ার পর প্রথম দল হিসেবে শিরোপা ধরে রেখেছে মাদ্রিদের ক্লাবটি। টানা তৃতীয় শিরোপা জেতার মিশন শুরু হচ্ছে তাদের আজ (বুধবার দিবাগত রাত)। সাইপ্রাসের ক্লাব অ্যাপোয়েল নিকোশিয়ার বিপক্ষে যে ম্যাচ দিয়ে ফিরছেন দলের সেরা অস্ত্র ক্রিস্তিয়ানো রোনালদো। সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বুধবার দিবাগত রাত ১২-৪৫ মিনিটে।

নতুন মৌসুম শুরুর পর মাঠে নামা হয়নি রোনালদোর। স্প্যানিশ সুপার কাপে লাল কার্ড ও রেফারির সঙ্গে ‘অসৌজন্যমূলক’ আচরণের দায়ে চার ম্যাচ নিষিদ্ধ হন পর্তুগিজ তারকা। লিগের প্রথম তিন ম্যাচে তাই খেলা হয়নি তার। চ্যাম্পিয়নস লিগ যেহেতু অন্য প্রতিযোগিতা, তাই মাঠে ফিরতে কোনও সমস্যা নেই রোনালদোর।

চারবারের ব্যালন ডি’অর জয়ীর অনুস্পস্থিতিটা খুব ভালো করে টের পেয়েছে রিয়াল। লিগে মোটেও সুবিধাজনক জায়গায় নেই বর্তমান চ্যাম্পিয়নরা, ঘরের মাঠেই করেছে টানা দুই ড্র। আজ সেখানেই তারা চ্যাম্পিয়নস লিগ মিশনে নামছে অ্যাপোয়েলের বিপক্ষে। ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে রোনালদোর ফেরাটা তাদের জোগাচ্ছে বাড়তি আত্মবিশ্বাস। কে না জানে পর্তুগিজ যুবরাজের চ্যাম্পিয়নস লিগের রাজত্বের কথা!

ইউরোপিয়ান ক্লাব ফুটবলের সবচেয়ে মর্যাদার টুর্নামেন্টে সর্বোচ্চ গোলদাতার আসনে তিনি বসে আছেন ১০৫ গোল নিয়ে। গত মৌসুমে নকআউট পর্বে বলতে গেলে একাই এগিয়ে নিয়েছেন তিনি রিয়ালকে। কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালে হ্যাটট্রিকের পর ফাইনালে করেছিলেন জোড়া গোল। যাতে রিয়াল ঘরে তোলে তাদের ১২তম ইউরোপিয়ান শিরোপা।

সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়ালের ম্যাচের সময় ইংল্যান্ডের ওয়েম্বলি স্টেডিয়ামে মুখোমুখি হবে টটেনহাম-বরুশিয়া ডর্টমুন্ড। শক্তি-সামর্থ্যের দিক থেকে উত্তেজনাকর এক দ্বৈরথেই অপেক্ষা করছে সেখানে। ইংল্যান্ডের আরেকটি লড়াইয়ের দিকেও থাকবে ফুটবল বিশ্বের নজর। গত কয়েক মৌসুম ধরে নতুন করে জ্বলে ওঠা লিভারপুল ঘরের মাঠে আতিথ্য দেবে সেভিয়াকে। ইংলিশ আরেক ক্লাব ম্যানচেস্টার সিটি আবার খেলতে নামবে ফেইনুর্দের মাঠে।

ফরাসি চ্যাম্পিয়ন মোনাকো আতিথ্য নেবে রেড বুল লেইপজিগের মাঠে। আর নাপোলি খেলতে নামবে শাখতার দনেৎস্কের মাঠে। গোল ডটকম

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সিএনজির রেজিস্ট্রেশন কার্যক্রম চালু করতে বিআরটিএ অফিস ঘেরাও
সিএনজির রেজিস্ট্রেশন কার্যক্রম চালু করতে বিআরটিএ অফিস ঘেরাও
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
বৃষ্টি ও বন্যায় কেনিয়ায় নিহত অন্তত ৪৫
বৃষ্টি ও বন্যায় কেনিয়ায় নিহত অন্তত ৪৫
‘তাই বলে ১৯ গোল খাবো!’
‘তাই বলে ১৯ গোল খাবো!’
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড