X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

গার্দিওলার কাছে আগুয়েরো ‘অন্যতম সেরা স্ট্রাইকার’

স্পোর্টস ডেস্ক
২৫ সেপ্টেম্বর ২০১৭, ২৩:০৩আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৭, ২৩:০৩

আগুয়েরোর সঙ্গে গার্দিওলা সের্হিয়ো আগুয়েরোর ম্যানচেস্টার সিটি ছাড়ার গুঞ্জন শোনা গিয়েছিল গত মৌসুমে। পেপ গার্দিওলার পরিকল্পনার আর্জেন্টাইন ফরোয়ার্ডের না থাকার খবরও ছেপেছিল ব্রিটিশ সংবাদমাধ্যমগুলো। কিন্তু মৌসুম ঘুরতেই বদলে গেল সব। আগুয়েরো এখন গার্দিওলার ম্যানসিটির ‘অক্সিজেন’। চলতি মৌসুমে ইংলিশ ক্লাবটির সর্বোচ্চ গোলদাতার জন্য অপেক্ষা করছে বড় এক মুহূর্ত। আর মাত্র দুই গোল করলেই সিটিজেনদের হয়ে সর্বোচ্চ গোলদাতার আসনে বসবেন আর্জেন্টাইন তারকা। শিগিগিরই সেই মুহূর্তের দেখা মিলবে বলে বিশ্বাস সিটি কোচ গার্দিওলার, যার কাছে আগুয়েরো ‘বিশ্বের অন্যতম সেরা স্ট্রাইকার’।

মঙ্গলবার রাতে চ্যাম্পিয়নস লিগে শাখতার দনেৎস্কের বিপক্ষে মাঠে নামবে ম্যানসিটি। ওই ম্যাচে একবার লক্ষ্যভেদ করলেই ক্লাবের সর্বোচ্চ গোলদাতাকে ছুঁয়ে ফেলবেন আগুয়েরো। এখন পর্যন্ত ম্যানসিটির সর্বোচ্চ গোলদাতা এরিক ব্রুক, যিনি সব ধরনের প্রতিযোগিতা মিলে গোল করেছিলেন ১৭৬টি। ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে প্রিমিয়ার লিগের সবশেষ ম্যাচে আগুয়েরো জাল খুঁজে পেলে তাকে ধরতে আর এক গোল চাই আর্জেন্টাইন ফরোয়ার্ডের। সেটা শাখতারের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচেই হয়ে যাবে বলে বিশ্বাস গার্দিওলার, ‘আশা করছি শিগগিরই সে (আগুয়েরো) রেকর্ডটা অর্জন করতে পারবে। তাতে অন্তত এই প্রসঙ্গ নিয়ে কথা বলা বন্ধ হবে। আমি নিশ্চিত পরের ম্যাচেই হয়ে যাবে সেটা (রেকর্ডটা)।’

আগুয়েরোর প্রতি বিশ্বাসটা এই মৌসুমে গার্দিওলার একটু বেশিই। তা হওয়ারই কথা। মৌসুমের শুরু থেকে ছন্দে আছেন সাবেক অ্যাতলেতিকো মাদ্রিদ তারকা। চলতি মৌসুমে এখন পর্যন্ত আগুয়েরোর গোল সংখ্যা ৭। প্যালেসের বিপক্ষে সংখ্যাটা আরও বাড়তে পারতো বলে ধারণা গার্দিওলার, ‘শেষ ম্যাচে ও একটা গোল করেছিল, যদিও আর দুটো বা তিনটি ভালো সুযোগ তৈরি করেছিল। এটাই (সুযোগ) আসলে একটা স্ট্রাইকারের জন্য সবচেয়ে জরুরি।’ চলতি মৌসুমের আগুয়েরো তাই সাবেক বার্সেলোনা কোচের কাছে, ‘কোনও সন্দেহ নেই আগুয়েরো বিশ্বের অন্যতম সেরা স্ট্রাইকার।’ মার্কা

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অবশেষে মোংলায় ঝরলো কাঙ্ক্ষিত বৃষ্টি
অবশেষে মোংলায় ঝরলো কাঙ্ক্ষিত বৃষ্টি
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
টি-টোয়েন্টি বিশ্বকাপের আম্পায়ার তালিকায় সৈকত
টি-টোয়েন্টি বিশ্বকাপের আম্পায়ার তালিকায় সৈকত
গাজায় পানিশূন্যতায় ভুগছেন দেড় লক্ষাধিক অন্তঃসত্ত্বা নারী
গাজায় পানিশূন্যতায় ভুগছেন দেড় লক্ষাধিক অন্তঃসত্ত্বা নারী
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ