X
বুধবার, ০৮ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

অ্যাওয়ার্ড নয়, ট্রফি চান ডি ব্রুইন

স্পোর্টস ডেস্ক
২০ অক্টোবর ২০১৭, ১৯:১৬আপডেট : ২০ অক্টোবর ২০১৭, ১৯:২৩

কেভিন ডি ব্রুইন ২০১৭-১৮ মৌসুম শুরু হয়েছে সবে, এখনই আসলে ইংলিশ লিগের বর্ষসেরা খেলোয়াড় নিয়ে আলোচনা করাটা বাড়াবাড়ি। তবে মৌসুমের যতটা পথ পেরিয়েছে, সেটার পারফরম্যান্স বিচার করলে বর্ষসেরা খেলোয়াড় হওয়ার দৌড়ে এগিয়ে কেভিন ডি ব্রুইন। ম্যানচেস্টার সিটির জার্সিতে এই বেলজিয়ান মিডফিল্ডার আছেন ফর্মের তু্ঙ্গে। যদিও ব্যক্তিগত অর্জনের চেয়ে তার নজরে দলীয় সাফল্য। দল শিরোপা না জিতলে ব্যক্তিগত সব অর্জনই তার কাছে ‘মূল্যহীন’।

পেপ গার্দিওলার অধীনে চলতি মৌসুমে ম্যানসিটি কাটাচ্ছে চমৎকার সময়। মঙ্গলবার রাতে নাপোলিকে ২-১ গোলে হারিয়ে ইংলিশ ক্লাবটি চ্যাম্পিয়নস লিগে পেয়েছে টানা তৃতীয় জয়। ঘরের মাঠের এই জয়েও গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন ডি ব্রুইন। উলফসবুর্গ থেকে ইতিহাদে যোগ দেওয়ার পর থেকে আলো ছড়িয়ে যাওয়া এই মিডফিল্ডার তাকিয়ে আছেন দলীয় সাফল্যের দিকে। ব্যক্তিগত অর্জনের খাতায় ২০১৪-১৫ মৌসুমে বুন্দেসলিগার বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার হাতে তুলেছিলেন তিনি। তবে সেটা তার কাছে ‘অর্থহীন’ ছিল, কারণ তখন উলফসবুর্গের নামের পাশে কোনও শিরোপা ছিল না বলে।

ম্যানসিটির হয়েও যদি ব্যক্তিগত কোনও পুরস্কার জেতেন, আর দল শিরোপাহীন থাকে, তাহলে তখনও কোনও উদযাপন থাকবে না ডি ব্রুইনের। উলফসবুর্গের জার্সিতে জেতা ব্যক্তিগত পুরস্কারের বিষয়টি সামনে এনে তিনি বলেছেন, ‘জার্মানিতে জেতা (বুন্দেসলিগার বর্ষসেরা খেলোয়াড়) পুরস্কারটা ছিল অনেক সম্মানের। তবে আমি খুশি ছিলাম না। কারণ পুরস্কারটা যখন জিতেছিলাম, তখনও আমরা জার্মান কাপের শিরোপা জিতিনি, আর লিগ টেবিলে ছিলাম দ্বিতীয় স্থানে।’

দলের শিরোপা জেতার পর ব্যক্তিগত পুরস্কার হাতে তোলার আনন্দটা ডি ব্রুইনের কাছে অনেক বেশি, ‘যদি (দলীয় শিরোপা জেতার পর) পুরস্কারটা জিততাম, তাহলে সেটা হতো অনেক বড় অর্জন।’ গোল ডটকম

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগপিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
আসছে ব্যয় কমানোর বাজেট
আসছে ব্যয় কমানোর বাজেট