X
বুধবার, ০৮ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

হাডার্সফিল্ডে ম্যানইউর হার, জিতেছে ম্যানসিটি

স্পোর্টস ডেস্ক
২১ অক্টোবর ২০১৭, ২৩:০০আপডেট : ২১ অক্টোবর ২০১৭, ২৩:০০

ইংলিশ প্রিমিয়ার লিগের এই মৌসুমে প্রথম ৮ ম্যাচ শেষে অন্য দলগুলোর সঙ্গে দুই ম্যানচেস্টারের পার্থক্য ছিল- তারা অজেয়। শনিবার সেই ধারায় ছেদ পড়লো। ‘অজেয়’ তকমা মুছে গেলো ম্যানচেস্টার ইউনাইটেডের পাশ থেকে। নবাগত হাডার্সফিল্ড টাউনের মাঠে গিয়ে হেরে ফিরলো হোসে মরিনহোর শিষ্যরা। ওদিকে তাদের নগরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটি সব ধরনের প্রতিযোগিতায় টানা ১১তম জয়ের ক্লাব রেকর্ড স্পর্শ করেছে এদিন। লিগে টানা দুই হারের পর জয়ের মুখ দেখেছে চেলসি।

মুইয়ের গোলে হারলো ম্যানইউ হাডার্সফিল্ডে হার ম্যানইউর

জন স্মিথ স্টেডিয়ামে মোটেও ভালো অভিজ্ঞতা হলো না ম্যানইউর। লিগ মৌসুমে তারা প্রথম হারের শিকার হলো ২-১ গোলে। ভিক্টর লিনডেলোফ হলেন দলের খলনায়ক। ২৩ মিনিটে ইনজুরিতে ফিল জোন্সকে উঠিয়ে বেনফিকার সাবেক ডিফেন্ডারকে নামানোর পরই আচমকা ৫ মিনিটের ব্যবধানে গোল হজম করে ম্যানইউ।

২৮ মিনিটে অ্যারন মুই গোলমুখ খোলেন। লিনডেলোফের শোচনীয় ভুলে ৩৩ মিনিটে দ্বিতীয় গোল করেন লরেন্ত দেপোত্রে। খেলা শেষ হওয়ার ১২ মিনিট আগে মার্কুস রাশফোর্ড একটি গোল শোধ দিলেও ম্যানইউ আর সমতা ফেরাতে পারেনি।

এই হারে শীর্ষস্থান থেকে ম্যানইউর দূরত্ব বেড়ে গেলো ৫ পয়েন্টে। ৯ ম্যাচে ২০ পয়েন্ট তাদের।

জিম্বাবুয়ের পক্ষে বল হাতে নেতৃত্ব দিয়েছেন ক্রেমার আগুয়েরোর রেকর্ড গোলে ম্যানসিটির জয়

সের্হিয়ো আগুয়েরো ম্যানসিটির গোলের রেকর্ড স্পর্শ করলেন শনিবার। বার্নলির বিপক্ষে ইতিহাদ স্টেডিয়ামে ৩-০ গোলে রেকর্ড জয় স্পর্শ করলো সিটিজেনরা। ৩০ মিনিটে বিতর্কিত সিদ্ধান্তে পেনাল্টি পেয়ে ম্যানসিটির জার্সিতে ১৭৭তম গোল করেন আগুয়েরো। আর্জেন্টাইন ফরোয়ার্ডের গোলে প্রথমার্ধ ১-০ তে শেষ করে স্বাগতিকরা।

১৯২৭ থেকে ১৯৩৯ সাল পর্যন্ত ১৭৭ গোল করে রেকর্ড বইয়ে একা ছিলেন এরিক বুক। এবার তার পাশে বসলেন আগুয়েরো।

দ্বিতীয়ার্ধে দুই মিনিটের ব্যবধানে আরও দুই গোল পায় ম্যানসিটি। ৭৩ মিনিটে নিকোলাস ওতামেন্দি ব্যবধান দ্বিগুণ করেন। লেরয় শেন ৭৫ মিনিটে বার্নলির কফিনে শেষ পেরেক ঠুকে দেন।

এ জয়ে ৯ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষে শক্ত অবস্থান নিলো ম্যানসিটি।

শেষদিকের গোলে জিতেছে চেলসি

ম্যানচেস্টার সিটি ও ক্রিস্টাল প্যালেসের কাছে হারের পর ঘুরে দাঁড়ালো চেলসি। পিছিয়ে পড়েও ওয়াটফোডের বিপক্ষে ৪-২ গোলে জিতেছে তারা।

১২ মিনিটে পেদ্রোর গোলে এগিয়ে যায় চেলসি। প্রথমার্ধের ইনজুরি সময়ে আবদুলায়ে দোকোরে সমতায় ফেরান ওয়াটফোর্ডকে। বিরতির পর এগিয়ে যায় তারা। ৪৯ মিনিটে রবার্তো পেরেইরা ওয়ার্টফোর্ডের দ্বিতীয় গোল করেন। ৭১ মিনিটে মিচি বাতশুয়েই চেলসিকে সমতায় ফেরান। সব শঙ্কা কাটিয়ে ৮৭ মিনিটে ব্লুদের এগিয়ে দেন সিজার আজপিলিকুয়েতা। ইনজুরি সময়ের পঞ্চম মিনিটে চতুর্থ গোল করেন বাতশুয়েই।

এই জয়ে ৯ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে চার নম্বরে উঠলো চেলসি।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগপিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
আসছে ব্যয় কমানোর বাজেট
আসছে ব্যয় কমানোর বাজেট
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?