X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

বিশ্বকাপের টিকিট পেলো সেনেগাল

স্পোর্টস ডেস্ক
১১ নভেম্বর ২০১৭, ১৮:৪০আপডেট : ১১ নভেম্বর ২০১৭, ১৮:৪৪

বিশ্বকাপে দ্বিতীয়বার সুযোগ পাওয়ার উল্লাসে ভাসছে সেনেগাল বিশ্বকাপে ফিরে এলো ২০০২ সালের বিস্ময় জাগানো দল সেনেগাল। বিশ্ব মঞ্চে দ্বিতীয়বার খেলার সুযোগ পেলো তারা শুক্রবার। দক্ষিণ আফ্রিকাকে ২-০ গোলে হারিয়ে রাশিয়া বিশ্বকাপের টিকিট কাটলো আফ্রিকার দেশটি। নাইজেরিয়া ও মিশরের পর আফ্রিকার তৃতীয় দল হিসেবে ফুটবল বিশ্বের সবচেয়ে বড় মঞ্চে খেলা নিশ্চিত করলো সেনেগাল।

১৫ বছর আগে কোরিয়া-জাপান বিশ্বকাপে চমকে দিয়েছিল সেনেগাল। প্রথমবার বিশ্ব মঞ্চে নেমে ১৯৯৮ সালের চ্যাম্পিয়ন ফ্রান্সকে হারায় তারা। এরপর ডেনমার্ক ও উরুগুয়ের সঙ্গে ড্র করে গ্রুপের দ্বিতীয় দল হয়ে উঠেছিল নকআউটে। সেখানেও দুর্দান্ত সেনেগাল। সুইডেনকে অতিরিক্ত সময়ের গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছিল তারা। কিন্তু তুরস্কের বিপক্ষে অতিরিক্ত গোলে থামে তাদের রূপকথার অধ্যায়। এরপর তিনটি বিশ্বকাপ চলে গেছে, জায়গা হয়নি সেনেগালের। অবশেষে পূরণ হলো তাদের কাঙ্ক্ষিত স্বপ্ন।

শুক্রবার রিপ্লে ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেনেগালের জয়ে প্রথম গোল করেন শাখো ১২ মিনিটে। এমখিজের ৩৮ মিনিটের আত্মঘাতী গোল সুনিশ্চিত করে তাদের জয়। গত বছরের নভেম্বরে নির্ধারিত সূচিতে ম্যাচটি ২-১ গোলে জিতেছিল দক্ষিণ আফ্রিকা। কিন্তু ঘানার রেফারি জোসেফ ল্যাম্পটের বিরুদ্ধে ম্যাচের ফল সাজানোর অভিযোগ প্রমাণিত হওয়ায় ফিফা বাতিল করে ওই ম্যাচ।

‘ডি’ গ্রুপে ৫ পয়েন্টের ব্যবধানে শীর্ষে থেকে তারা হটিয়ে দিলো দক্ষিণ আফ্রিকা, বুরকিনা ফাসো ও কেপ ভার্দেকে। ৫ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে সেনেগাল শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে স্বাগত জানাবে, যে লড়াই কেবলই আনুষ্ঠানিকতা রক্ষার। ইএসপিএনএফসি

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিটিআরসিকে অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের অনুরোধ করবেন আরাফাত
বিটিআরসিকে অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের অনুরোধ করবেন আরাফাত
রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে শিলাইদহ কুঠিবাড়িতে নানা আয়োজন
রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে শিলাইদহ কুঠিবাড়িতে নানা আয়োজন
তুরস্ক নৌবাহিনীর যুদ্ধজাহাজ শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে
তুরস্ক নৌবাহিনীর যুদ্ধজাহাজ শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে
কৃষকদের হয়রানি করলে কঠোর ব্যবস্থা, খাদ্যমন্ত্রীর হুঁশিয়ারি
কৃষকদের হয়রানি করলে কঠোর ব্যবস্থা, খাদ্যমন্ত্রীর হুঁশিয়ারি
সর্বাধিক পঠিত
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
ছাত্রলীগ সহসভাপতি সাদ্দামের বছরে আয় ২২ লাখ, ব্যাংকে ৩২ লাখ, উপহারের স্বর্ণ ৩০ ভরি
হরিরামপুর উপজেলা নির্বাচনছাত্রলীগ সহসভাপতি সাদ্দামের বছরে আয় ২২ লাখ, ব্যাংকে ৩২ লাখ, উপহারের স্বর্ণ ৩০ ভরি
বৃষ্টি ও বন্যার কী পূর্বাভাস পাওয়া গেলো?
বৃষ্টি ও বন্যার কী পূর্বাভাস পাওয়া গেলো?
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল