X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

৭টি ব্যালন ডি’অর ও ৭ সন্তান চান রোনালদো!

স্পোর্টস ডেস্ক
১৭ নভেম্বর ২০১৭, ১১:২৫আপডেট : ১৭ নভেম্বর ২০১৭, ১১:২৫

রোনালদোর সঙ্গে তিন সন্তান ক্রিস্তিয়ানো জুনিয়র, মাতেও ও ইভা ৩২ বছর বয়সী ক্রিস্তিয়ানো রোনালদোর এই অর্জনের পাল্লা সমান সমান। নতুন লক্ষ্য পূরণে আরও তিনটি ব্যালন ডি’অর জিততে হবে ও দিতে হবে তিনটি সন্তানের জন্ম। সেই আশার কথাই তিনি শোনালেন এল’একুইপকে।

মাঠে দুর্দান্ত পারফরম্যান্স করে রোনালদো ২০০৮, ২০১৩, ২০১৪ ও ২০১৬ সালে জিতেছিলেন ফুটবলের অন্যতম সম্মানজনক পুরস্কার ব্যালন ডি’অর। প্রথম ব্যালন ডি’অর জেতার দুই বছর পর প্রথমবার বাবা হন তিনি। ছেলে ক্রিস্তিয়ানো জুনিয়রের বয়স এখন ৭ বছর। আর এই বছরই তিন সন্তান এসেছে তার ঘর আলো করে। গর্ভ ভাড়া করে যমজ ছেলে-মেয়ে মাতেও ও ইভার বাবা হয়েছেন। গেল সপ্তাহে বান্ধবী হোর্হিনা রদ্রিগেজের গর্ভে দ্বিতীয় মেয়ে আলানা মার্তিনার জন্ম।

চার সন্তানকে নিয়ে বেশ ভালো সময় কাটছে রোনালদোর। গেল অক্টোবরে টানা দ্বিতীয়বার ‘ফিফা দ্য বেস্ট’ জিতে পঞ্চম ব্যালন ডি’অর হাতে নেওয়ার পথে বেশ এগিয়ে তিনি। যদিও নতুন মৌসুমে মাঠে নেমে ভালো কিছু করতে পারেননি রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড। তাতে ‘দুশ্চিন্তা’ ভর করছে না তার মাথায়।

সব মিলিয়ে বাবা হওয়ার আনন্দ জীবনকে অন্যভাবে ভাবতে শিখিয়েছে তাকে। ফর্ম হারানোর ভয় আর করেন না তিনি, ‘আমি এটা নিয়ে আর দুশ্চিন্তা করি না। এখন আমার বয়স ৩২; ৩৩ এর কাছাকাছি। আমার পৃথিবী শুধু ফুটবল নয়। আরও অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার আছে।’

রোনালদো বলেছেন, ‘ব্যালন ডি’অরের জন্য এখনও প্যানেলে ভোটিং চলছে। আমি আত্মবিশ্বাসী। আমি জেতার ব্যাপারে আশাবাদী, চিন্তিত নই। যদি জানতে চান, আমি এটা জিততে চাই কিনা। আমি বলব, অবশ্যই। আমি জানি, পঞ্চম ব্যালন ডি’অর আমার ভবিষ্যৎ প্রজন্মের জন্য কতটা অর্থবহ হবে।’ শুধু পাঁচেই থামতে চান না। তিনি দেখছেন ৭টি ব্যালন ডি’অরের মালিক হওয়ার স্বপ্ন, হতে চান ৭ সন্তানের বাবাও, ‘আমি ৭ সন্তান চাই এবং একই সংখ্যক ব্যালন ডি’অর। আমি যতদিন খেলব, সবকিছু জেতার আকাঙ্ক্ষা থাকবে আমার।’ গোল ডটকম, ইএসপিএনএফসি

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাফাহ শহরের একাংশ থেকে ফিলিস্তিনিদের সরে যেতে বললো ইসরায়েল
সম্ভাব্য সামরিক অভিযানের প্রস্তুতি?রাফাহ শহরের একাংশ থেকে ফিলিস্তিনিদের সরে যেতে বললো ইসরায়েল
কিশোরকে তুলে নিয়ে চাঁদা দাবির অভিযোগে ৪ পুলিশ সদস্য প্রত্যাহার
কিশোরকে তুলে নিয়ে চাঁদা দাবির অভিযোগে ৪ পুলিশ সদস্য প্রত্যাহার
সুন্দরবনের আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসায় প্রধানমন্ত্রীর সন্তোষ
সুন্দরবনের আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসায় প্রধানমন্ত্রীর সন্তোষ
লন্ডনের স্টেডিয়ামে গাইবেন জেমস
লন্ডনের স্টেডিয়ামে গাইবেন জেমস
সর্বাধিক পঠিত
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
আমার কাছে ৪৫টি বাচ্চা আছে, ডিবিকে বলেন নিয়ে যেতে: আদালতে মিল্টন সমাদ্দার
আমার কাছে ৪৫টি বাচ্চা আছে, ডিবিকে বলেন নিয়ে যেতে: আদালতে মিল্টন সমাদ্দার
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?