X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

চ্যাম্পিয়নস লিগে শততম জয়ের খোঁজে রিয়াল

স্পোর্টস ডেস্ক
২১ নভেম্বর ২০১৭, ২১:১০আপডেট : ২১ নভেম্বর ২০১৭, ২১:১০

জ্বলে উঠতে হবে তাকেই হঠাৎই ছন্দপতন রিয়াল মাদ্রিদের। লা লিগায় ১০ পয়েন্টে পিছিয়ে তারা চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা থেকে। চ্যাম্পিয়নস লিগেও ভালো জায়গায় নেই বর্তমান চ্যাম্পিয়নরা। ‘এইচ’ গ্রুপে দ্বিতীয় স্থানে রয়েছে টটেনহামের চেয়ে ৩ পয়েন্টে পিছিয়ে থেকে।

ইংলিশ এই ক্লাবটির বিপক্ষে চ্যাম্পিয়নস লিগে শততম জয়ের খোঁজে নেমেছিল তার দুইবার। চেষ্টা তাদের সফল হয়নি। সান্তিয়াগো বার্নাব্যুতে প্রথমে ড্রয়ের পর ওয়েম্বলি থেকে ফিরতে হয় রিয়ালকে হার নিয়ে। বাংলাদেশ সময় মঙ্গলবার দিবাগত রাত ১-৪৫ মিনিটে তৃতীয়বার নামছে শততম জয়ের খোঁজে। এবার তাদের মিশন সাইপ্রাসের ক্লাব অ্যাপোয়েলের মাঠ।

প্রথম দল হিসেবে চ্যাম্পিয়নস লিগে শততম ম্যাচ জেতার সামনে রিয়াল। বরুশিয়া ডর্টমুন্ডকে হারিয়ে ‘লস ব্লাঙ্কোস’ পায় ৯৯তম জয়। এরপর তারা জয়ের ‘সেঞ্চুরি’ পূরণের জন্য দুইবার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছে টটেনহামের বিপক্ষে। এবার মিশন তাদের অ্যাপোয়েল। অঘটন না ঘটলে সাইপ্রাসের ক্লাবটির মাঠ থেকে জিতে ফেরার কথা রিয়ালের। চ্যাম্পিয়নস লিগে জয়ের সংখ্যা রিয়ালের কাছেই আছে বার্সেলোনা (৯৮)। অলিম্পিয়াকোসের মাঠ থেকে আগের ম্যাচে জিতে ফিরতে পারলে চিরপ্রতিদ্বন্দ্বীদের ধরে ফেলতে পারতো কাতালানরা।

গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলোতে যেতে চাইলে অ্যাপোয়েলের বিপক্ষে জিততেই হবে রিয়ালকে। কেননা শীর্ষে থাকা টটেনহামের সঙ্গে তাদের পার্থক্য ৩ পয়েন্টের। ইংলিশ ক্লাবটিকে অবশ্য দিতে হবে কঠিন পরীক্ষা। উড়তে থাকা স্পারদের খেলতে হবে বরুশিয়া ডর্টমুন্ডের মাঠে গিয়ে।

ইংলিশ আরেক ক্লাব ম্যানচেস্টার সিটিও মাঠে নামছে মঙ্গলবার দিবাগত রাতে। ঘরের মাঠে তাদের প্রতিপক্ষ ফেইনুর্দ। লিভারপুল আবার আতিথ্য নেবে সেভিয়ার মাঠে। চেলসিও খেলবে প্রতিপক্ষ কারাবাগের মাঠে। সিরি ‘এ’তে শীর্ষে থাকা নাপোলি ঘরের মাঠে আতিথ্য দেবে শাখতার দনেৎস্ককে। মার্কা, গোল ডটকম

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হজ এজেন্সিগুলোর কথার সঙ্গে কাজের কোনও মিল নেই: ধর্মমন্ত্রী
হজ এজেন্সিগুলোর কথার সঙ্গে কাজের কোনও মিল নেই: ধর্মমন্ত্রী
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
টিভিতে আজকের খেলা (২ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২ মে, ২০২৪)
ঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!