X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

‘মেসি আমাদের দলে থাকলে...’

স্পোর্টস ডেস্ক
০৫ মার্চ ২০১৮, ১৮:৩৭আপডেট : ০৫ মার্চ ২০১৮, ১৮:৩৭

ম্যাচ শেষে লুই সুয়ারেসের সঙ্গে হাত মেলাচ্ছেন অ্যাতলেতিকো মাদ্রিদ কোচ ডিয়েগো সিমিওনে চোখ ধাঁধানো ফ্রি কিকে লিওনেল মেসি আরেকবার জয় করে নিয়েছেন ফুটবলপ্রেমীদের মন। সবার নয় কিন্তু! অ্যাতলেতিকো মাদ্রিদ সমর্থকদের কাছে হয়েছেন চোখের কাঁটা। তার ওই ফ্রি কিক গোলেই তো ১-০ ব্যবধানে জয় পেয়েছে বার্সেলোনা।

খালি চোখে মেসিই গড়ে দিয়েছেন বার্সেলোনা ও অ্যাতলেতিকোর পার্থক্য। আর সেটা ডিয়েগো সিমিওনের চেয়ে কে-ই বা ভালো বুঝছেন। মাদ্রিদের ক্লাবটির কোচের মতে, মেসি অ্যাতলেতিকোর জার্সি পড়লে ম্যাচটি তারাই জিততেন একই ব্যবধানে।

প্রথমার্ধে বক্সের অনেকটা বাইরে থেকে দুর্দান্ত ফ্রি কিকে লক্ষ্যভেদ করেন মেসি। অ্যাতলেতিকোর মানব দেয়ালের উপর থেকে ভাসতে ভাসতে বল জড়িয়ে যায় জালে। সফরকারীদের গোলরক্ষক ইয়ান ওবলাকের হাতে ছোঁয়া লাগলেও শটে এতটা গতি ছিল যে শেষ রক্ষা হয়নি। শেষ পর্যন্ত ওই গোলটাই বার্সেলোনাকে এনে দেয় গুরুত্বপূর্ণ ৩ পয়েন্ট। হারের হতাশা নিয়ে মাঠ ছেড়ে সিমিওনের আক্ষেপ, ‘যদি মেসি আমাদের সঙ্গে থাকতো ও অ্যাতলেতিকোর জার্সি গায়ে জড়াতো, তাহলে আমরাই ম্যাচটি ১-০ গোলে জিততাম। মেসি বিস্ময়কর খেলোয়াড়, ও ব্যবধান গড়ে দিয়েছে। কোনও সন্দেহ নেই আমরা আমাদের লক্ষ্যের খুব কাছাকাছি ছিলাম।’

বার্সেলোনার বিপক্ষে ম্যাচটি জিতলে অ্যাতলেতিকোর শিরোপা জয়ের আশা উজ্জ্বল হতো। ব্যবধান থাকতো তখন মাত্র ২ পয়েন্টের। প্রতিপক্ষের মাঠ থেকে ড্র করে গেলেও ব্যবধান থাকতো আগের মতোই ৫ পয়েন্টের। তখনও তারা থাকতো শিরোপা জয়ের দৌড়ে। তবে এই হারটা সেই পথে বড় এক ধাক্কা।

সিমিওনেও মেনে নিচ্ছেন এই বাস্তবতা, ‘গত ১৪ বছর ধরে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ যেভাবে প্রভাব বিস্তার করছে, সেই পরিসংখ্যানের সঙ্গে আমাদের দূরত্ব কমাতে আমরা কী না করেছি। অসম্ভব এই ব্যাপারটি আমরা করেছিও (২০১৩-১৪ মৌসুমের শিরোপা জিতে), আর এটার পুনরাবৃত্তি করাটা কঠিন।’ মার্কা

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২৯ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৯ এপ্রিল, ২০২৪)
টিপু-প্রীতি হত্যা মামলার অভিযোগ গঠন বিষয়ে আদেশ আজ
টিপু-প্রীতি হত্যা মামলার অভিযোগ গঠন বিষয়ে আদেশ আজ
যশোরে তীব্র গরমে মরে যাচ্ছে মাছের পোনা, ক্ষতি ‌‘২০ কোটি টাকা’
যশোরে তীব্র গরমে মরে যাচ্ছে মাছের পোনা, ক্ষতি ‌‘২০ কোটি টাকা’
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ