X
রবিবার, ১৯ মে ২০২৪
৫ জ্যৈষ্ঠ ১৪৩১

ভিসা না পাওয়ায় অনিশ্চিত সাবিনা-কৃষ্ণার ভারত যাওয়া

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ মার্চ ২০১৮, ২২:১১আপডেট : ২৩ মার্চ ২০১৮, ০৩:৩৬

ভারতের লিগে খেলার সুযোগ পাওয়া সাবিনা খাতুন ও কৃষ্ণা রাণী প্রথমবারের মতো ভারতে খেলার সুযোগ এসেছে দেশের দুই মহিলা ফরোয়ার্ড জাতীয় দলের অধিনায়ক সাবিনা খাতুন ও অনূর্ধ্ব-১৭ দলের অধিনায়ক কৃষ্ণা রাণী সরকারের। কিন্তু এখনও পর্যন্ত ভারতের ভিসা না পাওয়ায় তাদের অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছে। তবে বাফুফে আশাবাদী, দুই ফুটবলারের ভিসা হয়ে যাবে ও খেলতে পারবেন ভারতীয় মহিলা ফুটবল লিগে।

ভারতীয় মহিলা ফুটবল লিগের আসর শুরু ২৫ মার্চ থেকে। সাবিনা-কৃষ্ণা খেলবেন তামিল নাড়ুর দল সেথু এফসির হয়ে। সেথু এফসির প্রথম ম্যাচ ২৬ মার্চ, প্রতিপক্ষ কৃপ্সা এফসি। ফাইনাল হবে ১৫ এপ্রিল। এই লিগে খেলার জন্য আগেভাগেই দুই ফুটবলারের জন্য ভিসার আবেদন করা হয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে একটি চিঠির জন্য ভিসা প্রক্রিয়া থেমে গেছে!

ভারতের কোনও আসরে খেলতে হলে ওই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ‘ক্লিয়ারেন্স’ দরকার। কিন্তু সেই চিঠি ঢাকাস্থ ভারতীয় দূতাবাসে আসেনি। যে কারণে ভিসা প্রক্রিয়া থমকে গেছে। বৃহস্পতিবার বাফুফে মহিলা কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ বাংলা ট্রিবিউনকে তেমনই তথ্য দিয়েছেন, ‘এখনও পর্যন্ত ওদের ভিসা হয়নি। ভিসার জন্য ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ক্লিয়ারেন্স দরকার। ভারতীয় ফুটবল ফেডারেশনকে আগেই তা জানানো হয়েছিল। তারা বলেছিল, এটা লোকাল টুর্নামেন্ট, তাই ক্লিয়ারেন্সের প্রয়োজন পড়বে না। ওদের ফেডারেশন থেকে শুধু সাধারণ অনুমতিপত্র দিয়ে রেখেছিল। কিন্তু ঢাকাস্থ দূতাবাস সেটা গ্রহণ করছে না।’

অনিশ্চয়তা থাকলেও এই কর্মকর্তা হতোদ্যম হচ্ছেন না, বলেছেন, ‘আমরা বৃহস্পতিবার আবার চিঠি পাঠিয়েছি ভারতীয় ফুটবল ফেডারেশন ও ওই ক্লাবকে। জানিয়েছি, পররাষ্ট্র মন্ত্রণালয়ের ক্লিয়ারেন্স ছাড়া ভিসা হবে না। রবিবার কিংবা সোমবার ভিসা পেলে ওদের ভারতে যাওয়ার সুযোগ থাকবে। আর আমাদের পাসপোর্ট তো ওরা ফেরত দেয়নি। সুতরাং ভারতে খেলার পথ বন্ধ হয়নি।’

জাতীয় মহিলা দলের কোচ গোলাম রব্বানী ছোটনও আশাবাদী, ‘বৃহস্পতিবার পর্যন্ত ওদের ভিসা হয়নি। এখন শেষ মুহূর্তে কী হবে, বলতে পারছি না। ভারতের মহিলা লিগে আগে যেতে পারলে ওদের সুবিধা হতো। এখন শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে হবে। যেহেতু পাসপোর্ট ফেরত দেয়নি, বাফুফে চেষ্টা করে যাচ্ছে। সেক্ষেত্রে সাবিনা-কৃষ্ণাদের ভারতে খেলা হতেও পারে।’

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘জার্মানির তৃতীয় বিভাগের ক্লাবের সঙ্গেও বাংলাদেশকে মেলানো যায় না’
‘জার্মানির তৃতীয় বিভাগের ক্লাবের সঙ্গেও বাংলাদেশকে মেলানো যায় না’
তোরণ ও ব্যানার টানিয়ে জরিমানা গুনলেন তিন প্রার্থী
তোরণ ও ব্যানার টানিয়ে জরিমানা গুনলেন তিন প্রার্থী
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
টিভিতে আজকের খেলা (১৯ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (১৯ মে, ২০২৪)
সর্বাধিক পঠিত
মামুনুল হক ডিবিতে
মামুনুল হক ডিবিতে
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
নীরবে মামুনুল হক,  শাপলা চত্বরের ঘটনা বিশ্লেষণের সিদ্ধান্ত
নীরবে মামুনুল হক, শাপলা চত্বরের ঘটনা বিশ্লেষণের সিদ্ধান্ত
মোবাইল আনতে ডিবি কার্যালয়ে মামুনুল হক
মোবাইল আনতে ডিবি কার্যালয়ে মামুনুল হক