X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

এখনই নেইমারকে নিয়ে কথা বলতে চান না রিয়াল কোচ

স্পোর্টস ডেস্ক
১৯ মে ২০১৮, ১১:১৪আপডেট : ১৯ মে ২০১৮, ১১:৩১

এখনই নেইমারকে নিয়ে কথা বলতে চান না রিয়াল কোচ মৌসুমের শেষ দিকে নেইমারের রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার গুঞ্জনটা আরও বেশি করে শোনা যাচ্ছে। কোচ জিনেদিন জিদানের দিকেও তাই বেশি করে প্রশ্ন আসছে ব্রাজিলিয়ান তারকার ব্যাপারে। তবে আপাতত নেইমার সম্পর্কে কোনও মন্তব্য করতে রাজি নন ফরাসি কিংবদন্তি।

প্যারিস সেন্ত জার্মেইয়ে যাওয়ার এক বছরও হয়নি এখনও, তবু ইউরোপিয়ান মিডিয়ায় জোর গুঞ্জন সামনের মৌসুমেই প্যারিস ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দিচ্ছেন নেইমার। বার্সেলোনা থেকে নিয়ে যেতে পিএসজিকে গুনতে হয়েছে ২২২ মিলিয়ন ইউরো, ব্রাজিলিয়ান তারকাকে দলে ভেড়াতে হলে রিয়ালকে খরচ করত হবে এর চেয়ে বেশি।

পিএসজি অবশ্য আশাবাদী নেইমারের পার্ক দে প্রিন্সেসে থাকা নিয়ে। তবে রিয়াল যে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে খুব করে চাইলে, সেটা ক্লাবটির সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ নিজেই নিশ্চিত করেছেন। সংবাদ সম্মেলনে তাই জিদানের দিকে প্রশ্ন ধেয়ে আসা স্বাভাবিক। যদিও ফরাসি কোচের নজরে এখন শুধুই চ্যাম্পিয়নস লিগ ফাইনাল। লিভারপুলের বিপক্ষে লড়াই শেষে নেইমার ও সামনের মৌসুম নিয়ে ভাববেন তিনি।

শুক্রবার সংবাদ সম্মেলনে নেইমার প্রসঙ্গে জিদান বলেছেন, ‘যে খেলোয়াড় এই মুহূর্তে আমার মাথাতেই নেই, তার সম্পর্কে কোনও কিছু বলতে চাইছি না আমি। আর ১০ দিন আছে, যেখানে বাকি দুটি ম্যাচ। এরপর আমরা কী চাই, সেটা নিয়ে কথা বলব।’

নেইমারের সঙ্গে আন্তোয়ান গ্রিয়েজমানের দলবদল নিয়েও জোর গুঞ্জন উঠেছে ‍স্প্যানিশ মিডিয়ায়। অ্যাতলেতিকো মাদ্রিদ ফরোয়ার্ড নাকি সামনের মৌসুমে বার্সেলোনায় যোগ দিচ্ছেন। জিদানকে এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেছেন, ‘এ ব্যাপারে আমার কাছে কোনও তথ্য নেই। আমরা সবাই বিষয়টি দেখতে পাবো। আমার মনে হয় না (অ্যাতলেতিকো ছেড়ে যাওয়ায়) ভালো কিংবা মন্দের কিছু আছে। এতে তো আমার কোনও সমস্যা নেই।’ গোল ডটকম

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তিউনিসিয়ায় নৌকাডুবিতে মারা যাওয়া ৮ যুবকের লাশের অপেক্ষায় স্বজনরা
তিউনিসিয়ায় নৌকাডুবিতে মারা যাওয়া ৮ যুবকের লাশের অপেক্ষায় স্বজনরা
‘বাংলাদেশ ও ভারত একই লক্ষ্যে এগোচ্ছে’
‘বাংলাদেশ ও ভারত একই লক্ষ্যে এগোচ্ছে’
এবার ফিলিস্তিনপন্থি বিক্ষোভে সরব কানাডার বিশ্ববিদ্যালয়গুলো
এবার ফিলিস্তিনপন্থি বিক্ষোভে সরব কানাডার বিশ্ববিদ্যালয়গুলো
প্রত্যেক বস্তা থেকে সরানো হয় চাল, ডিলারের বিরুদ্ধে থানায় মামলা
প্রত্যেক বস্তা থেকে সরানো হয় চাল, ডিলারের বিরুদ্ধে থানায় মামলা
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি