X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

ইকার্দিকে বাদ দিয়ে আর্জেন্টিনার চূড়ান্ত দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক
২১ মে ২০১৮, ২২:১১আপডেট : ২১ মে ২০১৮, ২২:৪৭

বিশ্বকাপে নেই ইকার্দি শেষ পর্যন্ত বিশ্বকাপে যাওয়াই হলো না মাউরো ইকার্দির। ৩৫ জনের প্রাথমিক দলে থাকায় যে স্বপ্ন বুনেছিলেন তিনি, সেটা শেষ হয়ে গেল আর্জেন্টিনা কোচ হোর্হে সাম্পাওলির ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণায়। রাশিয়া বিশ্বকাপে ইকার্দি উপেক্ষিত হলেও জায়গা পেয়েছেন পাউলো দিবালা ও গনসালো হিগুয়েইন।

বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিতের পর ইকার্দির না থাকা নিয়েই আলোচনা হয়েছে বেশি। একই সঙ্গে দিবালাকে নিয়েও শোনা গিয়েছিল একই গুঞ্জন। তবে জুভেন্টাস ফরোয়ার্ড ‘টিকে’ গেলেও বিশ্বকাপ খেলার ভাগ্য এবার আর হলো না ইকার্দির। ইন্টার মিলানের জার্সিতে চমৎকার মৌসুম কাটানোর পরও সাম্পাওলির মন গলাতে পারেননি এই স্ট্রাইকার।

ইকার্দির কপাল পুড়লেও ‘অভিজ্ঞতা’য় আবারও বিশ্বকাপে জায়গা করে নিয়েছেন হিগুয়েইন। জাতীয় দলের জার্সিতে গুরুত্বপূর্ণ ম্যাচে বারবার তিনি আর্জেন্টাইনদের হতাশ করলেও ‘নাম্বার নাইন’ হিসেবে জুভেন্টাস স্ট্রাইকারের ওপরই আস্থা রেখেছেন সাম্পাওলি।

আর্জেন্টিনার তারকাসমৃদ্ধ ফরোয়ার্ডের নেতৃত্বে থাকবেন যথারীতি লিওনেল মেসি। তার সঙ্গে প্রত্যাশামতোই আছেন সের্হিয়ো আগুয়েরো। তবে সাম্পাওলি চমক দিয়েছেন বোকা জুনিয়র্সের ক্রিস্তিয়ান পাভোনকে বিশ্বকাপ দলে রেখে। ২২ বছর বয়সী এই ফরোয়ার্ড আলবিসেলেস্তেদের হয়ে খেলেছেন মাত্র ৪ ম্যাচ। তবে কপাল পুড়েছে লাউতারো মার্তিনেসের।

গোলবারের নিচে সাম্পাওলির প্রথম পছন্দ সের্হিয়ো রোমেরো। ম্যানচেস্টার ইউনাইটেড স্টপারের বিকল্প হিসেবে থাকছেন উইলি কাবায়েরো (চেলসি) ও ফ্রাঙ্কো আরমানি (রিভার প্লেট)।

রক্ষণভাগে গাব্রিয়েল মেরকাদো, নিকোলাস ওতামেন্দি, ফেদেরিকো ফাজিও, মার্কোস রোহো, নিকোলাস তাগিয়াফিকো, মার্কোস আকুনা ও ক্রিস্তিয়ান আনসালদি। মাঝমাঠে অভিজ্ঞ হাভিয়ের মাসচেরানো, আনহেল দি মারিয়া, লুকাস বিজিয়া ও এভার বানেগার সঙ্গে জায়গা পেয়েছেন মানুয়েল লানজিনি, ম্যাক্সিমিলিয়ানো মেজা, জিওভানি লো সেলসো ও এদুয়ার্দো সালভিয়ো।

আর্জেন্টিনার চূড়ান্ত দল:

গোলরক্ষক: সের্হিয়ো রোমেরো (ম্যানচেস্টার ইউনাইটেড), উইলি কাবায়েরো (চেলসি), ফ্রাঙ্কো আরমানি (রিভার প্লেট)।

ডিফেন্ডার: গাব্রিয়েল মেরকাদো (সেভিয়া), নিকোলাস ওতামেন্দি (ম্যানচেস্টার সিটি), ফেদেরিকো ফাজিও (রোমা), মার্কোস রোহো (ম্যানচেস্টার ইউনাইটেড), নিকোলাস তাগিয়াফিকো (আয়াক্স), মার্কোস আকুনা (স্পোর্তিং), ক্রিস্তিয়ান আনসালদি (তোরিনো)।

মিডফিল্ডার: হাভিয়ের মাসচেরানো (হেবেই চায়না ফরচুন), মানুয়েল লানজিনি (ওয়েস্ট হ্যাম), মাক্সিমিলিয়ানো মেজা (ইন্দেপেন্দিয়েন্তে), লুকাস বিজিয়া (এসি মিলান), এভার বানেগা (সেভিয়া), জিওভানি লো সেলসো (প্যারিস সেন্ত জার্মেই), আনহেল দি মারিয়া (প্যারিস সেন্ত জার্মেই), এদুয়ার্দো সালভিয়ো (বেনফিকা), ক্রিস্তিয়ান পাভোন (বোকা জুনিয়র্স)।

ফরোয়ার্ড: লিওনেল মেসি (বার্সেলোনা),পাউলো দিবালা (জুভেন্টাস), সের্হিয়ো আগুয়েরো (ম্যানচেস্টার সিটি), গনসালো হিগুয়েইন (জুভেন্টাস)।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চশিক্ষা খাতকে ডিজিটালাইজেশনে আনার পরামর্শ ইউজিসির
উচ্চশিক্ষা খাতকে ডিজিটালাইজেশনে আনার পরামর্শ ইউজিসির
বিটুমিন গলে যাওয়া মহাসড়ক পরিদর্শনে দুদক
বিটুমিন গলে যাওয়া মহাসড়ক পরিদর্শনে দুদক
মিয়ানমারের ৩৮ শরণার্থীকে ফেরত পাঠালো ভারত
মিয়ানমারের ৩৮ শরণার্থীকে ফেরত পাঠালো ভারত
গাজায় যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যকে পাশে চায় বাংলাদেশ
গাজায় যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যকে পাশে চায় বাংলাদেশ
সর্বাধিক পঠিত
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
সজলের মুগ্ধতা অপির চোখে, জন্মদিনে
সজলের মুগ্ধতা অপির চোখে, জন্মদিনে