X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

মিলানের সঙ্গে এখনও চুক্তি হয়নি হিগুয়েইনের

স্পোর্টস ডেস্ক
০১ আগস্ট ২০১৮, ১৯:১৭আপডেট : ০১ আগস্ট ২০১৮, ১৯:১৭

মিলানের সঙ্গে এখনও চুক্তি হয়নি হিগুয়েইনের মঙ্গলবার গনসালো হিগুয়েইনের এসি মিলানে যোগ দেওয়ার খবর শোনা গিয়েছিল ইউরোপিয়ান মিডিয়ায়। যদিও জুভেন্টাসের প্রধান নির্বাহী গুইসেপ্পে মোরাত্তা জানিয়েছেন, এখনও চুক্তিতে স্বাক্ষর হয়নি।

ক্রিস্তিয়ানো রোনালদো জুভেন্টাসে যোগ দেওয়ায় হিগুয়েইনকে ধরে রাখার ‘প্রয়োজন’ মনে করছে না ইতালিয়ান চ্যাম্পিয়নরা। আর্জেন্টাইন ফরোয়ার্ডও ছাড়তে চাইছেন তুরিন। শুরুতে চেলসিতে যাওয়ার গুঞ্জন শোনা গেলেও ইতালিয়ান সংবাদমাধ্যমের খবর, এসি মিলানকেই বেছে নিয়েছেন হিগুয়েইন।

‘স্কাই স্পোর্টস’-এর খবর ছিল, সোমবার রাতে হিগুয়েইনের ভাই ও এজেন্ট নিকোলাস দেখা করেছেন মিলানের জেনারেল ম্যানেজার লিওনার্দোর সঙ্গে। তাদের মধ্যে হওয়া আলোচনা নিয়ে মঙ্গলবার দুই ক্লাবের বৈঠকে বসার কথা ছিল। যদিও হিগুয়েইনের দলবদল নিয়ে চূড়ান্ত কোনও সিদ্ধান্তে পৌঁছানো যায়নি বলে জানিয়েছেন জুভ কর্তা মোরাত্তা।

‘গোল ডটকম’-এর খবর, হিগুয়েইন এক মৌষুমের জন্য ধারে যোগ দিচ্ছেন মিলানে, অবশ্য এই চুক্তি স্থায়ী করার শর্তও থাকছে। সাবেক রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ডকে এক মৌসুমের জন্য ধারে পেতে প্রাথমিকভাবে ১৮ মিলিয়ন ইউরো দিচ্ছে মিলান, আর মৌসুম শেষে চুক্তি স্থায়ী করতে জুভেন্টাসকে দিতে হবে আরও ৩৬ মিলিয়ন ইউরো। এই চুক্তির মধ্যেই নাকি থাকছে মিলান থেকে লিওনার্দো বনুচ্চিকে ফিরিয়ে আনার বিষয়ও।

যদিও হিগুয়েইনের দলবদলের বিষয় চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়নি বলে জানিয়েছেন মোরাত্তা। সাবেক নাপোলি তারকার মিলানে যাওয়ার সবকিছু ঠিকঠাক হয়ে গেছে কিনা, এমন প্রশ্নে জুভেন্টাসের প্রধান নির্বাহীর উত্তর, ‘খুব বেশি কিছু হয়নি।’

২০১৬ সালে ৯০ মিলিয়ন ইউরোতে নাপোলি থেকে জুভেন্টাসে যোগ দেন হিগুয়েইন। সিরি ‘এ’র ৭৬ ম্যাচে করেছেন ৪০ গোল। চমৎকার পারফরম্যান্সের পরও এবার রিয়াল থেকে রোনালদোকে কিনে এনেছে জুভেন্টাস। পর্তুগিজ উইঙ্গার এসে পড়ায় নতুন ঠিকানার সন্ধানে এখন হিগুয়েইন। গোল ডটকম

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সেন্ট জোসেফ স্কুলে তিন দিনব্যাপী লিট ফেস্টিভ্যাল শুরু
সেন্ট জোসেফ স্কুলে তিন দিনব্যাপী লিট ফেস্টিভ্যাল শুরু
জাকিরের বিস্ফোরক ব্যাটিংয়ে প্রাইম ব্যাংকের বড় জয়
জাকিরের বিস্ফোরক ব্যাটিংয়ে প্রাইম ব্যাংকের বড় জয়
অবশেষে মোংলায় ঝরলো কাঙ্ক্ষিত বৃষ্টি
অবশেষে মোংলায় ঝরলো কাঙ্ক্ষিত বৃষ্টি
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ