X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

আমি এখন বিশ্বের সেরা ক্লাবে: কোর্তোয়া

স্পোর্টস ডেস্ক
১০ আগস্ট ২০১৮, ১৫:৪৯আপডেট : ১০ আগস্ট ২০১৮, ১৫:৫৬

রিয়ালের জার্সিতে থিবো কোর্তোয়া স্বপ্ন পূরণ হয়েছে থিবো কোর্তোয়ার। চেলসি ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছেন এই গোলরক্ষক। এখন লক্ষ্য একাদশে থেকে গোলবারের নিচে দাঁড়ানোর। সেই মিশনে নামার আগে রাশিয়া বিশ্বকাপের সেরা গোলরক্ষক ‘বিশ্বের সেরা ক্লাবে’ নাম লেখাতে পেরেই ভীষণ খুশি।

অ্যাতলেতিকো মাদ্রিদের জার্সি গায়ে স্প্যানিশ লিগে খেলে গেছেন কোর্তোয়া। ধারের সময় শেষ হয়ে যাওয়ায় ২৬ বছর বয়সী গোলরক্ষক আবার ফিরে যান চেলসিতে। সেখানে পেত্র চেখের মতো পরীক্ষিত গোলরক্ষক থাকার পরও ইংলিশ ক্লাবটিতে পরিণত হয় তিনি ‘এক নম্বর’ গোলরক্ষকে। স্টামফোর্ড ব্রিজে সুখে থাকার পরও কোর্তোয়া বেছে নিয়েছেন রিয়ালকে। তার কারণ, শৈশব থেকেই স্বপ্ন দেখতেন মাদ্রিদের ক্লাবটিতে খেলার।

অবশ্য একাদশে জায়গা পেতে চার গোলক্ষকের সঙ্গে লড়াই করতে হবে বেলজিয়াম তারকাকে। এতদিন ধরে রিয়ালের গোলবার পাহারা দেওয়া কেইলর নাভাসের সঙ্গে রয়েছেন কিকো কাসিয়া, আন্দ্রেই লুনিন ও লুকা জিদান। যদিও লড়াই করে ঠিকই ‘লস ব্লাঙ্কোদের’ নিয়মিত গোলরক্ষক হওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী তিনি।

রিয়ালের খেলোয়াড় হিসেবে সংবাদমাধ্যমের সঙ্গে তাকে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে বৃহস্পতিবার। পরিচয় পর্বে দেওয়া বক্তব্যে কোর্তোয় জানিয়েছেন তিনি কতটা মুখিয়ে ছিলেন সান্তিয়াগো বার্নাব্যুতে আসার জন্য। শুরুটা করেছেন এভাবে, ‘ধন্যবাদ, আজ আমার শৈশবের স্বপ্ন পূরণ হলো। যারা আমাকে চেনে, তারা খুব ভালো করেই জানে কতটা পরিশ্রম করেছি এখানে (রিয়াল মাদ্রিদ) আসার জন্য। রিয়াল মাদ্রিদকে ধন্যবাদ দিতে চাই তাদের প্রচেষ্টার জন্য।’

মাদ্রিদের ক্লাবটির প্রতি তার ভালোবাসা প্রকাশ পেয়েছে এই কথায়, ‘আমার স্বপ্ন এবার বাস্তব হলো। আমি সবসময় স্বপ্ন দেখতাম মাদ্রিদের জার্সি পরে এখানকার (সান্তিয়াগো বার্নাব্যুর) ঘাসে পা রাখতে। এটা বিশ্বের সেরা ক্লাব। আমি এখন মাদ্রিদিস্তা এবং এই জার্সিটা ধরে রাখতে চাই। ধন্যবাদ ও হালা মাদ্রিদ!’

গ্রীষ্মের দলবদলে নাকি আরও অনেক ক্লাব থেকে প্রস্তাব পেয়েছিলেন রাশিয়া বিশ্বকাপের সেরা গোলরক্ষক। যদিও রিয়ালের আগ্রহটা ঠিকঠাক বুঝতে পেরেই আর কোনও চিন্তা মাথায় আনেননি বলে জানিয়েছেন কোর্তোয়া। মার্কা

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তীব্র গরমে নির্বাচনি প্রচারণায় আ.লীগ নেতার মৃত্যু
তীব্র গরমে নির্বাচনি প্রচারণায় আ.লীগ নেতার মৃত্যু
দেশে আগ্রাসী শাসন চলছে: দিলারা চৌধুরী
দেশে আগ্রাসী শাসন চলছে: দিলারা চৌধুরী
বিকল্প অর্থনীতি ও গ্রাম্য কায়কারবার
উপন্যাসবিকল্প অর্থনীতি ও গ্রাম্য কায়কারবার
বিপুল পরিমাণ নকল জুস জব্দ, কারখানার মালিকের কারাদণ্ড
বিপুল পরিমাণ নকল জুস জব্দ, কারখানার মালিকের কারাদণ্ড
সর্বাধিক পঠিত
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু