X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

ব্যালন ডি’অর ২০১৮: যেভাবে পাওয়া যাবে বিজয়ী

স্পোর্টস ডেস্ক
১৯ নভেম্বর ২০১৮, ২২:৫৬আপডেট : ১৯ নভেম্বর ২০১৮, ২২:৫৬

ব্যালন ডি’অর ২০১৮: যেভাবে পাওয়া যাবে বিজয়ী ধীরে ধীরে এগিয়ে আসছে এই বছরের ব্যালন ডি’অর। দরজায় কড়া নাড়তে থাকা মর্যাদার এই পুরস্কারটি হাতে তুলবেন গত এক বছরে সবচেয়ে ভালো পারফর্ম করা ফুটবলার। কিন্তু তিনি নির্বাচিত হবেন কিভাবে, ভোটিং প্রক্রিয়াই বা কী- সেটা বিস্তারিত জানাতেই বাংলা ট্রিবিউন স্পোর্টসের এই আয়োজন-

কবে হবে ঘোষণা?

লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদো তাদের আধিপত্য ধরে রাখতে পারবেন, নাকি তাদের সামাজ্যে হানা দিয়ে নতুন কেউ বসবেন সিংহাসনে, জানা যাবে ৩ ডিসেম্বর। ফ্রান্সের রাজধানী প্যারিসে জমকালো অনুষ্ঠানে ঘোষণা করা হবে বিজয়ীর নাম।

নির্বাচন প্রক্রিয়া শুরু হয় কিভাবে?

ফ্রান্সের বিখ্যাত ম্যাগাজিন ‘ফ্রান্স ফুটবল’ দিয়ে থাকে ‍ফুটবলারদের ব্যক্তিগত অর্জনে সবচেয়ে মর্যাদার পুরস্কারটি। ম্যাগাজিনটির সম্পাদকীয় টিম ৩০ জনের সংক্ষিপ্ত তালিকা ঠিক করে দেয়। প্রকাশিত সেই তালিকা থেকে সেরা খেলোয়াড় বাছাইয়ের দায়িত্ব পড়ে সাংবাদিকদের। ফুটবল খেলুড়ে দেশগুলো থেকে বাছাই করা সাংবাদিকরা তাদের ভোটের মাধ্যমে নির্বাচন করেন প্রথম, দ্বিতীয় ও তৃতীয় সেরা খেলোয়াড়।

৩০ জনের সংক্ষিপ্ত তালিকায় কারা আছেন?

এবারের ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকায় রিয়াল মাদ্রিদের জয়জয়কার। মাদ্রিদের ক্লাবটি থেকে আছেন আট খেলোয়াড় (যদিও থিবো কোর্তোয়ার পারফরম্যান্স বিবেচনা করা হবে চেলসির জার্সিতে)। চার খেলোয়াড় আছেন লিভারপুল থেকে।

এবারের তালিকায় সবচেয়ে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী লুকা মদরিচ। ক্লাব ও জাতীয় দলের জার্সিতে দুর্দান্ত পারফরম্যান্সে মেসি ও রোনালদোর সাম্রাজ্যে আঘাত করার জোর সম্ভাবনা আছে তার। যদি তা-ই হয়, তাহলে ১০ বছর পর প্রথমবার এই দুই খেলোয়াড়ের বাইরে কেউ জিতবেন ব্যালন ডি’অর।

সংক্ষিপ্ত তালিকা: সের্হিয়ো আগুয়েরো (ম্যানচেস্টার সিটি), আলিসন (লিভারপুল), গ্যারেথ বেল (রিয়াল মাদ্রিদ), করিম বেনজিমা (রিয়াল মাদ্রিদ), এদিনসন কাভানি (পিএসজি), থিবো কোর্তোয়া (রিয়াল মাদ্রিদ), ক্রিস্তিয়ানো রোনালদো (জুভেন্টাস), কেভিন ডি ব্রুইন (ম্যানচেস্টার সিটি), রবের্তো ফিরমিনো (লিভারপুল), ডিয়েগো গোদিন (অ্যাতলেতিকো মাদ্রিদ), আন্তোয়ান গ্রিয়েজমান (অ্যাতলেতিকো মাদ্রিদ), এডেন হ্যাজার্ড (চেলসি), ইসকো (রিয়াল মাদ্রিদ), হ্যারি কেইন (টটেনহাম), এনগোলো কঁতে (চেলসি), উগো লরি (টটেনহাম), মারিও মানজুকিচ (জুভেন্টাস), সাদিও মানে (লিভারপুল), মার্সেলো (রিয়াল মাদ্রিদ), কাইলিয়ান এমবাপে (পিএসজি), লিওনেল মেসি (বার্সেলোনা), লুকা মদরিচ (রিয়াল মাদ্রিদ) নেইমার (পিএসজি), ইয়ান ওবলাক (অ্যাতলেতিকো মাদ্রিদ), পল পগবা (ম্যানচেস্টার ইউনাইটেড), ইভান রাকিতিচ (বার্সেলোনা), সের্হিয়ো রামোস (রিয়াল মাদ্রিদ), মোহাম্মদ সালাহ (লিভারপুল), লুই সুয়ারেস (বার্সেলোনা), রাফায়েল ভারান (রিয়াল মাদ্রিদ)।

ভোটিং প্রক্রিয়া কি?

প্রত্যেক জুরি (সাংবাদিক) পাঁচ খেলোয়াড় বেছে নেওয়ার সুযোগ পাবেন ৩০ জনের সংক্ষিপ্ত তালিকা থেকে। প্রত্যেক খেলোয়াড়ের পারফরম্যান্স ও অর্জনকে বিবেচনায় রেখে বাছাই করা পাঁচ খেলোয়াড়কে ক্রমানুসারে রাখবেন। আর সেটা ঠিক করার সময় বেছে নেওয়া পাঁচ খেলোয়াড়ের ওপর নিচের বিষয়গুলোতে নজর রাখবেন জুরি:

১. চলতি বছরে ব্যক্তিগত ও দলীয় পারফরম্যান্স (শিরোপা)

২. খেলোয়াড়ের মান (প্রতিভা ও ফেয়ার প্লে)

৩. খেলোয়াড়ের গোটা ক্যারিয়ার বিচার-বিশ্লেষণ

প্রত্যেক সাংবাদিকের এক নম্বরে রাখা খেলোয়াড় পাবেন ৬ পয়েন্ট, দ্বিতীয় স্থানে থাকা খেলোয়াড় পাবেন ৪ পয়েন্ট। এভাবে পরের তিন খেলোয়াড় ক্রমানুসারে পাবেন- ৩, ২ ও ১ পয়েন্ট।

কিভাবে বেছে নেওয়া হবে ব্যালন ডি’অর জয়ী?

প্রত্যেক জুরি সদস্য তাদের শীর্ষ পাঁচ খেলোয়াড় বাছাই করার পর মোট পয়েন্ট যোগ করা হবে। সেই হিসাবে সবচেয়ে বেশি পয়েন্ট পাওয়া খেলোয়াড়ের হাতে উঠবে ব্যালন ডি’অর।

যদি মোট হিসাবে দুই বা তার বেশি খেলোয়াড়ের পয়েন্ট সমান হয়, তাহলে যে খেলোয়াড় সবচেয়ে বেশি সাংবাদিকের এক নম্বর পছন্দে ছিলেন, তিনি জিতে যাবেন। সেখানেও সমান হলে দ্বিতীয় স্থানে যাকে বেশি রাখা হয়েছে তাকে ঘোষণা করা হবে জয়ী। ওখানেই সমান হলে তৃতীয় স্থানে যাকে বেশি রাখা হয়েছে, তিনি হবে বিজয়ী।

এরপরও যদি টাই চলতে থাকে, তাহলে টাই করা খেলোয়াড়দের জন্য নতুন করে ভোট দেবেন নির্বাচিত সাংবাদিকরা। এভাবেও যদি ফল নিষ্পত্তি না হয়, সেক্ষেত্রে ‘ফ্রান্স ফুটবল’-এর সম্পাদকীয় পরিচালক জুরি বোর্ডের চেয়ারম্যান হিসেবে চূড়ান্ত ফল নির্ধারণ করবেন। গোল ডটকম

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জনবল ও অর্থ সংকটে ধুঁকছে দেশের প্রথম কৃষি কল সেন্টার
জনবল ও অর্থ সংকটে ধুঁকছে দেশের প্রথম কৃষি কল সেন্টার
মহিলা দলের নেত্রী আসমা আজিজের বাবা মারা গেছেন
মহিলা দলের নেত্রী আসমা আজিজের বাবা মারা গেছেন
কেএনএফ’র বিরুদ্ধে যৌথ বাহিনীর অভিযানে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ
কেএনএফ’র বিরুদ্ধে যৌথ বাহিনীর অভিযানে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ
পরিবেশ সংরক্ষণের বিষয়গুলো পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হচ্ছে: পরিবেশমন্ত্রী
পরিবেশ সংরক্ষণের বিষয়গুলো পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হচ্ছে: পরিবেশমন্ত্রী
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ