X
বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

কোপা লিবার্তাদোরেসের ফাইনালে থাকবেন মেসি-রোনালদো?

স্পোর্টস ডেস্ক
০৯ ডিসেম্বর ২০১৮, ২২:২৩আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৮, ২২:২৭

কোপা লিবার্তাদোরেসের ফাইনালে থাকবেন মেসি-রোনালদো? ফুটবল বিশ্লেষকের অনেকেই বলছেন, একবিংশ শতাব্দীর সেরা দ্বৈরথ! বোকা জুনিয়র্স-রিভার প্লেটের ‘সুপার ক্লাসিকো’ যেখানে এমনিতেই ছড়ায় বারুদে উত্তেজনা, সেখানে ক্লাব ফুটবলে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াই কোপা লিবার্তাদোসের ফাইনালে তাদের মুখোমুখি দাঁড়িয়ে যাওয়া ছাড়িয়ে গেছে আগের সবকিছুকে।

ইতিহাস-ঐতিহ্যে আর্জেন্টাইন দুই ক্লাবের ‘চিরশত্রু’ মনোভাবের মতো ব্যক্তিগত পারফরম্যান্সেও ফুটবলপ্রেমীরা উত্তেজনার সাগরে ডুব মারেন সময়ের সেরা দুই খেলোয়াড় লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদোর প্রতিদ্বন্দ্বিতায়। সেই তাদের পাশাপাশি বসার সম্ভাবনা তৈরি হয়েছে বোকা-রিভারের মহারণে। বাংলাদেশ সময় রবিবার দিবাগত রাত ১-৩০ মিনিটে সান্তিয়াগো বার্নাব্যুতে কোপা লিবার্তাদোরেসের ফাইনালের দ্বিতীয় লেগে গ্যালারিতে দেখা যেতে পারে মেসি-রোনালদোকে।

বোকা জুনিয়র্সের মাঠে ফাইনালের প্রথম লেগ হয়েছে ২-২ গোলে ড্র। রিভারের মাঠে শিরোপা নির্ধারণী ম্যাচটি হওয়ার কথা ছিল দুই সপ্তাহ আগে। কিন্তু বুয়েনস এইরিসে রিভার সমর্থকদের সহিংসতায় ম্যাচ পিছিয়ে দেওয়া হয়। পরে আরও একবার বন্ধ থাকার পর লাতিন আমেরিকার প্রতিযোগিতাটি আয়োজনের সিদ্ধান্ত হয় আর্জেন্টিনার বাইরে। শেষমেষ কনমেবল ভেন্যু হিসেবে বেছে নেয় রিয়াল মাদ্রিদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যু।

ফুটবলে সেরা দ্বৈরথ হিসেবে বিবেচিত ‘সুপার ক্লাসিকো’কে আরও জমজমাট করতে রিয়াল কর্তৃপক্ষ গ্যালারিতে পাশাপাশি বসানোর উদ্যোগ নিয়েছে মেসি ও রোনালদোকে। স্প্যানিশ ফুটবল ফুটবল ফেডারেশন (আরএফইএফ) তাদের দুজনকেই আমন্ত্রণ জানিয়েছে বোকা-রিভারের ফাইনাল দেখার জন্য।

শনিবার এ সপ্তাহের লা লিগা ম্যাচ খেলে ফেলেছেন মেসি। এস্পানিওলের বিপক্ষে ম্যাচ শেষে এখন চ্যাম্পিয়নস লিগের প্রস্তুতি নিচ্ছেন তিনি। রবিবার রাতে খেলা হওয়ায় বার্নাব্যুতে তাকে পাওয়ার আশা করছে রিয়াল কর্তৃপক্ষ। রিয়াল ছেড়ে জুভেন্টাসে যোগ দেওয়া রোনালদো লিগ ম্যাচ খেলেছেন শুক্রবার। বুধবার চ্যাম্পিয়নস লিগ থাকায় তুরিন থেকে তার মাদ্রিদে আসার প্রত্যাশাও রেখেছে রিয়াল।

কিন্তু স্প্যানিশ ক্রীড়া দৈনিক ‘এএস’-এর খবর, রোনালদো আসবেন না বোকা-রিভারের খেলা দেখতে। গত গ্রীষ্মের দলবদলে রিয়াল ছাড়ার পর সাবেক ক্লাবের সঙ্গে সম্পর্কটা এখনও ভালো হয়ে ওঠেনি তার। যে কারণে আরএফইএফের আমন্ত্রণে তিনি খুশি হলেও এখনই ফিরতে চাইছেন না সান্তিয়াগো বার্নাব্যুতে।

মেসি ও রোনালদো গ্যালারিতে থাকলে ‘সুপার ক্লাসিকো’র শোভা বাড়বে নিশ্চিতভাবেই। তবে তাতে প্রভাব পড়বে না এতটুকু। বোকা-রিভারের দ্বৈরথ সবসময়ই উত্তেজনায় ঠাসা। কতটা? এই প্রশ্ন তোলাটাও বোকামি!

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চেয়ারম্যান হলেন ৯ এমপির স্বজন, হেরেছেন দুজন
চেয়ারম্যান হলেন ৯ এমপির স্বজন, হেরেছেন দুজন
জোসেলুর জোড়া গোলে ফাইনালে রিয়াল
জোসেলুর জোড়া গোলে ফাইনালে রিয়াল
চেয়ারম্যান হলেন এমপির ছেলে ও ভাই
চেয়ারম্যান হলেন এমপির ছেলে ও ভাই
কিশোরগঞ্জের তিন উপজেলায় বিজয়ী হলেন যারা
কিশোরগঞ্জের তিন উপজেলায় বিজয়ী হলেন যারা
সর্বাধিক পঠিত
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা
ইউক্রেনে সেনা পাঠানোর ইস্যুতে ন্যাটোকে রাশিয়ার সতর্কতা
ইউক্রেনে সেনা পাঠানোর ইস্যুতে ন্যাটোকে রাশিয়ার সতর্কতা
ইউক্রেনে পাঠালে ফরাসি সেনাদের নিশানা করার হুমকি রাশিয়ার
ইউক্রেনে পাঠালে ফরাসি সেনাদের নিশানা করার হুমকি রাশিয়ার