X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

রিয়াল মাদ্রিদে ‘আনন্দ’ ফিরিয়েছেন ভিনিসিয়াস

স্পোর্টস ডেস্ক
১০ জানুয়ারি ২০১৯, ১৬:৩৮আপডেট : ১০ জানুয়ারি ২০১৯, ১৬:৪১

ভিনিসিয়াস জুনিয়র নতুন বছর শুরু হয়েছে রিয়াল মাদ্রিদের ধাক্কা দিয়ে। যদিও ঘুরে দাঁড়াতে সময় নেয়নি তারা। ভিনিসিয়াস জুনিয়রের চমৎকার পারফরম্যান্সে স্বরূপে ফিরেছে রিয়াল মাদ্রিদ। লেহানেসের বিপক্ষে জয়ের পর এই ব্রাজিলিয়ান সান্তিয়াগো বার্নাব্যুতে আনন্দ ফিরিয়েছেন বলে মন্তব্য করেছেন দলটির কোচ সান্তিয়াগো সোলারি।

বুধবার রাতে কোপা দেল রে’তে লেহানেসের বিপক্ষে মাঠে নেমেছিল রিয়াল। সান্তিয়াগো বার্নাব্যুর ম্যাচে সফরকারীদের ৩-০ গোলে হারিয়েছে মাদ্রিদের ক্লাবটি। ওই ম্যাচে ভিনিসিয়াস নিজে একবার লক্ষ্যভেদ করার সঙ্গে একটি অ্যাসিস্টও করেছেন। ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডের পারফরম্যান্সে ভীষণ খুশি রিয়াল কোচ সোলারি।

আনন্দটা আরও বেশি হয়েছে টানা দুই ম্যাচ পর জয় পাওয়ায়। নতুন বছরের প্রথম ম্যাচে ড্র করার পর দ্বিতীয় ম্যাচে হেরেই যায় রিয়াল। ওই ধাক্কা কাটিয়ে ভিনিসিয়াসের পারফরম্যান্সে পাওয়া জয়ে আবার আনন্দ ফিরেছে বার্নাব্যুতে। সোলারি বলেছেন, ‘ও (ভিনিসিয়াস) দারুণ পারফর্ম করেছে। ও সবসময়ই প্রতিভাবান, তবে বার্নাব্যুতে সে নিজের আত্মবিশ্বাস ও সতেজ মনোভাব প্রকাশ করেছে। ভিনিসিয়াস আবার আনন্দ ফিরিয়েছে (রিয়াল মাদ্রিদে)।’

চোটের মিছিল চলছে রিয়ালে। একের পর এক খেলোয়াড় ছিটকে যাচ্ছেন মাঠের বাইরে। সবশেষ টোনি ক্রোস পড়েছেন চোটে। তার আগে গোলরক্ষক থিবো কোর্তোয়াও মাঠে বাইরে চলে গেছেন। চোট নিয়ে সোলারির বক্তব্য, ‘এটা একটা বড় ইস্যু। যদিও সর্বোচ্চ পর্যায়ের প্রতিযোগিতা হচ্ছে, আর সেখানে প্রতিনিয়ত আপনার সেরাটা দিতে হবে। এটা সত্যি অনেকে চোটে পড়েছে, তবে সেটা এই প্রতিযোগিতার প্রতিদ্বন্দ্বিতার কারণেই।’ মার্কা

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কেনিয়ায় বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ১৮১
কেনিয়ায় বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ১৮১
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
বিদেশফেরত যাত্রীকে নিয়ে ফেরার পথে ট্রাকচাপায় ৫ জন নিহত
বিদেশফেরত যাত্রীকে নিয়ে ফেরার পথে ট্রাকচাপায় ৫ জন নিহত
মালবাহী ট্রেন লাইনচ্যুত, রাজবাড়ীতে রেল যোগাযোগ বন্ধ
মালবাহী ট্রেন লাইনচ্যুত, রাজবাড়ীতে রেল যোগাযোগ বন্ধ
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!