X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

নেইমারের বাবার সঙ্গে কোনও কথা হয়নি বার্সার

স্পোর্টস ডেস্ক
১৬ জানুয়ারি ২০১৯, ১৬:১১আপডেট : ১৬ জানুয়ারি ২০১৯, ১৬:১১

নেইমার পিএসজিতে সুখে নেই নেইমার, ন্যু ক্যাম্পে আবার ফিরতে উন্মুখ হয়ে আছেন তিনি- এমন গুঞ্জন গত কয়েক দিনের। জানা গেছে, ছেলেকে আবারও নেওয়ার অনুরোধ করে তার এজেন্ট ও বাবা নেইমার সিনিয়র ফোনে কথাও বলেছেন বার্সা কর্তৃপক্ষের সঙ্গে। মিডিয়ার এই দাবি প্রত্যাখ্যান করে দিয়েছে কাতালান জায়ান্টরা।

কয়েক দিন আগে শোনা গিয়েছিল, নেইমারের বাবা ফোনে কথা বলেছেন এর্নেস্তো ভালভারদের সঙ্গে। জবাব দিতে বেশি দেরি করেননি কোচ। সরাসরি এই গুঞ্জন উড়িয়ে দিয়েছেন তিনি। ভালভারদের পর এবার নাকি ক্লাব প্রেসিডেন্ট হোসেপ মারিয়া বার্তোমেউকেও ফোন দেন নেইমার সিনিয়র।

এক সংবাদ সম্মেলন করে বার্সা মুখপাত্র হোসেপ ভাইভস নিশ্চিত করে বলেছেন, নেইমারের বাবা ও বার্তোমেউর সঙ্গে কোনও কথোপকথন হয়নি। ফোনালাপ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেছেন, ‘এটা ঠিক নয়। একান্ত আলোচনা বা ফোনালাপ সম্পর্কে আমরা কথাও বলিন না। নেইমার একজন অসাধারণ খেলোয়াড় কিন্তু পিএসজির সঙ্গে তার চুক্তি আছে এবং এর চেয়ে বেশি কিছু বলার নেই।’

ভাইভস আরও যোগ করেছেন, ‘অন্য ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ খেলোয়াড়কে নিয়ে আমরা কখনও কথা বলি না এবং নেইমার তাদের একজন। সে আইনসম্মতভাবে এখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। এখন সে পিএসজির। এখন আমাদের যেই অসাধারণ খেলোয়াড় আছে আমরা কেবল তাদের নিয়ে চিন্তা করছি।’

কোচ ভালভারদের ভবিষ্যৎ নিয়েও কথা বলেছেন ভাইভস। মেয়াদ শেষ হওয়ার এক বছর আগেই স্প্যানিশ কোচ চলে যাওয়ার শর্ত রেখে চুক্তি করেন ন্যু ক্যাম্পে। হতে পারে এই মৌসুমই তার শেষ। এনিয়ে ভাইভস জানান, ‘আমরা ভালভারদের সঙ্গে খুব খুশি। তিনি দারুণ একজন কোচ এবং খুব ভালো কাজ করছেন। আমাদের সঙ্গে তার চুক্তি আছে এবং এ ব্যাপারে আমরা খুব উদ্বেগে নেই। তাকে কাজ করে যাওয়ার সুযোগ দিতে হবে আমাদের।’

 

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
শিবনারায়ণের চোখে আলো দেখছেন মশিউর ও কালাম
শিবনারায়ণের চোখে আলো দেখছেন মশিউর ও কালাম
ঢাকার কোথাও হালকা বৃষ্টি, কোথাও ঠান্ডা ঝোড়ো হাওয়া
ঢাকার কোথাও হালকা বৃষ্টি, কোথাও ঠান্ডা ঝোড়ো হাওয়া
সূর্যকুমারের ছক্কায় সেঞ্চুরি ও মুম্বাইয়ের জয়
সূর্যকুমারের ছক্কায় সেঞ্চুরি ও মুম্বাইয়ের জয়
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস