X
সোমবার, ২০ মে ২০২৪
৫ জ্যৈষ্ঠ ১৪৩১

‘নেইমার কখনও বার্সায় ফেরার কথা বলেনি’

স্পোর্টস ডেস্ক
০৬ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:১১আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:১২

‘নেইমার কখনও বার্সায় ফেরার কথা বলেনি’ নেইমার ফিরতে চাইছেন বার্সেলোনায়- স্প্যানিশ সংবাদমাধ্যমগুলোর এই খবরে জোর আলোচনা হয়েছে ফুটবল বিশ্বে। যদিও খবরটি উড়িয়ে দিয়েছিলেন নেইমারের বাবা। এবার বার্সেলোনা সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউও বললেন, ‘ন্যু ক্যাম্পে ফেরার কথা বলেনি নেইমার।’

বার্সেলোনা থেকে দলবদলের বিশ্বরেকর্ড গড়ে প্যারিস সেন্ত জার্মেইয়ে যোগ দিয়েছেন নেইমার। তবে প্যারিসের ক্লাবে নাম লেখানোর কিছুদিন পরই শোনা যায়, পিএসজিতে আর থাকতে চাইছেন না ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। তিনি নাকি বার্সেলোনাকে ফেরানোর অনুরোধও করেছিলেন। ২০১৭ সালের গ্রীষ্মের দলবদলে ২২২ মিলিয়ন ইউরোর ট্রান্সফারের পর বার্সেলোনা অবশ্য কখনোই এই ফরোয়ার্ডকে ফেরানোর কথা বলেনি।

এবার ক্লাবটির সভাপিত বার্তোমেউ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, নেইমার ফেরার প্রস্তাব করেননি তাদের কাছে। তাছাড়া সামনের গ্রীষ্মের দলবদলে নেইমারের ‍ন্যু ক্যাম্পে ফেরার যে গুঞ্জন উঠেছে, সেটাও উড়িয়ে দিয়েছেন স্প্যানিশ রেডিও ‘কাদেনা কোপে’তে দেওয়া সাক্ষাৎকারে।

নেইমার প্রসঙ্গে বার্তোমেউ বলেছেন, ‘নেইমার আমাদের কখনোই বলেনি সে বার্সেলোনায় ফিরতে চায়। সে কিংবা তার বাবা কেউই আমার সঙ্গে কোনও কথা বলেনি।’ সঙ্গে যোগ করেছেন, ‘আমরা সামনের মৌসুমের প্রস্তুতি নিচ্ছি, আর সেখানে নেইমারের কোনও নাম নেই।’

বার্সেলোনার প্রধান অস্ত্র লিওনেল মেসি কিন্তু সাবেক সতীর্থকে আবার দেখতে চান ন্যু ক্যাম্পে। যদিও বিষয়টি ‘জটিল’ বলেই মনে করছেন আর্জেন্টাইন তারকা। বার্সা প্রধানেরও একই মত, ‘আমরা পিএসজির একজন খেলোয়াড়কে নিয়ে কথা বলছি, মনে হয় না এই মুহূর্তে তারা (পিএসজি) নেইমারের মতো খেলোয়াড়কে ছাড়তে চাইবে।’

ফিলিপে কৌতিনিয়ো ও উসমান দেম্বেলেকে সামনে এনে বার্তোমেউ বললেন, ‘(নেইমারকে বিক্রির পর) আমরা কৌতিনিয়ো ও দেম্বেলেকে সই করানোর সিদ্ধান্ত নিয়েছিলাম, ওরা দুজনই তরুণ, আর আমরাও ওদের নিয়ে খুশি।’ মার্কা, গোল ডটকম

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বৃষ্টিতে ভেসে গেলো ম্যাচ, এলিমিনেটরে রাজস্থান 
বৃষ্টিতে ভেসে গেলো ম্যাচ, এলিমিনেটরে রাজস্থান 
সোহেল চৌধুরীর মামলার রায় হয়েছে, সালমান শাহর মামলা কতদূর
সোহেল চৌধুরীর মামলার রায় হয়েছে, সালমান শাহর মামলা কতদূর
রাখাইনে সহিংসতা বন্ধের আহ্বান জাতিসংঘের মানবাধিকার কমিশনারের
রাখাইনে সহিংসতা বন্ধের আহ্বান জাতিসংঘের মানবাধিকার কমিশনারের
রাইসির জন্য খামেনির প্রার্থনা
রাইসির জন্য খামেনির প্রার্থনা
সর্বাধিক পঠিত
শনিবার ক্লাস চলবে ডাবল শিফটের স্কুলে
শনিবার ক্লাস চলবে ডাবল শিফটের স্কুলে
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
হিমায়িত মাংস আমদানিতে নীতিমালা হচ্ছে
হিমায়িত মাংস আমদানিতে নীতিমালা হচ্ছে
এনবিআর চেয়ারম্যানকে আদালত অবমাননার নোটিশ
এনবিআর চেয়ারম্যানকে আদালত অবমাননার নোটিশ
আগামী ৩ দিন হতে পারে বৃষ্টি, কমবে তাপপ্রবাহ
আগামী ৩ দিন হতে পারে বৃষ্টি, কমবে তাপপ্রবাহ