X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

ম্যালকমের গোলে রিয়ালের বিপক্ষে বার্সার রক্ষা

স্পোর্টস ডেস্ক
০৭ ফেব্রুয়ারি ২০১৯, ১০:৩৯আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৯, ১৪:৪৯

এল ক্লাসিকো অভিষেকে গোল করে দলকে বাঁচালেন ম্যালকম চোটে লিওনেল মেসির জায়গা হয়নি একাদশে। তার বদলি হিসেবে এল ক্লাসিকোয় অভিষেক হয়েছিল ম্যালকমের। ব্রাজিলিয়ানের দ্বিতীয়ার্ধের গোলেই কোপা দেল রে সেমিফাইনালের প্রথম লেগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে হার এড়ালো বার্সেলোনা।

বুধবার ন্যু ক্যাম্পে লুকাস ভাসকেসের গোলে এগিয়ে যায় রিয়াল। প্রথমার্ধে দারুণ পারফরম্যান্সে এগিয়ে থাকা দলটি জিতে মাঠ ছাড়তে পারেনি। ম্যাচটি ড্র হয়েছে ১-১ গোলে। আগামী ২৭ ফেব্রুয়ারি দ্বিতীয় লেগ হবে সান্তিয়াগো বার্নাব্যুতে।

ভ্যালেন্সিয়ার বিপক্ষে ঊরুতে চোট পাওয়া মেসি যথেষ্ট ফিট থাকলেও তাকে বেঞ্চে রাখেন এর্নেস্তো ভালভারদে। নিয়মিত অধিনায়ককে ছাড়া প্রথমার্ধ বেশ ভুগতে হয়েছে কাতালানদের। মাত্র ষষ্ঠ মিনিটে রিয়াল তাদের পেছনে ফেলে। করিম বেনজিমার পাস থেকে ভাসকেসের ফ্লিক পরাস্ত করে মার্ক আন্দ্রে টের স্টেগেনকে। এই গোলে ক্লাসিকো ইতিহাসে সব ধরনের প্রতিযোগিতায় বার্সার মাঠে টানা ১৫ ম্যাচে গোলের রেকর্ড গড়েছে রিয়াল, সবশেষ ম্যাচ শেষে এই সময়ে তারা গোল করেছে ২৬টি। 

পিছিয়ে পড়া বার্সা ঘুরে দাঁড়ানোর সুযোগ কমই পেয়েছে প্রথম দিকে। স্প্যানিশ কাপে এই মৌসুমে পঞ্চমবার একাদশে ঢোকা ম্যালকমের সুবর্ণ সুযোগ নষ্ট করে দেন কেইলর নাভাস। খুব সহজেই ব্রাজিলিয়ানকে ব্যর্থ করেন রিয়াল গোলরক্ষক। আরেকবার ম্যালকম গোলে অবদান রাখার সুযোগ পান। তার ফ্রি কিক থেকে ইভান রাকিতিচের হেড এবার আঘাত করে ক্রসবারে। বিরতির আগে রিয়ালকে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ করে দেন ভিনিসিয়াস জুনিয়র। তার বানিয়ে দেওয়া বলে লক্ষ্যভেদ করতে পারেননি বেনজিমা।

ম্যালকমের সহায়তায় লুই সুয়ারেস সুযোগ তৈরি করেন। নাভাস তাকে রুখে দেন। এক কথায় বার্সা প্রথমার্ধে পরিষ্কার সুযোগ তৈরি করতে পারেনি। তাদের রক্ষা হয় ৫৭ মিনিটের গোলে। সুয়ারেসের প্রচেষ্টা সের্হিয়ো রামোস ফিরিয়ে দিলে ম্যালকম ফিরতি শটে লক্ষ্যভেদ করেন।

ম্যাচ শেষ হওয়ার আধ ঘণ্টা আগে মেসি মাঠে নামেন। ৬৩ মিনিটে ফিলিপ্লে কৌতিনিয়োর বদলি নেমে পারেননি দলকে জয় এনে দিতে। গত ডিসেম্বরের পর প্রথমবার গোল করতে ব্যর্থ হলেন আর্জেন্টাইন ফরোয়ার্ড।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘সরকারের অতি সুবিধাভোগীদের’ ইজ্জত রক্ষা করতে বললেন ইসি রাশেদা
‘সরকারের অতি সুবিধাভোগীদের’ ইজ্জত রক্ষা করতে বললেন ইসি রাশেদা
‘কমিউনিকেশান অ্যাসোসিয়েশানের’ আহ্বায়ক কমিটি গঠন
‘কমিউনিকেশান অ্যাসোসিয়েশানের’ আহ্বায়ক কমিটি গঠন
দীপকের গোলে অবশেষে রাসেলের হাসি
দীপকের গোলে অবশেষে রাসেলের হাসি
দিয়াবাড়ি লেকে পানিতে ডুবে ২ স্কুলছাত্রের মৃত্যু
দিয়াবাড়ি লেকে পানিতে ডুবে ২ স্কুলছাত্রের মৃত্যু
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ