X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

আবার ম্যানইউর ডাগআউটে ফার্গুসন

স্পোর্টস ডেস্ক
১৬ ফেব্রুয়ারি ২০১৯, ২০:২৪আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৯, ২০:২৯

চ্যাম্পিয়নস লিগের এই ট্রফি জিতে ট্রেবল নিশ্চিত করে ফার্গুসনের ম্যানইউ ম্যানচেস্টার ইউনাটেডের দুর্দান্ত সাফল্যের রূপকার ছিলেন স্যার অ্যালেক্স ফার্গুসন। স্কটিশ কোচের অধীনেই প্রথম ইংলিশ ক্লাব হিসেবে এক মৌসুমে ট্রেবল জিতেছিল ইউনাইটেড। ওই অর্জনের ২০তম পূর্তি উপলক্ষে আবার ওল্ড ট্র্যাফোর্ডের ডাগআউটে ফিরছেন ১৩টি প্রিমিয়ার লিগ জয়ী সাবেক কোচ।

১৯৯৯ সালে চ্যাম্পিয়নস লিগ ফাইনালে ঘুরে দাঁড়ানো ২-১ গোলের জয়ে এক মৌসুমে তৃতীয় বড় শিরোপা ঘরে তুলেছিল ম্যানইউ। বায়ার্ন মিউনিখকে হারিয়ে ইতিহাস গড়েছিল তারা। ওই সাফল্যের ২০ বছর পার হতে চলেছে এবার। তাই বিশেষ পুনর্মিলনী ম্যাচের আয়োজন করেছে ম্যানইউ।

আর এই বিশেষ ম্যাচে ইউনাইটেড লিজেন্ডসের কোচ হবেন কিংবদন্তি স্কটিশ কোচ। আগামী ২৬ মে ওল্ড ট্র্যাফোর্ডে তারা মুখোমুখি হবে বায়ার্ন মিউনিখ লিজেন্ডসকে।

এই ম্যাচ থেকে পাওয়া অর্থ জমা হবে ম্যানইউ ফাউন্ডেশনে, যা ব্যয় করা হবে দাতব্য কাজে।

২০ বছর আগে ওই ঐতিহাসিক সাফল্যের পথে আর্সেনালের সঙ্গে এক পয়েন্টের ব্যবধানে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হয় ম্যানইউ। শীর্ষ লিগের প্রতিদ্বন্দ্বী মিডলসবোরো, লিভারপুল, চেলসি ও আর্সেনালকে হারিয়ে ফাইনালে নিউক্যাসেল ইউনাইটেডের বিপক্ষে জিতে এফএ কাপের শিরোপা নিশ্চিত করে তারা।

চ্যাম্পিয়নস লিগে তাদের রোমাঞ্চকর অভিজ্ঞতা হয় ফাইনালে। বায়ার্ন ও বার্সেলোনার সঙ্গে গড়া ‘গ্রুপ অব ডেথ’ পার করে তারা চারটি ড্র করেও। এরপর ইন্টার মিলান ও জুভেন্টাসকে হারিয়ে শিরোপার লড়াই নিশ্চিত করে বায়ার্নের বিপক্ষে। ৯০ মিনিট পর্যন্ত ১-০ গোলে পিছিয়ে ছিল ম্যানইউ। কিন্তু যোগ করা তিন মিনিটে শেরিংহ্যাম ও বর্তমান কোচ উলা গুনার সুলশারের গোলে ট্রেবল নিশ্চিত করে তারা।

ফার্গুসন তার ২৭ বছরের ম্যানইউ ক্যারিয়ারের ইতি টানেন ২০১৩ সালে। ওইবারই শেষ লিগ শিরোপা জিতেছিল ইউনাইটেড ক্লাব। কোচিং ক্যারিয়ার শেষ হলেও ৭৭ বছর বয়সী এই স্কটিশ সাবেক ক্লাবের ম্যাচ দেখতে প্রায় আসেন গ্যালারিতে। এবার তিনি চিরচেনা ডাগআউটে ফিরছেন ৬ বছর পর।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
১১ মাসেও ট্রমামুক্ত হতে পারেনি পুলিশ
১১ মাসেও ট্রমামুক্ত হতে পারেনি পুলিশ
অনলাইনে ভাতা কার্ড করা নিয়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক নিহত 
অনলাইনে ভাতা কার্ড করা নিয়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক নিহত 
ইরানের পারমাণবিক কর্মসূচি ২ বছরের জন্য পিছিয়ে গেছে: পেন্টাগন
ইরানের পারমাণবিক কর্মসূচি ২ বছরের জন্য পিছিয়ে গেছে: পেন্টাগন
ওআইসি মহাসচিবের সঙ্গে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির বৈঠক
ওআইসি মহাসচিবের সঙ্গে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির বৈঠক
সর্বাধিক পঠিত
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
‘দেশের ৩২টি বিমা কোম্পানি উচ্চ ঝুঁকিতে’
‘দেশের ৩২টি বিমা কোম্পানি উচ্চ ঝুঁকিতে’