X
রবিবার, ০৫ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

নেইমার কেন মাদ্রিদে?

স্পোর্টস ডেস্ক
২০ মার্চ ২০১৯, ২১:০৪আপডেট : ২০ মার্চ ২০১৯, ২২:১০

বিমানবন্দরে স্ক্র্যাচে ভর দিয়ে দাঁড়িয়ে ওপরে কাউকে দেখে সম্ভবত হাত নাড়ছেন নেইমার। স্পেন ছেড়েছেন অনেক আগেই। তাছাড়া আন্তর্জাতিক ফুটবল বিরতিতে প্যারিস সেন্ত জার্মেইয়ের কোনও ম্যাচও নেই এখন। ফরাসি দলটির স্পেনে যাওয়ার কোনও কারণই নেই। তাহলে দেশটির রাজধানী মাদ্রিদে নেইমারের যাওয়ার কারণ কী?

তাহলে কি রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তির বিষয়ে আলোচনা করতেই স্প্যানিশ রাজধানীতে গেছেন ব্রাজিলিয়ান তারকা? প্রশ্নটা জট বাঁধতে থাকে ফুটবল বিশ্বে। না, রিয়ালের সঙ্গে চুক্তি সম্পর্কিত কোনও বিষয় নেই, নেইমার মাদ্রিদে গিয়েছেন একটি বিজ্ঞাপনচিত্রে কাজ করতে।

স্থানীয় সময় সোমবার বিকেলে প্রাইভেট জেটে করে মাদ্রিদে পৌঁছান তিনি। অমনি শুরু হয়ে যায় নানা গুঞ্জন। যার কেন্দ্রবিন্দুতে ছিল রিয়ালের সঙ্গে চুক্তির আলোচনা। যদিও মাদ্রিদভিত্তিক ক্রীড়া দৈনিক ‘এএস’-এর খবর, চুক্তি সম্পর্কিত কোনও কাজে মাদ্রিদে যাননি নেইমার, নতুন একটি বিজ্ঞাপনচিত্রে কাজ করতেই স্প্যানিশ রাজধানীতে আসা তার।

নতুন করে গুঞ্জন ওঠাটা স্বাভাবিক। রিয়াল তো আর আজ থেকে চেষ্টা করছে না তার জন্য। ব্রাজিলিয়ান তারকা যখন সান্তোসের খেলোয়াড়, তখন থেকে তাকে সান্তিয়াগো বার্নাব্যুতে আনার ইচ্ছা ‘লস ব্লাঙ্কোস’ সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের। যদিও রিয়ালকে উপেক্ষা করে নেইমার বেছে নেন তাদের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে। কাতালান ক্লাবটি ছেড়ে পিএসজিতে নাম লেখানোর পর নতুন করে আবার মাদ্রিদে যাওয়ার খবর শোনা যায় ইউরোপিয়ান মিডিয়ায়।

যে গুঞ্জনটা এখনও ভাসছে বাতাসে। চোটের কারণে মাঠের বাইরে থাকা এই ফরোয়ার্ডের মাদ্রিদে যাওয়ার খবরে নতুন রসদ যোগ হয় তাতে। যদিও ‘এএস’ নিশ্চিত করেছে বিজ্ঞাপনের শুটের কারণেই স্প্যানিশ রাজধানীতে গিয়েছেন নেইমার।

শুধু তিনি নয়, লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদোও আছেন মাদ্রিদে। মেসি তার জাতীয় দল আর্জেন্টিনার হয়ে প্রীতি ম্যাচ খেলতে রয়েছেন স্প্যানিশ রাজধানীতে। আর মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসে নাম লেখানো রোনালদো পুরনো শহরে ফিরেছেন তার নতুন শুরু করা হেয়ার ইমপ্লান্ট ব্যবসার কারণে।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ